-
ফরেক্স ট্রেডিং শিখার জন্য প্রথমে একজন ট্রেডার ডেমো ট্রেডিং করতে পারে। ডেমো ট্রেডিং একটি দীর্ঘ সময় যাবত নির্দিষ্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে করলে ট্রেডিং শিখা যায়।আবার রিয়েল ট্রেডিংয়ের পাশাপাশি ডেমো ট্রেডিং করা উচিত নয় কারন এতে অভিজ্ঞতা বাড়তে পারে কিন্তুু রিয়েল ট্রেডের ক্ষতি হতে পারে। তবে একজন ট্রেডার যদি ডেমো ট্রেডিং ভালমত শিখে তাহলে পরবর্তীতে আর ডেমো ট্রেডিং করা লাগে না। তবে আমার মতে ডেমো ট্রেড করে প্রফিট করার যোগ্যতা অর্জন করে রিয়েল ট্রেডে প্রবেশ করা ভাল।
-
আমি প্রথমে ডেমোতে কিছুদিন ট্রেড করার পর লাইভ শুরু করলাম, ডেমোর পাশাপাশি। তারপর লাইভ এ কয়েকটা ট্রেডে লস খাওয়ার পর মনে হল আমি এখনো প্রস্তুত না। তাই আবারো পড়াশোনা আর ডেমোতে প্র্যাকটিস করছি।
-
আমি ফরেক্স মার্কেট এ রিয়েল ও ডেমো দুই ট্রেডই করি তবে রিয়েল ট্রেরড টা বেশি করি মাঝে মাঝে ডেমো তে ট্রেড করি অভিজ্ঞতা বাড়ানোর জন্য। আমার মনে হয় সবার ডেমো তে ট্রেড করা উচিত কারন আপনি যত বেশি ডেমো তে ট্রেড করবেন তত বেশি ভাল করে ট্রেড শিখতে পারবেন। আর ভাল ট্রেড জানলে ফরেক্স এ আপনি সফল হতে পারবেন।
-
আমি প্রায় চারমাস ডেমো ট্রেড করেছি কিন্তু এখন ডেমো ট্রেড আর করছি না এখন রিয়াল ট্রেডে মনোনিবেশ করেছি।আর রিয়াল ট্রেডেই ট্রেড করতে চাই তাতে লাভ বা লস হোক কারন রিয়ালে ভালো করতে না পারলে কিছুই হবে না আমাকে এখানেই সফল হতে হবে।
-
ব্যক্তিগতভাবে আমি এখনো রিয়ালে ট্রেড করিনি ।প্রখমে আমি ফরেক্সের ডেমোতে ট্রেড করার মধ্যমে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেছি। আর আমার কাছে মনে হয় ফরেক্সে রিয়াল ট্রেড করার দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে ভালো রাস্তা হল এই ডেমো ট্রেডিং।
-
রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করা সত্যিই অনেক অনেক ভাল। মাঝে মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হয় কোন কারেন্সি পেয়ারের গতিবিধি ঠিক বুঝা যায় না। তখন আমি ডেমোতে একটি ট্রেড ওপেন করে অপেক্ষা করি রিয়েল ট্রেডে ট্রেড ওপেন করার জন্য।তাতে অনেক সময় ভাল ফলাফল পেয়েছি।আমার মতে ডেমো সবসময় করা উচিত।
-
আমি ফরেক্স ট্রেডিং এর শুরুতে ডেমো ট্রেডিং দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করি । আমি প্রথমে ৬ মাস ডেমো ট্রেডিং করি তার পর আমি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করি । আমি রিয়েল অ্যাকাউন্ট এ লস করি তখন আমি বুঝতে পারলাম আমাকে ডেমো ট্রেডিং করে করে আরও ভালো দক্ষতা অর্জন করতে হবে । তার পর আমি আবার ডেমো ট্রেডিং শুরু করি । এখন আমি ডেমো ট্রেডিং এর পাশাপাশি রিয়েল ট্রেডিং ও করি ।
-
আমার মনে হয় দুটোতেই ট্রেড করা ভাল। আমি কয়েকদিন ডেমোর পাশাপাশি রিয়েল ট্রেড করছিলাম দেখলাম মোটামুটি ভাল লাগছে তাছাড়া একটু হলেও মার্কেট সম্পর্কে চার্ট দেখেই বুঝা যায়। তো আপনারাও এইভাবে চালাতে পারেন।
-
আমি গত ৪ বছর যাবৎ ডেমো কনটেষ্টে ট্রেড করেছি এবং পাশাপাশি রিয়েল একাউন্টেও ট্রেড করেছি৷আমি নিশ্চিত হয়েছি যে ডেমো ও রিয়েল দুটোতেই যদি পাশাপাশি ট্রেড করা যায় তাহলে খুবই ভালো হবে৷এতে আপনাদের অভিজ্ঞতা ও দক্ষতা অনেক বাড়বে৷তবে প্রথম ৬ মাস ডেমো করে পরে রিয়েল ও ডেমো একসাথে করলে ভালো হবে৷
-
এটা অনেক ভালো হতে পারে আমাদের জন্য। এটা আমাদের ট্রেডিং স্টাইল আরো উন্নত করতে সাহায্য করতে পারে। অনেক সময় দেখা যায় আমরা ট্রেড নিতে যেয়ে একটু দ্বিধা করি আসলে ট্রেডটা হয়ত লস যেতে পারে। এই ধরনের ট্রেড গুলো আমরা ডেমোতে নিয়ে আমদের ট্রেডিং স্টাইল পরীক্ষাও করে নিতে পারি।