-
মার্কেট এনালাইসিস জানাটা খুবই প্রয়োজন ফরেক্স এর জন্য ,এই বাজারে টিকে থাকতে হলে যখন তখন এনালাইসিস ছাড়া ট্রেড বসালে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে । ফরেক্স সম্পর্কে যে জিনিস গুলো জানা খুব গুরুত্বপূর্ণ তাদের মধ্য অন্যতম হল মারকেট এনালাইসিস। মারকেট এনালাইসিস এর সব টেকনিক গুল যদি যানা থাকে তা হলে আমরা লাভবান হতে পারব অবশ্যই ।
-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
আপপনি যখন ট্রেড ওপেন করবেন তখন প্রতিটা ট্রেড এর পিছনে কোন কারন থাকতে হবে, কেন আপনি ট্রেড ওপেন করছেন। এজন্য আপনার দরকার আগে মার্কেট এনালাইসিস ভালো ভাবে বুঝা। আপনি যদি মার্কেট এ ভালো এনালাইসিস না করতে পারেন তাহলে কখনোই ভালো ট্রেড করতে পারবেন না।
-
আমার মতে অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করা জরুরী। আপনি যদি ঠিক মত মার্কেট এ্যানালাইসস না করেন তাহলে আপনি কিভাবে ট্রেড করবেন। তাহলে আপনাকে তো মনগড়া ট্রেড করতে হবে। আর মনগড়া ট্রেড করে তো ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না। তাই ট্রেড করার আগে আপনাকে অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করে নিতে হবে।
-
একজন সফল ট্রেডার হতে হলে মার্কেট এনালাইসিস খুবই জরুরী । মার্কেট এনালাইসিস ছাড়া ট্রেডিং করা অসম্ভব । তাই ট্রেডিং করার আগে প্রথম কাজ হচ্ছে মার্কেট এনালাইসিস করা । মার্কেট ভালভাবে এনালা্ইসিস করতে পারলে দ্রুত সিদ্বাান্থ নেওয়া যায় । সেজন্য ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে এনালাইসিস খুবই জরুরী ।
-
ফরেক্স মার্কেট একটি কঠিন যায়গা এখানে না বুঝে কোন কিছু করা যায় না । ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে অবশ্যই এনালাইসিস করতে হবে এর মাধ্যমে আপনি মার্কেট এর গতি বিধি বুঝতে পারবেন পরবর্তী স্টেপ কি হবে। এনালাইসিস ছাড়া ট্রেড করলে লস ছাড়া লাভ করা সম্ভব না।
-
আমার মনে হয় মার্কেট অ্যানালাইসিস ছাড়া ফরেক্সে আপনি এক পা ও সামনের দিকে সফলভাবে বাড়াতে পারবেন না। আমি মনে করি মার্কেট অ্যানালাইসিস হল ভবিষ্যত্বে মার্কেট মুভমেন্ট কোন দিকে টার্ন করতে পারে তার একটি প্রতিচবি যার মাধ্যমে পূর্বেই মার্কেট সম্পর্কে একটি ধারনা লাভ করা যায়।
-
ফরেক্সে কাজ করে ট্রেড করাটা খুব জরুরি , কারন ট্রেড করা ছাড়া ফরেক্স থেকে টাকা আয় করা সম্ভব না । তাই ফরেক্স থেকে টাকা আয় করতে হলে ট্রেড ভাল করে করতে হবে । ট্রেড ভাল করে করার জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে ফরেক্স মাররেট ভাল করে এনালাইসিস করে নেওয়া ভাল । এনালাইসিস করা হলে ফরেক্স মার্কেটের মুভমেন্ট ভাল করে বুঝা যায় এবং ট্রেড করতে অনেক সুবিধা হয় । এনালাইসিসের মাধ্যমে ট্রেড করা হলে ট্রেডে ভাল লাভ করা যায় ।
-
মার্কেট এনালাইসিস প্রত্যেকটা ট্রেডারের জন্য অতীব জরুরী |নিজে এনালাইসিস করতে না পারলে বিভিন্ন ওয়েব সাইটে এনালাইসিস পাওয়া যায় সেখান থেকে দেখে নেয়া যেতে পারে তবে নিজে শিখতে হবে।
-
ফরেক্স এক টি প্রফিতাব্লে বুসিনেসসে, এখানে মার্কেট সম্পরকে ভাল ভাবে এনালাইসিস না করে ফরেক্সে ট্রেড করলে লস এর সম্ভাবনা অনেক বেসি থাকেবে। তাই ফরেক্স মার্কেট এনালাইসিস না করে ফরেক্সে ট্রেড করা যাবে না। অন্নথাই লস মেনে নিতে হবে।