-
লস হয় লোভের কারণে । আমরা লস হওয়ার ৭ টি কারণ নিম্নে দেওয়া হল :
(১) লোভের কারণে ।
(২) এ্যানালাইসিস না করার কারণে ।
(৩) ধৈর্য্যহীনের কারণে ।
(৪) ডেমো ট্রেড না করার কারণে ।
(৫) নিউজ না দেখার কারণে ।
(৬) সঠিক টাইম ফ্রেমে কাজ না কারণে ।
(৭) মানি ম্যানেজমেন্ট না করার কারণে ।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে লস করে নাই এমন ট্রেডার খুঁজে পাওয়া যাবে না। তবে ফরেক্স মার্কেটে কম বেশি সবাই লস করে কিন্তু নতুন ট্রেডাররা বেশি লস করে। ফরেক্স ট্রেডিং মার্কেটে লস করার কারনগুলোর মধ্যে কয়েকটি কারন হল: মার্কেট না বুঝে বা সঠিকভাবে এনালাইসিস না করে ট্রেড করা, ওভার ট্রেডিং করা , ইমোশনাল ট্রেডিং করা, লসের ট্রেড ক্যারি করা, ওভার ভলিউমে ট্রেড করা, অল্প কয়েকদিনের মধ্যে একাউন্ট দ্বিগুন করার চিন্তা করা ও সে অনুুযায়ী ট্রেড করা, নির্দিষ্ট কোন ট্রেডিং স্ট্র্যাটেজির ব্যবহার না করে ট্রেড করা, স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করা তবে একজন ট্রেডারকে ফরেক্স ট্রেডিংয়ে সফলতা অর্জন করতে হলে অবশ্যই এগুলো ত্যাগ করতে হবে।
-
আমরা অনেকেই আছি যারা ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার সময় লোভ করি,আরার অনেক সময় অভার ট্রেডিং করে লস হয়,আবার সঠিক মত এনালাইসিস না করার জন্য আমরা লস করি,আবার মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করিনা,তাই আমরা লস করে ফেলি।
-
আমরা সকলেই জানি ফরেক্স এমন একটি ব্যবসা যে ব্যবসায়ে লাভ লস দুটোই হয়।সঠিক নিয়মে ট্রেড করলে লস এর মাএাটা কম হয়।তবে অনেক ট্রেডার আছে ফরেক্স সম্পর্কে অভিজ্গতা না নিয়ে ব্যবসা শুরু করে তাদের জন্য পরবর্তীতে ফরেক্স ব্যবসা খুবই বিপদজনক।ফরেক্সে লস হওয়ার কিছু কিছু কারন আছে যেমন।ফরেক্সে অভিজ্গতা না থাকা।ডেমো ট্রেড না করা।লোভ করা।এনালাইসিস না বুঝে ট্রেড করা ।মার্কেটের মুৃভমেন্ট সম্পর্কে ধারনা না থাকা।একসাথে অনেক্ ট্রেড খোলা।ঝুকি ও অাবেগপ্রবন হয়ে ট্রেড করা।তাই আমাদের ফরেক্স ব্যবসা করতে হলে উপরক্ত বিষয়বলী সম্পর্কে খেয়াল রাখতে হবে।তাহলেই সম্ভব ভাল ট্রেডার হওয়া।
-
প্রতিটি ব্যবসাতে লাভ লস থাকে । তেমন ফরেক্স মার্কেটেও লাভ লস আছে । ফরেক্স মার্কেট এ লস হওয়ার প্রধান কারন হল ফরেক্স ট্রেডিং সঠিক ভাবে না শিখে ট্রেড করা । আপনি যদি ডেমো ট্রেডিং ভালো ভাবে না শিখে রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করেন তাহলে লস হবে । এছাড়া আপনি ফরেক্স ট্রেডিং করার সময় সঠিক ম্যানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করলে লস হতে পারে । ফরেক্স ট্রেডিং করার সময় সঠিক অ্যানালাইসিস না করলে লস হতে পারে । ফরেক্স ট্রেডিং করার সময় আবেগ এর বসে ওভার ট্রেডিং করলে লস হতে পারে ।
-
অামরা লসে পড়ে যাই অামাদের কারণেই । অামরা সব সময় বেশী লোভ করে থাকি তাই অামরা লসে পড়ে যাই । লসের সাতটি কারণ নিম্নে দেওয়া হল :
(১) ধৈর্য্যহীনতার কারণে ।
(২) লিভারেজ বেশী দেওয়ার কারণে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস না করার কারণে ।
(৪) ডেমো ট্রেড না করার কারণে ।
(৫) লোভ করার কারণে ।
(৬) ইমোশনের কারণে ।
(৭) একত্রে অনেক কারেন্সীতে ট্রেড করার কারণে ।
-
ফরেক্সে লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন৷যে মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
সঠিক নিয়ম মেনে ট্রেড করলে লস কিছুটা এড়াতে পারি। কিন্তু আমরা মানুষ। আমরা আবেগ প্রবন। একবার লস করলে তার রিকভার করার জন্য অস্থির হয়ে যাই। কখন রিকভার করব সেই চিন্তা করব। তখন আবার বড় লট এ ট্রেড দেই। যাতে দ্রুত রিকভার হয়ে যায়।
-
লস করার ৭ টি কারন হলো। ১/ ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান না থাকা। ২/ না বুঝে ট্রেড করা। ৩/ বেশি ঝুকি নেওয়া। ৪/ অভিজ্ঞতার অভাব। ৫/মার্কেট ভাল ভাবে এনালাইসিস না করা। ৬/ অনেক ট্রেড এক সাথে বসানো। ৭/ বেশি লোভ করা। এ গুলা হলো ফরেক্স এ লস করার প্রধান কারন।
-
এখানে মানুষের লস হওয়ার অনেকগুলো কারন রয়েছে যেমন অভিজ্ঞতা ছাড়াই মার্কেট সঠিকভাবে এনালাইসিস না করে ভুল জায়গায় ট্রেড নেওয়া, এরপর ধরুন অতিরিক্ত লোভ যেটা আমাদেরকে একটা কঠিণ ঝুঁকির দিকে বয়ে নিয়ে যায়, এরপরে মনে করেন যে আবেগ প্রবণ হয়ে একসাথে অনেকগুলো ট্রেড একসাথে ওপেন করা, দক্ষতা কম থাকার কারনে একসাথে অনেক কারেন্সি নিয়ে এলোমেলোভাবে ট্রেড নেওয়া ইত্যাদি কারনে আমাদের লসগুলো হয়।