-
আমি বেশির ভাগ সময়ই ব্যাংক হতে ডলার উত্তোলন করে থাকি। তবে মাঝে মাঝে অন্য কারো ডলার বিক্রয় করে থাকি। আসলে আমি ব্যাংক হতে ডলার উত্তোলন করতে বেশি পছন্দ করি। কিন্তু কারো যদি ডলার দরকার হয় সেক্ষেত্রে আমি ডলার তাদের কাছে বিক্রয় করে থাকি। ব্যাংকে ডলার উত্তোলন করতে হয়ত কিছুটা বেশি সময়ের প্রয়োজন হয়। তারপরেও আমি ব্যাংকের মাধ্যমে ডলার তুলতে সাচ্ছন্দ বোধ করি।
-
ফরেক্সের আয় সরাসরি ব্যাংক থেকে উত্তোলন করা যায় না। এখানে সরকারী নিষেধাজ্ঞা রয়েছে যা আমরা সবাই জানি। তবে ফরেক্সের আয় স্ক্রিল, নেটেলার, পাইওনিয়ার, পেকো ইত্যাদি পেমেন্ট গেটওয়ের মাধ্যে সহজে ব্যাংক থেকে ক্যাশ করা যায়। আমি ফরেক্সের আয় ক্যাশ করার জন্য স্ক্রিল ব্যবহার করে থাকি। প্রথমে আমার আয় স্ক্রিল অ্যাকাউন্টে ট্র্যান্সফার করি তারপর তা ব্যাংকে গিয়ে ক্যাশ করি। আর এটাতে তেমন কোন ঝামেলায় পরতে হয়না। বাংলদেশের বেশির ভাগ ট্রেডার এইভাবে ফরেক্সের আয় ক্যাশ করে। তাই আমি বলব যারা ফরেক্সের টাকা ক্যাশ করতে চান তারা প্রথমে কোন অনলাইন পেয়েন্টে অ্যাকাউন্ট খুলেন তারপর সেখানে ফরেক্সের আয় ট্রান্সফার করুন। এর পর তা ব্যাংকে গিয়ে ক্যাশ করুন। আরেকটি বিষয় যদি ব্যাংক জিজ্ঞাসা করে এটা কিসের আয় তাহলে অবশ্যই বলতে হবে এটা ফ্রিলান্সিং থেকে আয়। ফরেক্সের আয় বলতে ঝামেলা করবে
-
আমি যতোদূর জানি যে ফরেক্সের ডলার সরাসরি ব্যাংক থেকে উত্তোল করা যায় না। তবে আমি আমার ফরেক্সের ডলার ক্যাশ করার জন্য স্ক্রিল ব্যবহার করে থাকি। প্রথমে আমি আমার ডলার গুলো স্ক্রিল অ্যাকাউন্টে ট্র্যান্সফার করি এরপর তা ব্যাংকে গিয়ে ক্যাশ করি। আর এতে করে আমাকে তেমন কোন ঝামেলায় পরতে হয়না। আমার জানা মতে বাংলদেশের বেশির ভাগ ট্রেডার এইভাবে ফরেক্সের ডলার ক্যাশ করে। এখানে আরেকটি বিষয় হলো যদি ব্যাংক জিজ্ঞাসা করে যে এটা কিসের আয় তাহলে আপনাদের অবশ্যই বলতে হবে এটা ফ্রিলান্সিং থেকে আয়। ফরেক্সের আয় বললে ঝামেলা করতে পারে। ধন্যবাদ
-
হ্যা ভাই আমি ব্যাংকের মাধ্যম ডলার উত্তোলন করি, কিন্তু এর আগে স্ক্রিলে নিয়ে তারপর ব্যাংকে উত্তোলন দেয়। তবে বর্তমানে কিছু কিছু সময় বিভিন্ন ব্যক্তি বা অন্য পেশাদার লোকদের কাছে ডলার বিক্রি করে ক্যাশের মাধ্যমে টাকা উত্তোলন করে থাকি। আমার কাছে যেটা সুবিধা লাগে সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করাটা সবচেয়ে ভাল কেননা এখানে কোন ধরনের ঝুকির সম্ভাবনা থাকে না। অর্থাৎ টাকা ১০০% আপনি পাবেন আর অন্যদের কাছে ডলার বিক্রি করতে গেলে ঝুকির সম্ভাবনা থাকে টাকা না পাওয়ার। এজন্য আমি ব্যাংকটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়।
-
