-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে তাই আমরা এই ৫ দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘন্টা যেকোনো সময় ট্রেড করতে পারি।আমার কাছে এই রকম কোন সময় নাই যে সময় আমরা ট্রেড করে ভাল প্রফিট করতে পারব।আমি আগে মার্কেট এনালাইসিস করি তারপর যে ফেয়ারে ভাল সিগনাল পাই তখন সেই ফেয়ারে ট্রেড ওপেন করি।
-
মার্কেটে যে অভিজ্ঞ সে সব সময় বুঝশুনে ট্রেড করতে পারে।একজন দক্ষ ট্রেডার টেকনিকাল এনালাসিস করে মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করে থাকে।আমার মতে মার্কেটের ইন্ডিকেটের এর মুভমেন্ট দেখে ট্রেড করা উচিত।
-
আমি একজন নতুন ট্রেডার বিধায় আমি এখনো সম্পূর্ণরুপে ট্রেড করছি না রিয়েল ট্রেডিং-এ । কিন্ত আমি খুব সিরিয়াসলি চেষ্টা করছি ডেমোতে ট্রেড করে নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডারের সরাসরি উচিত হবে না যে প্র্রথমেই ট্রেড করা । তাই সর্বপ্রথম উচিত হবে কিছুদিন ডেমোতে ট্রেড করা ।
-
ফরেক্স মার্কেটে যে সময় বেশি ট্রেডার ট্রেডিং করে থাকে সেই সময় আমি ট্রেডিং করি,ফরেক্স মার্কেটে ভাল প্রফিট করা যায় আমাদের বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত এই সময়ে মার্কেট অনেক উঠানামা করে এই সময়ে অনেক ভাল ভাল নিউজ রিলিজ করা হয়ে থাকে।
-
আমি যখন মার্কেটে নিউজ না থাকে তখনই আমি মার্কেটে ট্রেড করি বেশী । আমরা কখনোই লোভ কর না । ট্রেডাররা বেশী লোভ করে যদি ট্রেড করে ফেলে তাহলে কিন্তু লসে পড়ে যেতে হবে । সুতরাং আমরা কখনোই বেশী লোভ করব না তাহলেই আমরা ধৈর্য্যের সহিত কাজ করতে পারব এবং বেশী ট্রেড করব না । তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব ।
-
আমি খুব ভাল ট্রেডার না আবার খুব খারাপ ট্রেডার ও না । আমি আমার ইচ্ছা মত ট্রেড করি । কিন্তু আমি যখন নতুন ছিলাম ঐ সময় গুলোতে আমি নিয়জ দেখে দেখে ট্রেড করতাম । তবে আমি এখনো বেশি বেশি নিউজ দেখে ট্রেড করি । আমি সকালে দুপুরে ও সন্ধায় বেশি বেশি ট্রেড করি । এই জন্য আমি অনেক অনেক প্রফিট করি ফরেক্স থেকে ।
-
ফরেক্স এ আমি বেশীর ভাগ পেয়ারে চার্ট দেখে ট্টেড করি। ফরেক্স এ আমি বেশীর ভাগ মুভিং এভারেজ এবং মার্কেট এনালাইসিস করে ট্টেড করি। এতে আমার অনেকটা ধারনা করে ফরেক্স এ ট্টেড করি এবং মোটামাটি 5% লাভ করে থাকি।
-
আমি সবসময় ট্রেড করি না আমি ফরেক্স মার্কেট এনালাইসিস করে যখন ভালো ট্রেড করার মত পজিশন পায় তখনি ট্রেড করি । এছাড়া দুপুর ১ টার পর থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেট এর মুভটা একটু একটু বেশি থাকে বলে এই সময়ের মধ্যে আমি বেশি ট্রেড করি । তবে আমি কোন এনালাইসিস ছাড়া ট্রেড করি না । আপনাকে একটি ট্রেড এন্ট্রি নেয়ার আগে মার্কেট আগে ভালো করে এনালাইসিস করে নিতে হবে ।
-
ফরেক্স মার্কেটে যদি কেউ বেশি ট্রেড করে তবে আমি মনে করি সে কোন এক সময়ে তার একাউন্টের অবস্থা ভাল হবে না কারন আমি অনক দেখেছি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি আগে ভাল করে বুঝে শুনে তার পর যদি আপনি ট্রেড করেন তবে আপনি লসের পরিমান কম হবে বলে মনে করি।
-
আমি তখনই ট্টেড করি যখন আমি একটি ভাল পজিশন ফলো করি। ফরেক্স মার্কেট এ ভাল সব সময় আসে না। আমার কাছে মনে হয় যে এই ফরেক্স মার্কেট তথনই ট্টেড করা যায় যখন মার্কেট একটি ভাল পজিশন আছে। আর আমি তখনই সময়টা কাজে লাগাই।