-
ডেমো একাউন্টে আপনি যত স্বাধীন ভাবে ট্রেড করতে পারবেন রিয়েল ট্রেডে তা করা যায় না।ডেমোতে ইচ্ছামত ট্রেড করা যায় এবং এখনে কোন বিনিয়োগ করতে হয় না আর রিয়েলে বিনিয়োগ করে ট্রেড করতে হয় । ডেমতে লাভ হলে সে লাভের টাকা পাওয়া যায় না আর রিয়েলে লাভের টাকা ওঠানো যায় ।
-
হ্যা , আসলে ডেমো তে যত সহজে লাভ করা সহজ রিয়েল ট্রেড এ এত সহজে লাভ করা যায় না । তবে ডেমো থেকে কিছু শিক্ষা নেওয়া যায় ।
-
আসলে ডেমো ট্রেড লাভ যত সহজ রিয়েল ট্রেড তত সহজ নই। এক জন মানুষ ডেমো ট্রেড লাভ করতে তােমন ভাল জ্ঞান দরকার হই না। তা এটা তে লাভ সহজ। আর রিয়েল ট্রেড করতে চাইলে ফরেক্স সম্পর্কে অনেক ভাল জ্ঞান দরকার হই। তাই বলা যাই ডেমো ট্রেডে লাভ করা যত সহজ রিয়েল ট্রেডে লাভ করা তত সহজ না ।
-
আমি একমত। ডেমো একাউন্টে আমার লাভ হত অনেক কিন্তু রিয়েল ট্রেডে তার বিপরীত।
-
অনেক ট্রেডার দেখেছি যারা ডেমোতে ট্রেড করে অনেক লাভ করছে। কারণ ডেমো অ্যাকাউন্ট এ ইনভেস্ত অনেক বেশি থাকে, তাই লাভ অনেক বেশি হয়। কিন্তু রিয়েল ট্রেড করার সময় ইনভেস্ত বেশি থাকে না। আর একটা ভই কাজ করে।
-
ডেমো ট্রেড যত সহজ রেয়াল ট্রেড মুটেও এত সহজ নয়।রিয়েল ট্রেড এ লাভ অনেক কম হয়।
-
হ্যা অবশ্যয় ডেমো ট্রেড করে লাভ করা সহজ কারন এখানে রিস্ক নিতে তেমন একটা ভাবতে হয় না কিন্তু রিয়েল ট্রেড করার সময় রিস্ক নিতে অনেক ভাবা লাগে তাই লাভ করা কঠিন। ধন্যবাদ।
-
আসলে ডেমো ট্রেড এর সময় টেনশন কাজ করে না,আমরা জানি যে আমার আসলে কিছু যাচ্ছে না। রিয়েল ট্রেডে লোভ ও টেনশন অনেক বেশি কাজ করে,ফলে ম্যানেজমেন্ট ও এনালাইসিস মানা সম্ভব হয় না। ডেমো ট্রেড আসলে শেখার জন্য। এতে আপনি অভিজ্ঞতা অর্জন অরছেন। এই যে একটি বিষয় অনুদাবন করলেন তা ডেমো ট্রেডের কল্যাণে। লেগে থাকলে সফলতা আসবেই।
-
ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড একই রকম। পার্থক্য শুধু লাভ এর ক্ষেত্রে। ডেমো ট্রেড এর লাভ বা লস আপনার মূলধনে কোন প্রভাব ফেলবে না। এটি শুধু মাত্র শেখার জন্য। তাই নিশ্চিন্তে ডেমো ট্রেড করা যায় ফলে এনালাইসিস এ ভুল হওয়ার ভয় কম থাকে। কিন্তু রিয়েল ট্রেড এ অনেক টেনশন কাজ যা এনালাইসিস এ ভুল ফলাফল দিতে পারে যা ট্রেড এর জন্য বাঁধা স্বরুপ।
-
ডেমোতে ট্রেড করলেই রিয়েল একাউন্ট থেকে বেশী লাভ হয়। কারন ডেমোতে যখন আপনি ট্রেড দেন তখন আপনি রিক্স ফ্রি ট্রেড দেন। ডেমোতে আপনি টেক প্রফিট যাই দেন তা আর নড়াচড়া করেন না কারন লস হইলে লস। কিন্তু ফরেক্স এমণ একটা মার্কেট যেখানে মার্কেট গুরে ফিরে ঐ জায়গায় আসবেই। কারন ডেমোতে আপনার র্ধৈয্য অনেক এবং টাকাও অনেক। আর রিয়েল এ আপনার টাকা কম। রিক্স নিতে চান কম । ধৈয্য কম এই সব মিলিয়ে রিয়েল এ লস বেশী হয়।