-
যেকোন পেশার যে কেউ ফরেক্স ব্যবসা করতে পারবে । ফরেক্স ব্যবসয় শিক্ষকদের জন্য কোন নিষেধাজ্ঞ নাই শিক্ষকরা অনায়াসেই ফরেক্স করতে পারেন । শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি ফরেক্স ব্যবসা করে নিজেদের উন্নতি করতে পারবে । শিক্ষকরা ফরেক্স ব্যবসা করে নিজেদের জীবনের উন্নয়ন করতে পারে । শিক্ষকদের ফরেক্স ব্যবসায় এগিয়ে আসা উচিৎ ।
-
ফরেক্স মার্কেট এমন একটি বিজনেসের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় যা সম্পূর্ণ স্বাধীন ও মুক্ত একটি বিজনেস। এই ফরেক্স বিজনেস অন্য সকল বিজনেস থেকে একদমই আলাদা। এখানে আপনাকে কোন নির্দিষ্ট সময় মেনে বা দেখে দেখে ট্রেড করতে হবে না। আপনি যখনই সময় পাবেন আপনি তখনই চাইলে ট্রেড করতে পারেন। এর জন্য আপনাকে কোন অফিসে যেতে হবে না। আপনি ঘরে বসেই ট্রেড করতে পারেন। তাই এই বিজনেসে শিক্ষক-ছাত্র সবাই ট্রেডিং করতে পারে।
-
ফরেক্স বিসনেস শিক্ষক কেরা পার্ট টাইম জব হিসাবে করতে পারে।কেবল শিক্ষকেরাই নয় ফরেক্স মার্কেটে যেকোন পেশাজীবির লোক প্রবেশ করতে পারে।ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মাত্র ২ ঘন্টা সময় দিলেই চলে।আমি একজন ছাত্র তাই আমি লেখাপড়ার পাশাপাশি ফরেক্স করি।কারন ফরেক্স করতে বেশি সময় দেওয়ার প্রয়োজন হয়না।আমি ফরেক্স মার্কেটে প্রতিদিন ২ থকে ৩ ঘণ্টা সময় দিই।কিন্তু ু আমার পড়াুনার ক্ষতি হয় না।
-
কেন নয় সবাই ফরেক্স বিজনেস করতে পারবে । ছাত্র, শিক্ষক, চাকুরীজীবি অথবা বেকার সবাই ফরেক্স ট্রেডিং করতে পারবে । তবে সবার ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং এর কৌশল এক রকম নয় । একেক জনের জন্য একেক রকম কৌশল প্রযেজ্যো বলে আমি মনে করি । যে যেভাবে নেয় আর কি । এটা যার যার ব্যক্তিগত ব্যাপার । তবে ফরেক্স কে পার্টটাইম হিসেবে নেয়াটাই উত্তম বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে যে কোনো পেশাজীবি ট্রেড করতে পারে এখানে যেমন খুমি তেমন কাজ করার সুযোগ রয়েছে আপনি যখন ফ্রি থাকেন তখনই ফরে্ক্সে ট্রেড করার সুযোগ পাবেন এছারাও আপনি যখন ব্যাস্ত থাকবেন তখনেএকটা ট্রেড ওপেন করে টেক প্রফিট ব্যবহার করে নিজের লাভটা নিয়ে নিতে পারেন
-
আমি মনে করি একটা স্বাধীন এবং মুক্ত পেশা হিসেবে দিন দিন ফরেক্স ব্যবসা সবার নিকট ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে । কারণ ফরেক্স মার্কেট এমন একটা ব্যবসায় ক্ষেত্র যেখানে কোন বাঁধা ধরা নিয়ম নেই যে কে এখানে ট্রেড করতে পারবে আর কে ট্রেড করতে পারবে না । অর্থ্যাৎ এখানে সবাই ট্রেড করতে পারবে এবং একজন শিক্ষক এ ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার পাবে । কেননা শিক্ষকদের বুঝার শক্তিমত্তা একটু বেশি বলে তারা এই মার্কেটে জটির ও কঠিন জিনিসগুলো খুব সহজেই আয়ত্তে আনতে পারবে ।
-
ফরেক্স ট্রেডিং কোন নিদিষ্ট পেশা বা জাতির জন্য এমনটি ভাবার কোন যুক্তিকতা রয়েছে বলে আমার মনে হয় না কারন তথ্য প্রযুক্তির এই যুগে সকলেরই অবাধ বিচরনের অধিকার রয়েছে। ফলে অনলাইন ভিত্তিক এই ব্যাবসায় যেকেউ কাজ করে আয় করার অধিকার রাখে তবে তাকে অবশ্যই ট্রেডিংয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ভাল প্রফিটের জন্য।
-
ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত একটি প্লেস। এখানে যে আগ্রহ সহকারে কাজ করতে চাইবে সেই পারবে । যদি শিক্ষকদের হাতে পর্যাপ্ত পরিমান সমই বের করতে পারেন তবে তরাও ট্রেডিং এ অংশগ্রহন ক্রতে পারবে কননবাধা নিশেধ নেই।
-
শুধু শিক্ষক কেন পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সবাই ফরেস ট্রেডিং করতে পারে। শুধু থাকতে হবে ফরেক্স এ একাউন্ট এবং ডিপজিট করা ডলার। আর তার সাথে সবথেকে যে জিনিসটি বেশি থাকতে সেটি হল অভিগতা। অভিগতা আর ডিপজিট করা একাউন্ট থাকলে সব ধরনে মানুষ ফরেক্স এ ট্রেডিং করা টাকা আয় করতে পারে।
-
ফরেক্স কোন ব্যক্তি বিশেষের জন্য নয় এখানে সবাই কাজ করতে পারবে
তবে এখানে প্রচুর পরিমানে সময় দিতে হবে