-
আসলে আমি ফরেক্স এ একেবারেই নতুন।ফরেক্স মার্কেটে কতটুকু ওয়াচ করা উচিত তা আমার সঠিক জানা নেই। তবে ফরেক্স মার্কেটে আমি অনেক সময় দেই। আমি ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে পারলে আমার অভিজ্ঞাতা বাড়বে। তবেই ফরেক্স থেকে ভাল প্রফিট করা যাবে।আর আমি এটা চালিয়ে যাবো।
-
আমি শুধু ফরেক্স ব্যবসা করি । আমি একটা জব করতাম । কিন্তু আমি সে জব ছেড়ে দিয়েছি । তাই আমি ফরেক্স মার্কেট অনেক সময় থাকি । কারন আমার টার্গেট প্রফিট করা ফরেক্স থেকে । আর আমি ফরেক্স থেকে আসলেই অনেক প্রফিট করি । এই জন্য আমি ফরেক্স মার্কেট কম করে হলেও আট ঘন্টা ওয়াচ করি । কারন যত ওয়াচ করবো ততই ফরেক্স মার্কেট বুঝতে সুবিধা হয় ।
-
আমি দিনে কয়েকবার মাকেট এর পরিস্থিতি পযবেক্ষন করি। তবে ট্রেড নেই আমার নিজস্ব প্ল্যান এর ওপর নিভর করে এবং তাতেই আমি অনেক বেশি সফল হই । তাই আমি মনে করি কত ঘন্টা কাজ করি এটা মূল ব্যাপার নয় ।বরং একটি পদ্ধতির ওপর থাকতে পারাটাই হচ্ছে সফলতার মূলমন্ত্র ।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেট কত ঘন্টা ওয়াচ করা উচিত টিক জানা নেই ,তবে বেশি ওয়াচ করলে তেমন ক্ষতি নেই ডেমোতে বেশি ওয়াচ করতে পারলে ভাল হয় যার কারন ফরেক্স হচ্ছে অভিজ্ঞতার উপর বেশি নিরভর করে যায় বেশি অভিজ্ঞতা হবে ফরেক্স থেকে সে ভাল ফল আনতে পারবে। ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে পারলে অভিজ্ঞাতা বাড়বে। তবেই ফফরেক্স থেকে ভাল প্রপিট করা যাবে।
-
আপনি কতক্ষন মার্কেটে সময় ব্যায় করেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কতটা মার্কেটে ইফেক্টিভ ভূমিকা পালন করেন? আমরা অনেকে আছি সারাদিন ট্রেড করেও কিংবা সারাটা দিন ফরেক্সে সময় দিয়েও আশাতীত সাফল্য অর্জন করতে পারি না । কিন্ত আমরা জানি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে অাপনি যে সময়টা এখানে ব্যয় করবেন তার প্রতিটা মূহুর্ত হতে হবে ইফেক্টিভ ।
-
আপনি যত দিন পারেন ডেমো ট্রেডিং করতে পারেন তবে আপনাকে আমি মনে করি ৪ থেকে ৫ মাস করা উছিত | আপনি যত পারতিস করবেন তত শিকবেন|ফরেক্স এ জানার কোন শেষ নেই আপনি দিনে ৪ থেকে ৫ ঘন্টা করতে পারেন |
-
ফরেক্স মার্কেটে একটানা সময় দিতে পারি,ফরেক্সে,প্রতিদিন ৩-৪ ঘন্টা মাকেটে ট্রেড করিনা,
-
প্রধান জিনিস ধরজ শিখতে অনেক সময় লাগেএবংযখনই সময় পাই তখন মার্কেট ওয়াচ করিযদি না থাকেমার্কেট সম্পরকে ধারণা নেয়।
-
প্রতিদিন ৩-৪ ঘন্টা মাকেটে ট্রেড করিপ্রায় ১-১.৫ ঘন্টা মাকেট অ্যনালাইসিস করি।আর ২ ঘন্টা ফোরাম পোস্ট করিযদি পারি।
-
প্রধান জিনিস ধরজ শিখতে অনেক সময় লাগেএবংযখনই সময় পাই তখন মার্কেট ওয়াচ করি