-
আপনি ফোরাম এর কাজ মোবাইল এ করতে পারবেন । তবে মোবাইল থেকে ফোরাম এ কাজ করতে গেলে আপনাকে অনেক সময় নিয়ে করতে হবে । এছাড়া আপনি কম্পিউটার থেকে যত সহজে ফোরাম এ কাজ করতে পারবেন মোবাইল ফোরাম এর কাজ এত সহজে করতে পারবেন না । তাই আমি মনে করি ফোরাম এর কাজ করতে হলে কম্পিউটার থেকে করাটা অনেক সুবিধা জনক । এতে অনেক কম সময় লাগে এবং অনেক সহজে লিখা যায় ।
-
আপনার যদি একটা স্মার্টফোন থাকে তবে আপনি আপনার স্মার্টফোন থেকেও ফোরামে পোস্টিং করতে পারবেন। কারন ফোরামের সাইট টা রেস্পন্সিভ সাইট। এখানে মোবাইল থেকে বেশ ভালো ভাবেই পোস্ট করা যায়। আপনি মোবাইল থেকেও পোস্ট করতে পারবেন এখানে।
-
ফোরামে কাজ করার জন্য আমার কাছে যতটা সুইট্যাবল মোবাইল বিকল্প আর কোনটা নয় কারন আমি মোবাইল দিয়ে লিখতে খুব ভাল পারি কিন্তু অন্য যেমন ল্যাপটপ অথবা পিসিতে বসলে আমার বার্টন খুযতে খুযতে সময় চলে যায় ার কি পোষ্টিং করব আমার কাছে বেশি সুবিধা জনক হচ্ছে মোবাইল তবে আমি মনে করি যে যেটাতে সাচ্ছ্যন্ধ বোধ করেন
-
জি অবসি মোবাইল থেকে আপনি ফরেক্স এর ফোরাম সাইট গুলো বেবহার করতে পারেন. আমার মনে হয় না ফরেক্স বাংলা এখনো কোনো মোবাইল প্লাটফর্ম দিছে, যাতে আপনি জলদি রেলোদিং এর মাধমে পোস্ট করার সুবিধা পেতেন. তবে আপনার যেকোনো স্মার্ত্ফনে অথবা ট্যাবলেট থেকে আপনি চাইলেই খুব সহজে পোস্ট করতে পারবেন.
-
মোবাইল থেকে ফরেক্স করা যায় বলে আমি সমর্থন করি.তবে সেই ক্ষেত্রে মোবাইল অন্ততপক্ষে android অপারেটিং সিস্টেম এর হতে হবে.তাহলে আপনি ফরেক্স করতে পারবেন.ফরেক্স আপনি কেমন করতে পারবেন সেক্ষেত্রে আপনার মোবাইল এর টাইপিং দক্ষতার উপর নির্ভর করে.আপনি মোবাইল এ টাইপিং দ্রুত করতে পারলে আপনি ফরেক্স ও অনেক করতে পারবেন.শেষ কথা এইটাই যে মোবাইল এ ফরেক্স ত্রিয়াদিং করা সম্ভব.
-
মোবাইল থেকে ফোরামের কাজ করা যাবে তবে তার জন্য আ্যনড্রয়েড ফোন দরকার। তবে ফোরামের কাজ মোবাইলে করা তেমন সুবিধা জনক নয় কেননা ফোরামের কাজ হল লেখালেখির কাজ যেটা মোবাইলে করা কষ্টকর তবে ফরেক্সের ট্রেড করতে পারেন মোবাইলে । তাই আমার মতে যাদের ডেক্সটপ বা ল্যাপটপ আছে তাদের মোবাইলে না করা টাই সুবিধাজনক।
-
ফোরামে মোবাইল ফোন দিয়ে আমি কখনই কাজ বা পোস্ট করিনি তবে আমি যতদূর জানি তাতে করে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েও ফরেক্সের এই ফোরামে নিয়মিত ভাবে পোস্ট করতে পারবেন তবে তার জন্য আপনার ব্যাবহৃত মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোইট ভার্সনের হতে হবে। সাধারন জাভা সাপোর্টেট ফোন দিয়ে আপনি কখনই এটি করতে পারবেন না।
-
মবাইল থেকে কখনো ফরামের কাজ করা জায় না কারন মবাইলে ফরামের কাজ করার জন্য লেখা লেখি করা লাগে সেই গুল মবাইলে করা জায় না কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মবাইলে ফরেক্স ট্রেদ করা জায় সকল জাবতিয় কাজ করা জায় কিন্তু ফরামের কাজ করা জায় না ।
-
মোবাইল থেকে ফোরামে অবশ্যই পোস্ট করা যাবে । তবে আগেও অামরা শুধুমাত্র কম্পিউটার এর মাধ্যমে ফোরামে পোস্ট করতাম । কিন্ত বর্তমানে আমি অনেক সময় মোবাইলেও পোস্ট করি । কিন্ত আমি বেশিরভাগ স্বাচ্ছন্দবোধ করি কম্পিউটারে , কারণ কম্পিউটারে অনেক ভাল লাগে । কিন্ত আমি যখন কম্পিউটার থেকে দুরে থাকি কিংবা কাজে বাইরে থাকি তখনই আমি মোবাইল থেকে ফেরেক্সে পোস্ট করি । অাপনারাও চাইলে মোবাইলের মাধ্যমে ফোরামে পোস্ট করতে পারবেন ।
-
হ্যা মোবাইল ফোন ব্যাবহার করেও অঅপনি চাইলে ফরেক্সে ট্রেড করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোয়িট ভার্সনের হতে হবে তা না হলে আপনি এখানে পোস্ট করতে এবং ফরেক্সে কোন প্রকার ট্রেডও করতে পারবেন না। তবে আমি সব সময় কম্পিউটার ব্যাবহার করেই ফরেক্সে ট্রেড এবং পোস্ট করে থাকি।