-
আপনি আপনার বোনাস ডলার ফরেক্সের রিয়াল অ্যাকাউন্টে নেওয়ার জন্য আপনাকে আপনার সেই ফরেক্সের রিয়াল অ্যাকাউন্টের নম্বরটি ফোরামের অ্যাকাউন্টে অ্যাটাস্ট করাতে হবে,বর্তমানে ইনস্টা ফরেক্স ব্রোকার নতুন ট্রেডারদের জন্য রিয়েল ট্রেডিং এর অভিজ্ঞতা কেমন হয় সেটা বোঝানোর জন্য ফোরাম পোস্ট এর মাধ্যমে কিছু বোনাস দিয়ে থাকে । আমরা এই বোনাস এর মাধ্যমে রিয়েল অ্যাকাউন্ট ট্রেডিং করতে পারি ।
-
আপনার ইন্সটা ফরেক্স আকাউন্ট আটাচ করেছেন। যদি না করেন তাহলে আপনি মাস শেষ হোয়ার আগেই সেটি করুন। তা না হলে আপনার জমানো ডলার সে মাসে নাও পেতে পারেন। এরপর আপনি চাইলেই ফোরামের বোনাসের ডলার দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবরবেন এবং সেই প্রফিট উঠাতে পারবেন।
-
আপনি এক মাস পোস্ট করার পর সম্পূর্ণ বোনাস পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনার এটাচ একাউন্টে চলে যাবে। এটা দিয়ে আপনি রিয়েল ট্রেড করে যখন প্রফিট করবেন তখন তা তুলতে পারবেন। আপনারে প্রফিট মানি দিয়ে বাজার কিংবা আপনার ইচ্ছামত খরচ করতে পারবেন।
-
এই বিষয়টি সকলের জানা উচিত যে কতদিন পর ফোরাম এর বোনাস যোগ হবে। কেননা এত কস্ট করে পোস্ট করে মাথায় একটা চিন্তা কাজ করে। কখন বোনাস দেবে সেটা সঠিক বলা যায় না। কেননা প্রথম দিকে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডলার পেয়ে যেতাম। কিন্তু এখন মাসের ২৩ তারিখ পর্যন্ত ও লাগে বোনাস আসতে। সুতরাং চিন্তা না করে পোস্ট করতে থাকুন।
-
ফোরাম পোস্ট করে আমরা রিয়েল ট্রেড করতে পারি। এখানে কোন প্রকার ব্যালেন্স আমাদের যোগ করতে হয় না। ফোরাম পোস্ট একাউন্ট এর সাথে রিয়েল ট্রেড এর একাউন্ট এটাচ করে দিলেই অটোমেটিক ফোরাম কর্তৃপক্ষ আমাদের একাউন্ট এ ব্যালেন্স পাঠিয়ে দেয়। তবে বর্তমানে ব্যালেণ্স আসতে একটু বেশি সময় লাগে।
-
ফোরাম পোস্ট করে আমরা রিয়েল ট্রেড করতে পারি। এখানে কোন প্রকার ব্যালেন্স আমাদের যোগ করতে হয় না। ফোরাম পোস্ট একাউন্ট এর সাথে রিয়েল ট্রেড এর একাউন্ট এটাচ করে দিলেই অটোমেটিক ফোরাম কর্তৃপক্ষ আমাদের একাউন্ট এ ব্যালেন্স পাঠিয়ে দেয়। তবে বর্তমানে ব্যালেণ্স আসতে একটু বেশি সময় লাগে।
-
ফোরাম পোস্ট করে আমরা রিয়েল ট্রেড করতে পারি। এখানে কোন প্রকার ব্যালেন্স আমাদের যোগ করতে হয় না। ফোরাম পোস্ট একাউন্ট এর সাথে রিয়েল ট্রেড এর একাউন্ট এটাচ করে দিলেই অটোমেটিক ফোরাম কর্তৃপক্ষ আমাদের একাউন্ট এ ব্যালেন্স পাঠিয়ে দেয়। তবে বর্তমানে ব্যালেণ্স আসতে একটু বেশি সময় লাগে।
-
আপনি ইন্সটা ফরেক্সে একটি অ্যাকাউন্ট খুলে আপনার বাংলা ফরেক্স ফোরামে এড করে দিন ।আপনার পোস্ট কৃত ডলার আপনার ইন্সটা ফরেক্স অ্যাকাউন্টে প্রত্যেক মাসের ১-৭ তারিখের ভিতর চলে যাবে । তবে এর জন্য আপনার ইন্সটা ফরেক্সের অ্যাকাউন্ট ভেরিফিকেশান হতে হবে ।তাহলেই আপনার পোস্ট কৃত ডলার ইন্সটা ফরেক্সে যোগ হবে ।
-
ফোরামে আপনাকে প্রতিটি পোষ্টের জন্য ২০
সেন্ট করে ফোরাম কতৃপক্ষ দিবে আর আপনি
আপনার মোট পোষ্টের বোনাস ডলার মাসের প্রথম
স্পতাহের মধ্যে পেয়ে যাবেন এ ব্যাপারে কোন
দ্বিধা দন্ধের অবকাশ নাই।আর আপনি আপনার
বোনাস ডলার ফরেক্সের রিয়াল অ্যাকাউন্টে
নেওয়ার জন্য আপনাকে আপনার সেই ফরেক্সের
রিয়াল অ্যাকাউন্টের নম্বরটি ফোরামের
অ্যাকাউন্টে অ্যাটাস্ট করাতে হবে তা হলেই
মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার অ্যাটাস্টকৃত
অ্যাকাউন্টে আপনার বোনাস ডলার পেয়ে যাবেন
এবং তা দিয়ে অাপনি নিজের মত করে ট্রেড করতে
পারবেন।
-
নতুন ট্রেডার বলি যারা বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করে বোনাস পান,সেই বোনাস পাওয়ার জন্য আপনাকে ইনুস্ট্রা ব্রোকারে বোনাস একাউন্ট করতে হবে,সেই একাউন্ট ১ম ও ২য় লেভেল ভেরিফাই করে নিলে, এবং ফোরামে একাউন্ট নম্বার যোগ করলে মাস শেসে বুনাস পাওয়া যায়।