ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
Printable View
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
ফরেক্স ব্যবসা খুব সহজ ব্যবসা না । এই ফরেক্স ব্যবসা করতে হলে সকলের আগে ধৈর্য্য দরকার তারপর মানিম্যানেজমেন্ট এবং তারপর নির্লোভ হতে হবে । আমি মনে করি তারাই ফরেক্স মার্কেটে টিকে ঠাকতে পারে যাদের ধৈর্য্য , মানিম্যানেজমেন্ট এবং নির্লোভ মন রয়েছে । কারন আমার ধৈর্য্য , মানিম্যানেজমেন্ট এবং নির্লোভ মন আছে বলে আমি ৬ বছর ফরেক্স ব্যবসায় টিকে আছি ।
আসলে ফরেক্স এমন একটি ব্যাবসা যেখানে একদিনে সফল হওয়া সম্ভব নয়। ফরেক্স এ টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য ,মানিম্যানেজমেন্ট ,নির্লোভহীন হতে হবে।এগুলোর একটিকেও বাদ দিলে চলবে না । প্রত্যেকটি গুণ একজন ট্রেডারদের মধ্যে থাকতে হবে তাহলেই সফল হওয়া সম্ভব বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেটে কয়েকটি গুরুত্তপুর্ন অংশ এর মধ্যে ধৈর্য ,মানি ম্যানেজমেন্ট আর নির্লোভ এর মানসিকতা , এই তিন গুণাবলী অংশীদার হলে ট্রেডিং সময়ে লসের হাত থেকে বাঁচা যায় । ফরেক্সে মার্কেটে অতিরিক্তলোভের কারনে অনেক সময় অনেক লসের সম্মুখীন হতে হয় তাই ধৈর্য নিয়ে ট্রেড করে মানি ম্যানেজমেন্ট পর্যবেক্ষন করে করলে অনেক লাভবান হওয়া যাবে ।
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
ধৈর্য্য, মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।
নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন
ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন
যে কোন কাজেই ধৈর্য্যহীনতা ও লোভ দূর্বল মানষিকতার পরিচয়।তাই বলা চলে দূর্বল মানষিকতা নিয়ে ফরেক্স ট্রেড করা যায় না। ফরেক্সে সফল হতে হলে ধৈর্য্যসহকারে মন দিয়ে এনালাইসিস করতে হবে। এরপর মুদ্রা জোড়ার চার্ট দেখে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। ট্রেড দেওয়ার সময় লোভবশত বেশি লট দিয়ে ফেললেও বিপদ হতে পারে, মানি ম্যানেজমেন্টাও জরুরী।