ফরেক্স থেকে অর্জন করা প্রফিট বা ডলার আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্রো করতে পারবেন না। কারণ ফরেক্স মার্কেট বাংলাদেশে নিষিদ্ধ হওয়ায় ব্যাংক আপনার উইথড্রো রিকোয়েস্ট বাতিল করে দিবে। কারণ ব্যাংকের মাধ্যমে উইথড্রো দিতে হলে ব্যাংক কে জবাবদিহি করতে হয় ওই ডলারের উৎস কি বা কোথা থেকে এসেছে। তখন সরাসরি ফরেক্সের কথা বললে বা লিগাল কোন সোর্স না দেখাতে পারলে ব্যাংকের মাধ্যমে উইথড্রো দেওয়া যায় না। এজন্য ফরেক্স মার্কেট থেকে উপার্জিত প্রফিট প্রথমে স্ক্রিল নেটেলার ওয়েব মানি বা পেপাল এর মাধ্যমে নিতে হয়। পরবর্তীতে এসব সাইট থেকে ব্যাংকের মাধ্যমে উইথড্রো করা যায়।
-
আমি সরাসরি ব্যাংক এর মাধম্যে টাকা উত্তোলন করিনি । আমি প্রথমে আমার ব্যালেন্স স্ক্রিল এ পাঠিয়েছি । সেখান থেকে ব্যাংক এ উইথড্র দিয়েছি । স্ক্রিল থেকে ব্যাংক এ আসতে চার পাচদিন সময় লাগতে পারে । তবে বেশিরভাগ ক্ষেতে দুই তিন দিন সময়ের ভিতর চলে আসে ।
-
বর্তমানে আমি আমার প্রফিটকৃত ডলার কোন ব্যাংকের মাধ্যমে উত্তোলন করি না, আমার প্রফিট কিত ডলার উইথড্র করার পরে স্কিল একাউন্টের সাহায্যে আমার পরিচিত বড় ভাইকে ট্রান্সফার করে থাকি, এবং সে আমাকে এই ডলারের পরিবর্তে ক্যাশ টাকা প্রদান করে থাকে, আমি যতদূর জানি সে মাস্টারকার্ড এর সাহায্যে ডলারকে টাকায় পরিণত করে থাকে।আমার জানামতে ব্যাংক থেকে ডলারকে টাকায় উত্তোলন করতে হলে অনেকগুলো ফর্মালিটি পূরণ করতে হয়, এছাড়াও একাউন্টে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকার প্রয়োজন হয় এবং বেশ সময় সাপেক্ষে। মূলত এসকল কারণেই আমি ব্যাংকের সাহায্যে আমার প্রকৃত চলার উত্তোলন করি না।
-
না আমি কখনো ব্যাংক দিয়ে উওোলন করিনি,আমি আমার মুনাফা সব সময় নেটেলার দিয়ে উইথদ্র দিয়ে থাকি,আমি এটি কেই সহজ মনে করি,কারণ ব্যাংক উওোলন করতে অনেক ঝামেলা সৃষ্টি হয় আমাদের দেশ এ,তাই আমি অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করি।
-
আমি কোন ব্যাংক এর মাদ্ধমে টাকা উঠাই না ,আমি মাস্টার কার্ড এর মাদ্ধএটার মে টাকা উঠাই আর মাদ্ধমেই টাকা উটাই ।আপনি ছাইলে মাস্টার কার্ড এর মাদ্ধমে টাকা লেন দেন করতে পারবেন। তাছারা ব্যাংক এর মাদ্ধমে টাকা উত্তোলন করলে অনেক জামেলা পুহাতে হয়।এটা আমি শুনেছি তব্র আমি এই বেপারে নিশ্তিত
-
প্রফিট করা ডলার কি আপনি ব্যাংকের মাধ্যমে উত্তোলন করেন ? ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করতে কতদিন সময় লাগে ? কোন ব্যাংকের মাধ্যমে উত্তলোন করতে হবে ? ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করতে হলে কি কি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ? জানা থাকলে বিস্তারিত শেয়ার করুন ?