-
আমি প্রায় ২-৩ মাস থেকে ডেমো ট্রেড করছি,।আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের বাস্তব দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের অনেক ভাল একটি জায়গা হল ফরেক্সের ডেমো ট্রেডিং প্লাটফর্ম। আপনি ভাল বুঝলে ২-৩ সপ্তাহ করতে পারেন। এ্টা সারাজিবন চালিয়ে যেতে হয় । যেকোন একটা স্ট্রাটেজি টেস্ট করার জন্য রিয়াল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করতে হয় ।
-
আমি প্রায় ৩ বছর পর্যন্ত ডেমো ট্রেড করতেছি কিন্তু বুঝতে পারলাম যে এ্যানালাইসিস ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করার সম্ভব নয় । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা ডেমো কখনোই ডেমো ট্রেড ছাড়ব না তাহলেই সফলকাম হতে পারব ।
-
আমি একজন নতুন ট্রেডার । ২ মাস হয়ছে মাত্র জয়েন্ট করছি । আমি বর্তমানে ডেমো তে ট্রেড করছি। আমি ডেমোতে দক্ষ না হওয়া পর্যন্ত ট্রেড করে যাব।আমি মনে করি ডেমোতে ট্রেড করার নির্দিষ্ট কোন সময় নেই । যতো দিন না আপনি দক্ষতা অর্জন করবেন ততদিন আপনি ট্রেড করে যাওয়া উচিত । ডেমোতে সাধারণত ৬ মাস ভালভাবে ট্রেড করলে আপনি দক্ষ হয়ে উঠবেন ।
-
আমি ফরেক্স মার্কেট এ যখন আশি তখন আমি ডেমোটাকে অনেক বেশি গুরুত্ব দেই কারন আমি মনে করি ডেমো ট্রেডিং এর মাধ্যমে আমরা ফরেক্স থেকে অবিজ্ঞতা অর্জন করি আর তাই আমি ডেমো ট্রেডিং করেছিলাম প্রায় ৬ মাসের মতো তবে আমি ডেমোতে অনেক বেশি প্রফিট করতে পারতাম তাই রিয়েলে ট্রেড করা শুরু করি এবং রিয়েলে এসে দেখা যায় প্রফিট এর চেয়ে লস টাই বেশি হয়।তাই আমি এখনো ডেমো ট্রেড করতেছি।
-
আমি দুইমাস ডেমো ট্রেড করেছি এবং এখনও ডেমো ট্রেড করে চলেছি।ডেমো ট্রেড আমাকে ট্রেডিং বিষয়ে দক্ষতা বাড়াতে অনেকটাই সাহায্য করছে।কারন রিয়াল ট্রেডে যে মার্কেট শো করে সেই একই মার্কেট এখানে শো করে কিন্তু এখানে যে ডিপোজিট বা প্রফিট-লস হয় তা পুরোটাই ভার্চুয়াল।যে কারনে আমি আমার করা এনালাইসিসগুলো কোনরকম লাভ লস ছাড়াই ট্রেড করে ফলাফল বুঝতে পারছি যা আমার রিয়াল মার্কেটে ট্রেড করতে সাহায্য করবে।
-
আমি অনেক দিন ডেমো ট্রেড করেছি এবং এখনো করছি । কেননা আমি জানি আমি যতো বেশি ডেমো ট্রেড করবো ততো বেশি আমি ফরেক্স ট্রেডের প্রতি আগ্রহ প্রকাশ পাবে । এছাড়াএ ডেমো ট্রেড এর ফলে নিজের অত্নবিশ্বাসকে অনেক বড় করে তোলা যায় । যারা অধীক পরিমানে ডেমো ট্রেড করে তারা ট্রেডিং সম্পর্কে অনেক ভাল যেনে থাকে ।
-
আমি অন্তত 2 মাস ডেমোতে ট্রেড করার পর রিয়েল আকাউন্টে ট্রেড করা শুরু করি । তবে আমি প্রথমে ডেমোতে লস করতে থাকি । কিন্তু আসতে আসতে পরে আমি লাভ করতে থাকি । তারপর রিয়েল আকেউন্টে ট্রেড করা শুরু করি । আপনারা ডেমোতে কতদিন ট্রেড করেছেন ?
-
ফরেক্স মর্কেটে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই একজন নতুন ট্রেডারকে বেশ কিছু সময় ধরে ডেমো ট্রেডিং-এ ট্রেড করতে হবে । কারণ্ ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডাার হিসেবে আমার অভিজ্ঞতা হল একজন নতুন ট্রেডার যদি ডেমো করা ব্যাতিত রিয়েল ট্রেড শুরু করে তবে সে অনেক বড় লসের সম্মুখিন হবে । তাই কমপক্ষে ৩-৪ মাস ডেমো তে ট্রেড করা উচিত।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করছি কয়েক মাস যাবত তবে ডেমো ট্রেড করে এখনো ভাল কিছু সফলতা পাইনি আশা করি এখন পাইনি আরোও ভাল করে ডেমো করলে সফলতা পেতে পারি।
-
আমি প্রায় ১ বছর যাবৎ ট্রেডিং করছি ডেমো তে ডেমো হল শিক্ষার জন্য আর আমি ট্রেডিং করে অনেক কিছু শিক্ষতে পারছি। ডেমো করতে কোন টাকা লাগে না তাই আমাদের সবান উচিৎ অনেক ট্রেড করা উচিৎ ডেমো একাউন্ট ব্যবহার করে । ডেমো খুবি উপকারি আমারে জন্য তাই কোন প্রকার সময় নষ্ট করে ডেমো তে আমাদের সময় ব্যায় করা উচিৎ।