-
ফরেক্সের সাম্প্রতিক অবস্থা জানতে হলে সবসময়ই আপডেট থাকতে হবে। কারন ফরেক্স একটি গতিশীল মার্কেট এবং এই মার্কেটে প্রতিটি মুহুর্তে প্রাইসের মুভমেন্ট পরিবর্তন ঘটে। বর্তমানে কিছুদিনের মার্কেটের অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় ইউরোর চাইতে ডলার শক্তিধর অবস্থা রয়েছে।
-
না আমি এখনও প্রতিদিন লাভ করি না । কারন , আমি এখনও দেমত্রেদ করছি । আমার মনে হয় প্রতিদিন লাভ করার চেয়ে ধীরে ধীরে লাভ করা অনেক ভাল । লং ট্রেড লাভ করা টা আমার কাছে অনেক ভাল মনে হয় । কারন , লং ট্রেড করলে মার্কেট ভাল ভাবে বুঝে কারা যায় । লস হবার সম্ভাবনা খুবই কম থাকে । আর রে মাধ্যমে এক জন দক্ষ ট্রেড আর হওয়া যায় ।
-
ব্যক্তিগতভাবে আমি মূলত ফরেক্সে লং টাইমফ্রেমে ট্রেড করি যার কারনে প্রতিদিন প্রফিট করা সম্ভাব হয় কখনও কখনও আবার কখনও কখনও দুই তিনদিন পর পর প্রফিট করি আলে এটি নির্ভর করে মার্কেট মুভমেন্টের উপর। তবে তার পরও আমি যখনই প্রফিট করি না কেন আমি কিন্তু বেশ ভালই প্রফিট করি।
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন । আমি রিয়েল একাউন্ট এ এখনো কোন প্রফিট করি নি। তবে আমি ডেমোতে অনেক প্রফিট করেছি। আমি ডেমোতে প্রায় 200 ডলার এর মত প্রফিট করেছি। কিন্তু আমি রিয়েল একাউন্ট এ মাত্র 2 টাকা প্রফিট করেছি।
-
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। ফরেক্স এ প্রতিদিন প্রফিট করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক অনেক বেশি ধারণা থাকতে হবে। আমি ফরেক্স এ এখনও প্রতিদিন প্রফিট করতে পারবো এই কথা জুরগলায় বলতে পারি না। কেননা ফরেক্স সম্পর্কে পুরুপুরি ধারণা আমার মধ্যে হয়ে ওঠে নি।
-
এটা নির্ভর করে মার্কেটের অবস্থার উপর। মার্কেট যদি ভাল থাকে মানে ট্রেন্ডে থাকে তাহলে অনেক প্রফিট করা যাবে। আর যদি একবার উপরে আরএকবার নিচে নামতে থাকে তাহলে এই অবস্থায় প্রফিট করা কষ্টকর। প্রতিদিন লাভ হবে এমন ধারনা করা ঠিক নয়। কোনকোনদিন লসও হতে পারে।
-
আমি প্রতিদিন প্রফিট করার চেষ্টা করে যাই। তবে আমি জানি যে প্রতিদিন আমার পক্ষে প্রফিট করার মত সুযোগ থাকে না। আমি সুযোগের অপেক্ষায় থাকি। কখন মার্কেট আমার অনুকুলে আসবে। যখন মার্কেট আমার অনুকুলে আসে। এবং মার্কেট এর মুভমেন্ট আমার হিসেবের সাথে মিলে যায় তখন আমি প্রফিট করার মত ট্রেড ওপেন করে থাকি। এবং সেই ট্রেডে আমি প্রফিট করার চেষ্টা করি।
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রতিদিন লাভ করতে পারি না।আমি এখনো ফরেক্স মার্কেট এ ভালো ট্রেডার হতে পারি নি।তবে যে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারে সে ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রতিদিন আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা প্রতিদিন আয় করতে পারি।তার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।
-
প্রতিদিন প্রফিট করাটা অনেক কঠিন,আমার জানামতে প্রতিদিন বেশির ভাগ মানুষ ফরেক্স এ লস করে,আমি নিজেয় মার্কেট ওপেন থেকে বন্ধ হওয়া পর্যন্ত থাকি, সোম বার থেক বুধবার পর্যন্ত প্রফিট করি তার পর আবার লসে পরে যাই,
-
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের প্রতিদিন আয় করা সম্ভব হয়ে পড়ে না।কারন মার্কেট সম্পর্কে দক্ষ হতে পারেনি।মার্কেট সম্পর্কে দক্ষ হতে পারলে আর যদি ভাল ইনভেস্ট করা যাই তাহলে মার্কেট থেকে প্রতিদিন আয় করা যাবে অনেক।তাই ফরেক্স মার্কেট এ আমাদের অনেক সময় দিতে হবে।