-
ফরেক্স মার্কেটে লাভ লস হয় কিনা বেছার মাধ্যমে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করেন আর বাই দেন তাহলে আপনার বাই দেওয়ার মুল্যের ছেয়ে যদি বেশি হয় তবে আপনার লাভ হবে আর যদি এর থেকে দাম কমে যায় তাহলে আপিনার লস হবে বলে আমি মনে করি তাই আপনি ভেবে ট্রেড করতে পারলে ভাল হবে।
-
পৃথিবীর অনেক বড় ্ড়ড় ব্যবসাগুলোর মধ্যে একটি হচ্ছে ফরেক্স। এখানে দৈনিকই প্রচুর লেনদেন হয়ে খাকে। এখানে লাভ লস খুব স্বাভাবিক ঘটনা।কেউ নিজের অদক্ষতার কারনে লস করে আবার কেউ নিজের দক্ষতার কারনে ভালো প্রফিট করতে সক্ষম হতে পারে। মূলত লাভ লস মিলিয়ে লাভ করতে পারলেই সার্থকতা।
-
ফরেক্স মার্কেট একটি ব্যবসায় । তাই এখানে লাভ এবং লস দুটিই বিদ্যমান । কেউ যদি মনে করে ফরেক্স শিখতে পারলে শুধুই লাভ করা যাবে তাহলে মার্কেটে সে তার সর্বত্র হারাতে পারে । মার্কেটে আমরা যখন একটি দেশের কারেন্সির বিনিময়ে আরেকটি দেশের কারেন্সি কিনে বা বিক্রয় করে থাকি তখন যদি উক্ত কারেন্সির দাম কমে বা বাড়ে তাহলে মার্কেটে আমাদের লাভ বা লস হয় । ধন্যবাদ ।
-
সকলে চায় তাদের ট্রেডগুলো যাতে প্রফিটে থাকে এবং প্রফিটেবল ট্রেডের কারণে আমরা মাত্রাতিরিক্ত লোভো পড়ি যার ফলাফল খুব খারাপ।আমাদের উচিত লসের ট্রেডগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া।কারণ মানুষতো লস থেকে শেখে।লস না করলে শিখবো কেমন করে।
-
আপনি নিশ্চই জানেন যে ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন কারেন্সি ব্যাবহার করে ট্রেড করে প্রফিট লাভ করে থাকি। একটি ট্রেড খোলার পরে যদি মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট সেই ট্রেডটির বিপরীতে চলে যায় তা হলে তখন লস হতে থাকে অপর দিকে মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট যদি ঐ ট্রেডটির প্রতিকূলে অগ্রসর হতে থাকে তখনই আমরা প্রফিট লাভ করি। আর এই ভাবেই ফরেক্স থেকে আমরা লাভ বা লস করে থাকি।
-
ফরেক্স মার্কেটে মুদ্রা ট্রেড করা হয়ে থাকে। ট্রেড দুই প্রকার। বাই ট্রেড ও সেল ট্রেড। এই দুই ভাবেই ট্রেড করে আপনি লাভ করতে পারেন। ধরুন আপনি ১.১০ রেটে ১১০০ ডলার দিয়ে ১০০০ ইউরো কিনলেন। এখন যদি রেট পরিবর্তিত হয়ে ১.২০ হয় তাহলে আপনি আপনার কেনা ১০০০ ইউরো বিক্রি করে ১২০০ ডলার পাবেন। এভাবে আপনি ১০০ ডলার লাভ করলেন।
-
ফরেক্স এ বাই করতে চান (বেস কারেন্সি কেনা এবং কিউটো কারেন্সি বিক্রি করা), তার মানে আপনি চাচ্ছেন বেস কারেন্সির দাম বেড়ে যাক এবং আপনি সেটা বিক্রি করে দিবেন আরও বেশি দামে। ট্রেডারদের ভাষায় একে বলে লং (long) অথবা লং পজিশন নেয়া। মনে রাখবেন, লং = বাই (long = buy),
-
ট্রেডের মাধ্যমে ফরেক্সে লাভ করা যায় । এক্ষেত্রে বাই বা সেল উভয় ভাবেই লাভ লস হয়ে থাকে । ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে ফরেক্স শিখে তারপর ফরেক্সে ট্রেড করে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে যেমন লাভ আছে তেমনি লস ও আছে । না বুঝে ট্রেড করলে ফরেক্সে লসের সম্ভাবনা থাকে । এছাড়া লসের অন্যতম একটি কারন হলো ফরেক্সে লোভ করা । ফরেক্সে লোভ করলে টিকে থাকা যায় না । লোভহীন ভাবে ফরেক্সে কাজ করতে পারলে ফরেক্স থেকে ভালো টাকা আয় করা যায় । এজন্য ফরেক্সে লাভ লস দুটোই আছে , আর এভাবে ফরেক্সে লাভ লস হয় ।
-
ফরেক্স করতে হলে আপনাকে যে কোন একটা ব্রোকারে আগে ইনভেস্ট করতে হবে। তারপর ব্রোকার কর্তৃক প্রদত্ত মেটা ট্রেডারে প্লাটফরামের মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে। আপনি এখানে অনেক দেসের কারেন্সি পেয়ার পাবেন। যা আপনি ট্রেড করে প্রফিট করতে পারেন। এখানে বাই এবং সেল এর মাধ্যমে ট্রেড ওপেন করা হয়।
-
উপরের ভাই খুব সুন্দর করে বলে দিয়েছে ফরেক্স এ কিভাবে লাভ বা লস হয়। তাই আমি মনে করি আর কেউ এর চেয়ে সুন্দর ও সহজ ভাবে বোঝাতে পারবেনা।