-
টেকনিক্যাল এনালাইসিস এর অনেক রকম বিষয় রযেছে । শত শত রকম পদ্ধতি রযেছে টেকনিক্যাল এনালাইসিস এর । তবে টেকনিক্যাল এনালাইসিস এর জন্য আপনি কোন পদ্ধতি ব্যবহার করবেন এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার ট্রেডিং প্লান এর ওপর । আপনার যদি সুন্দর একটি ট্রেডিং প্লান থাকে তাহলে আপনি সহজেই সফল হতে পারবেন বলে আমি আশা রাখি ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার পুর্বে আমরা বিভিন্ন ধরনের এনালাইসিস করে থাকি,এই এনালাইসিস কে তিন ভাগে ভাগ করা হয় তাই আমাদের এনালাইসিস করে ট্রেডিং করতে হবে,তাই আমরা ফরেক্স মার্কেট এ ক্যান্ডেল স্টিক চার্ট ব্যাবহার করে যদি এনালাইসিস করে ট্রেডং করে তাহলে প্রফিট হবে।
-
ফরেক্স মার্কেট এর জন্য টেকনিকেল এনালাইসিস একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে শুধু বাই/সেল করলে হবে না । এটা অবশ্যই বুঝতে হবে আমরা কোন সময় বাই করব এবং কোন সময় সেল করব । এর জন্য প্রয়োজন এনালাইসিস করা । বেশিরভাগ ট্রেডারই টেকনিকেল এনালাইসিস করে ট্রেড করে । টেকনিকেল এনলিাইসস আপনাকে মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারণা দিবে এবং পূর্ববর্তী ট্রেডগুলো দেখে টেকনিকেল এনালাইসিস করতে হয় ।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে আমাদের ট্রেড করতে হলে এনালাইসিস করা শিখতে হয়। সবচেয়ে গুরুত্বপুর্ন এনলাইসিস হল টেকনিক্যাল এনালাইসিস। আমাদের টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে অনেক পড়াশুনা করতে হয়। আমি এখনো টেকনিক্যাল এনালাইসিস খুব জনপ্রিয় এনালাইসিস।
-
ফরেক্স মার্কেটে লাইভ চার্টের উপরে আমরা যে এনালাইসিস করে থাকি বা ক্যান্ডেলস্টিক চার্টের উপরে যে এনালাইসিস করা হয়ে থাকে তাকে আমরা ট্যাকনিক্যাল এনালাইসিস বলে থাকি,ফরেক্স মার্কেটে আমরা এনালাইসিস করে টট্রেড করি যাতে আমরা ভাল প্রফিট করে নিজেদের জীবন ধারন ভাল করে চলতে পারে।
-
ফরেক্সে ট্রেড করার সময় আপনাকে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড ওপেন করতে হয়। মার্কেট আনালাইসিস মুলত ৩ প্রকার। টেকনিক্যাল আনালাইসিস হল ফরেক্স মার্কেটের অন্যতম জনপ্রিয় আনালাইসিস। ফরেক্স মার্কেটে যে আনালাইসিস প্রাইস মভমেন্ট দেখে করা হয় তাকে টেকনিক্যাল আনালাইসিস বলে।
-
টেকনিকেল এনালাইসিস ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি গুরত্ববহ একটা এনালাইসিস । যেটার মাধ্যমে আমরা অনেক বেশি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারি । যে সিদ্ধান্ত নেওয়ার পুর্বে অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে টেকনিকেল এনালাইসিস যদি প্রপার হয় তবে ট্রেড নেওয়া আর না নেওয়ার সিদ্ধান্তও প্রপার হতে হবে ।
-
ফরেক্স মার্কেটে যতগুলো এ্যানালাইসিস রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ন এ্যানালাইসিস হল টেকনিক্যাল এ্যানালাইসিস। টেকনিক্যাল এ্যানালাইসিস মুলত প্লাটফর্ম এর চার্ট দেখে করা হয়। পূর্বের মার্কেট মুভমেন্ট এবং বর্তমান প্রাইস মুভমেন্ট এর ভিতর মিল খুজে দেখা হয় টেকনিক্যাল এ্যানালাইসিসের মাধ্যমে। যদি মিলে যায় তাহলে আমরা ধারনা করি যে, পূর্বে যা ঘটেছিল তা আবার ঘটবে।
-
ফরেক্স মার্কেটে টেকনিকাল এনালাইসিস খুব গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।টেকনিকাল এনালাইসিস এমন স্ট্রেটেজির হিসাব করা যে প্রাইস মুভেমেন্ট আগের হিস্টোরী ফলো করে মার্কেটের ঐ অবস্থানে জানা।টেকনিকাল এনালাইসিস ভালো ভাবে জানতে হলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে ভালো করে শিখা।
-
আমার জানামতে টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা মার্কেটের মুভমেন্ট প্রাইসের উপর ভিত্তি করে ট্রেড করে একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে। আমরা নিজের মেধা খাটিয়ে মার্কেট অ্যানালাসিস করে যে ট্রড করি সেটাই মুলত টেকনিক্যাল অ্যানালাসিস এর ক্ষেত্রে একজন ট্রেডারের মানবিক, বুদ্ধিমত্তা এবং দক্ষতা অনুযায়ি যে ট্রেড করে তাই টেকনিক্যাল অআনালাসিস