-
ফরেক্স হচ্ছে একটি স্বাধীন ব্যবসা। এটি ঘরে বসে সহজেই করা যায়। এটি কোন গেমস নয় এবং কোন জোয়া নয়। অবশ্যই এই ব্যবসাটি হালাল। কেননা এ ব্যবসা করতে হলে আমরা অনেক পরিশ্রম, অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী করে থাকি। তাছাড়া ফরেক্স ফোরামের পোস্ট করে পোস্টের মাধ্যমে যে বোনাস পেয়ে থাকি তা দিয়ে আমরা টাকা ইনভেস্ট করি। সুতরাং ফরেক্স ব্যবসাটি অবশ্যই হালাল।
-
আমার মতে, ফরেক্স দুই ভাবেই করা যায়। ফরেক্স মার্কেট এ সুদ মুক্ত অ্যাকাউন্ট করেন তাহলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা হালাল আর আপনি যদি ফরেক্স মার্কেট এ সুদ যুক্ত অ্যাকাউন্ট করেন তা হলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা হারাম তবে ইন্সতাফরেক্স আপনাকে সুদ মুক্ত অ্যাকাউন্ট করতে দেই আপনি সুদ মুক্ত অ্যাকাউন্ট করে ট্রেড করলে আপনার জন্য ভাল হবে আমার মতে
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ সুদ মুক্ত অ্যাকাউন্ট করেন তাহলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা হালাল আর আপনি যদি ফরেক্স মার্কেট এ সুদ যুক্ত অ্যাকাউন্ট করেন তা হলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা হারাম তবে ইন্সতাফরেক্স আপনাকে সুদ মুক্ত অ্যাকাউন্ট করতে দেই আপনি সুদ মুক্ত অ্যাকাউন্ট করে ট্রেড করলে আপনার জন্য ভাল হবে আমার মতে
-
ভাই ফরেক্স ট্রেডিং হল একটা ব্যবসা আর যেহেতু আমাদের ইসলাম ধর্ম ব্যবসাকে হালাল বলা হয়েছে সে ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং হালাল বলে আমি মনে করি । আসলে ফরেক্স ট্রেডিং হারামের কিছু নেই কারণ এখানে আপনার মাথা খাটিয়ে মূলধন বিনিয়োগ করে ট্রেডিং করে প্রফিট করতে হয় । এ সুদ যুক্ত অ্যাকাউন্ট করেন তা হলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা হারাম তবে ইন্সতাফরেক্স আপনাকে সুদ মুক্ত অ্যাকাউন্ট করতে দেই আপনি সুদ মুক্ত অ্যাকাউন্ট করে ট্রেড করলে আপনার জন্য ভাল হবে আমার মতে
-
ফরেক্স হালাল নাকি হারাম
ফরেক্স হালাল নাকি হারাম আপনারা আমাদের জানান। কেননা অনেকেই ভাবে ফরেক্স হালাল আবার অনেকেই ভাবে ফরেক্স হারাম।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্সে বহুল আলোচিত একটি টপিক হলো ফরেক্স হালাল নাকি হারাম। ইসলাম ধর্ম ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। হালাল কিনা সেটা বলার আগেই আমাদের হালালের সংগা জানতে হবে। কোন ব্যবসাকে হালাল বলতে হলে সর্বপ্রথম যে সর্ত তা হলো ঐ ব্যবসায় লাভ-লসের ঝুকি থাকতে হবে। সেক্ষেত্রে বলতে হবে এটি হালাল, কেননা ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে লাভ-লসের ঝুকি নিতে হয়। হালালের পররতী সর্ত হলো আপনাকে মেধা, শ্রম, সময় ও অর্থ বিনিয়োগ করতে হবে। আপনি এখানে সে সর্তটিও পুরন করছেন। আপনাকে মেধা, শ্রম, সময় এবং অর্থ বিনিয়োগ করতে হচ্ছে।
তবে ব্রোকারের কাছ থেকে লিভারেজ নেয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। ব্রোকারের কাছ থেকে লিভোরেজ নিলে তার বিনিমেয়ে আপনাকে একটা সুদ দিতে হয়। তাই আমি মনে করি লিভারেজ না নিয়ে একাউনট ওপেন করতে পারলে আপনার একাউন্ট পুরোপুরি হালাল একাউন্ট হবে। সুতরাং এটাকে একটি হালাল ব্যবসা বলবো। আমি আমার থিঙ্কিং তুলে ধরলাম, আপনি আপনার মতো করে ভাবতে পারেন।
-
ফরেক্স হালাল নাকি হারাম তা আমার জানা নাই তবে আমিও জানতে চাই ফরেক্স হালাল নাকি হারাম । আমরা ফরেক্স এ কাজ করি আয় করার জন্য তবে তারপরেও আমাদের জানা দরকার ফরেক্স হালাল নাকি হারাম ।
-
ফরেক্স আমার কাছে হারাম বলে মনে হয় না কারণ এটি করতে অনেক মানসিক পরিশ্রম করতে হয়। আমরা যদি এটিকে হারাম মনে করি তাহলে অনেক কিছু আমাদের জন্য হারাম হবে। যেমন ব্যাংক এ টাকা রাখা যাবে না। আমার মনে এইটি সম্পূর্ণ হালাল বলে মনে হয়। অন্যভাবে চিন্তা করলে সবকিছুই হারাম আর সে জন্য সাধারান জীবন যাপন করতে হবে। কোন ব্যবসা করা যাবে না।পরিশ্রম করে আয় করা হয় সেটা অব্যশোই হালাল। সাধারন্ত সুদের ব্যবসাকে হারাম বলে গন্য করা হয়। যে সব আয় ক্সেট অর্জিত সেটা অব্যশোই হালাল।
-
ফরেক্স ব্যবসায় যেহেতু সোয়াপ ফ্রি অর্থ্যাৎ সুদমুক্ত ইসলামিক একাউন্ট খোলা যায় সেহেতু আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা হালাল । কারণ আমাদের ইসলাম ধর্মে সোয়াপ/সুদ সম্পূূর্ণরুপে হারাম তাই ফরেক্সে মুসলিমরা যাতে ট্রেড করতে পারে। ফরেক্স কে পুরোপুরি হারাম বলা যাবে না আবার পুরোপুরি হালার বলা যাবে না । কারন পুরো ব্যবস্থায় অনেক কিছুই বিদ্যমান ।
-
ফরেক্স হালাল নাকি হারাম? ইসলামিক অ্যাকাউন্ট ইসলামের বিধি বিধান অনুযায়ি প্রনিত।তেমনি ফরেক্সে যেমন এই অ্যাকাউন্ট দিয়ে মূলধন বিনিয়োগ করা হয়,,,,, সে ক্ষেত্রে বলা যায় ফরেক্স হালাল। কিন্তু এখানে কোনো প্রকার দূর্নীতির প্রবেশ এবং আশ্রয় নেয়া যাবে না।