আমরা যখন ট্রেড করি তখন ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্প্রেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্প্রেড কেটে নেয়।এটাতে ব্রোকারের লাভ হয় আমি এতটুকুই জানি।
Printable View
আমরা যখন ট্রেড করি তখন ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্প্রেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্প্রেড কেটে নেয়।এটাতে ব্রোকারের লাভ হয় আমি এতটুকুই জানি।
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করে থাকি,আমরা ট্রেডিং করলে ফরেক্স মার্কেট এর ব্রোকারের অনেক লাভ কারন তারা এ থেকে বা প্রতি ট্রেড থেকে কমিশন কেটে নেয়,তাই আমি ফরেক্স মার্কেট থেকে ইনকাম করার জন্য ভাল করে এনালাইসিস করে ট্রেডিং করে প্রফিট করে থাকি।
আমাদের প্রতি ট্রেডেই ব্রোকার লাভবান হয়। নতুবা ব্রোকাররা ব্যবসা গুটিয়ে পালাত। এত এত বোনাস অমুক তমুক ইত্যাদি দিতে পারত না। আমরা যখন ট্রেড করি তখন ব্রোকার স্প্রেড নেয়। এটা সোজা সুজি লাভ, আবার ট্রেডারের বিপরীতে ট্রেড নিয়ে ঘুরিয়ে লাভ। সব দিকেই ব্রোকার লাভবান। মাঝখান থেকে অনেক ট্রেডার বাশ খায়।
আমরা যদি ট্রেড করি তাহলে কি ব্রোকাররা লাভবান হয় বা ব্রোকারের কি লাভ এই রকম প্রশ্ন আমার মনেও ছিল । পরে জানতে পারলাম যে আমাদের প্রতি ট্রেডেই ব্রোকাররা লাভবান হয় । আমরা ট্রেডে লাভ অথবা লস যাই করি না কেন ব্রোকার কিন্ত প্রতিটি ট্রেডে একটি নির্দিষ্ট পরিমান ডলার কেটে রাখে যাকে স্প্রেড বলে ।
আসলে আমরা যদি ট্রেড করি তাইলে ব্রোকার তো একটু লাভবান হবার কথা । যে কোন কিছু চালু করা হয় তা একটু লাভ করার জন্যই । আমার কাছে তাই মনে হয় কারন কোন কিছুই লাভ ছাড়া করা হয় না ।
ব্রোকাররা যদি লাভ নাই করে থাকে তবে আমাদের হেল্প করএ তাদের সারথ কি।আমরা যে কয়টা ট্রেড ওপেন করে থাকি,তার সব কয়টা থেকে তারা কমিশন পেয়ে থাকে।এই কমিশন টা তারা কারেন্সির স্প্রেড হিসাবে কেটে নেয়।
আমরা দেখি ট্রেড করলে মূলত, আমরা এবং ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
ফরেক্স মার্কেটে সাধারণত ২ ধরনের ব্রোকার দেখা যায় । ডিলিং ডেস্ক ও নন ডিলিং ডেস্ক । তবে যারা ফরেক্স মার্কেটের রিয়াল ব্রোকার তারা শুধু আপনার ওপেনকৃত টেড থেকে নিদ্ষিট পরিমাণ স্পেড বা কমিশন নিয়ে থাকে । তারা কখনোই লস করেন না । কারা সব সময়ই লাভ করেন ।
অবশ্যই আমরা ট্রেড করলেই ব্রোকার আমাদের আগে লাভবান হয় । কারণ তাদের লাভের ডলার আমাদের লাভ হওয়ার আগেই নিয়ে নেয় । সুতরাং আমরা লাভ করি পড়ে । অতএব তাদের কোন প্রকারই লস নেই । তারা সর্বদা লাভে থাকে তারপর আমরা ।
আমার জানা মতে আমাদের ট্রেড করার কারণে ব্রোকার প্রতিটা ট্রেড থেকেই লাভবান হয়ে থাকে । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা একটা জিনিস খেয়াল করে দেখলেই বিষয়টা ভালো করে বুঝবেন । যখন আমরা একটা ট্রেড ওপেন করি তখনই ব্রোকার কর্তৃক কিছুটা কেটে তারপর শুরু হয় ট্রেড । যেটাকে আমরা স্প্রেড বলে থাকি ।