-
আমি একটি বড় লক্ষ্য নিয়ে ফরেক্সে প্রবেশ করেছি । আমার প্রধান লক্ষ্য হল নিজে প্রতিষ্টিত হওয়া । বর্তমানে আমার ব্যায় ভার আমার পরিবারের পক্ষ্য হতে বহণ করে । কিন্তু এটি আমার কাছে অনেক লজ্জা জনক বিষয় । আমি এখনও লেখা পড়া করি । আমার পরিবার আমাকে নিয়ে অনেক আশা করে বসে আছে যে আমি কিছু একটা করব ।
-
ফরেক্স করে আমি আমার অর্থনৈতিক সমস্যা সমাধান করতে চাই এবং এর মাধ্যমে বেকার লোকদের কাজের ব্যবস্হা করতে চাই কারন ফোরটমে কাজ করে অনেক বেকার লোকের সমস্যা সমাধান হবে এবং এইটা করে বিদেশি টাকা আয় করা সম্ভব। তাই আমাদের ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে হবে।
-
ব্যক্তিগত ভাবে ফরেক্সে আমার লক্ষ্য হল নিজেকে একজন দক্ষও অভিজ্ঞ ট্রেডার হিসেবে ফরেক্স জগতে প্রতিষ্টিত করা । তাছাড়া অামি ফরেক্সকে আমার পেশা হিসেবে নিয়েছি তাই একজন প্রফেশনাল ট্রেডারও হওয়া আমার অন্যতম লক্ষ্য । তারপর যদি আল্লাহর রহমতে একজন প্রফেশনাল ট্রেডার হতে পারি তবে আমার ইচ্ছা হল আমার আশেপাশের বেকার যুবকদের মধ্য ফরেক্স শিক্ষা দেওয়া । কেননা আমি মনে করি বাংলাদেশে দিনে দিনে যে পরিমাণ বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার জন্য ফরেক্স এর মত একটা ক্ষেত্র হতে পারে তাদেরকে স্বাবলম্বি করার অন্যতম উপায় ।
-
ফরেক্স এমন একটি মার্কেটপ্লেস যেখান থেকে অনেক কিছু করা সম্ভব। কিন্তু এই অনেক কিছু করতে হলে চাই অনেক দক্ষতা। আপনি ফরেক্স থেকে যদি প্রতিষ্ঠিত হতে চান তবে তার আগে আপনার প্রয়োজন হবে কঠোর পরিশ্রম, নিষ্ঠার সাথে দিয়ে যেতে হবে শ্রম,। পাশাপাশি মেধাটা তো অবশ্যপি খাটাতে হবে। আমি ফরেক্স থেকে ভবিষ্যতে ৪০-৫০ হাজার টাকা আয় করতে চাই প্রতি মাসে।
-
ফরেক্স করে আমি আমার অর্থনৈতিক সমস্যা সমাধান করতে চাই এবং এর মাধ্যমে বেকার লোকদের কাজের ব্যবস্হা করতে চাই কারন ফোরটমে কাজ করে অনেক বেকার লোকের সমস্যা সমাধান হবে এবং এইটা করে বিদেশি টাকা আয় করা সম্ভব। তাই আমাদের ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে হবে।
-
আমি একজন ভাল ট্রেডার হতে চাই । তার পরে এখান থেকে আরথিকভাবে সফল হতে চাই । এজন্ন সারাক্ষন এই ফরেক্সের সাথে লেগে আছি চার মাস ধরে এখন আমি অনেকটাই পারদরশি ।
-
অামি ফরেক্সকে আমার পেশা হিসেবে নিয়েছি তাই একজন প্রফেশনাল ট্রেডারও হওয়া আমার অন্যতম লক্ষ্য । তারপর যদি আল্লাহর রহমতে একজন প্রফেশনাল ট্রেডার হতে পারি তবে আমার ইচ্ছা হল আমার আশেপাশের বেকার যুবকদের মধ্য ফরেক্স শিক্ষা দেওয়া । যাতে আমদের দেশের অনেক উন্নিতি হই ।
-
ফরেক্স এ সব মানুষের কোন না কোন লক্ষ্য তাই ফরেক্স এ আমারও কিছু লক্ষ্য আছে। ফরেক্স এ আমার প্রথম লক্ষ্য হল ফরেক্স এ আমি একজন অভিজ্ঞ ট্রেডআর হবো। ফরেক্স এ অভিজ্ঞ ট্রেডআর না হলে এখানে লং টাইম বিযনেস করা যায় না। ফরেক্স এ আমার আর একটি লক্ষ্য আছে তা হল ফরেক্স থেকে আমি প্রতি মাসে কমপক্ষে ৩০০ থেকে ৪০০ ডলার ইনকাম করবো।
-
ব্যক্তিগতভাবে আমার অভিমত ফরেক্স এমন একটি মার্কেটপ্লেস যেখান থেকে অনেক কিছু করা সম্ভব। কিন্তু এই অনেক কিছু করতে হলে চাই অনেক দক্ষতা। আপনি ফরেক্স থেকে যদি প্রতিষ্ঠিত হতে চান তবে তার আগে আপনার প্রয়োজন হবে কঠোর পরিশ্রম, নিষ্ঠার সাথে দিয়ে যেতে হবে শ্রম,। পাশাপাশি মেধাটা তো অবশ্যপি খাটাতে হবে। আমি ফরেক্স থেকে ভবিষ্যতে ৪০-৫০ হাজার টাকা আয় করতে চাই প্রতি মাসে।
-
আমি জানি না ফরেক্স দেয়া কি করতে হবে। কিন্তু আমি ফরেক্স থেকে টাকা উপারজন করতে চাই। আমি মনে করি ফরেক্স এক্তি ভাল মাদ্দদম টাকা উপারজন এর জন্য, তাই আমি আখন থেকে ফরেক্স করতে সুরু করলাম।