-
ভাই ফরেক্স মার্কেটে সব দিনই সমান বলা যায়, কিন্তু সময়ের ব্যবধানে এখানে মার্কেট কখনও বেশি মুভ করে আবার কখনোবা কম। তাই এখানকার যে কোন একটা দিনকে আপনি আপনার লাইফের সেরা দিন বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আপনাকে প্রতিদিন ট্রেড করে যেতে হবে, এবং আশা করা যায় যেদিন আপনি বেশি প্রফিট করবেন সে দিনটি হবে আপনার লাইফের সেরা দিন।
-
হ্যা ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে সেরা দিন এর কথা বলতে গেলে বলব যে মঙ্গল, বুধ ও বৃহস্পতি বার মার্কেট এর মুভমেন্ট অনেক ভাল থাকে। আবার অন্যদিকে বলতে গেলে সোমবার এর দিকে মার্কেট এর মুভমেন্ট একেবারেই থাকে না বললেই চলে। তারজন্য ফরেক্সে ট্রেড করার জন্য দিন এর ও কিছুটা প্রভাব আছে বললেই চলে। ফরেক্স আমার কাছে মনে হয় যে ফরেক্স অনেক মজার একটা ব্যবসা।
-
ফরেক্স ট্রেড করার জন্য সেরা দিন বলে কোন কথা নেই। আপনার ট্রেডিং সিস্টেম এ যখন সিগ্ন্যাল আসবে তখন আপনি ট্রেড করতে পারবেন। আপনার সিস্টেম এ যদি সপ্তাহে একটি সিগ্ন্যাল ও না পাওয়া যায় তাহলে ট্রেড করবেন না। সব সময় সিগ্ন্যাল অনুযায়ী ট্রেড করবেন তাহলে লস ট্রেড হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর প্রাথমিক অবস্থায় লং টাইম ফ্রেমে ট্রেড করলে কিছুটা লস কম হতে পারে। তারপর উচিত এনালাইসিস সম্পর্কে ভাল ধারণা থাকা।
-
আমি এক্সপার্ট নই তবে আমার জানা মতে ফরেক্সে সেরা দিন বলে কিছু নেই । কেননা আমরা জানি যে এই মার্কেট প্রতিমুহুর্তে তার রুপ পরিবর্তন করে । কখনো খুব বেশি উঠে যায় আবার কখনো বা খুব বেশি নেমে যায় । এ ক্ষেত্রে অমাদেরকে সবসময় বেশি করে মার্কেট এনালাইসিস করে সেরা সময়ের জন্য অপেক্ষা করতে হবে । ফরেক্সে গুরত্বপুর্ন নিউজ ঘোষণার সময় ভাল মুভমেন্ট থাকে ।
-
আসলে ফরেক্স পরিবর্ত শীল। আমার মতে ফরেক্স এ বিশেষ দিন বলতে তেমন কিছু নাই। তবে ইলেকসানের দিনে বুজে ট্রেড নিতে পারলে অনেক গুন প্রফিট বের করা জায়। তবে জেহেতু ফিরেক্স এক এক সময় এক রুপ নেয় তাই এনালাইসিস করে বুজে শুনে ট্রেড নিতে হবে। কারন এখানে প্রতি সেকেন্ড মুল্লবান।
-
আমার মতে ফরেক্স ট্রেড করার জন্য সেরা দিন বলতে সপ্তাহে সব দিনই সমান, তবে মঙ্গল, বধু ও বৃহ:স্প্রতিবার এই তিন দিন ফরেক্স মার্কেট মুভমেন্ট বেশি করে থাকে। আর বাকী দুই দিন মার্কেট মুভমেন্ট তেমন একটা করে না। তবে বাকী দুই দিন আপনি যদি মার্কেট সম্পর্কে ভাল বুঝেন তাহেল আপনি অবশ্যেই ঐ দুইদিনেও ভাল ইনকাম করা সম্ভব। এছাড়াও ফরেক্স এমন একটি মার্কেটে যেখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রফিট করা সম্ভব। যা অন্য কিছু দিয়ে করা সম্ভব না।
-
আমরা জানি কোন দেশের মূদ্রা মূল্য ঐ দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণে যেকোন সময় কম বা বেশি হতে পারে। অর্থাৎ যেকোন সময় সময় মুদ্রা জোড়ার রেট বাড়তে বা কমতে পারে। সুতরাং এমন কোন নির্দিষ্ট দিন নেই যেদিন বাড়বে বা কমবে এমন নিশ্চয়তা আছে। যখন ট্রেড করবেন তখনই বিশ্লেষণে বুঝে নিতে হবে রেট বাড়বে না কমবে।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে সেরা দিন বলে কিছুই নেই কারণ মার্কেট প্রত্যেক দিন সমানভাবেই মুভমেন্ট করে থাকে। বিশেষ করে ফরেক্স নিউজগুলো যেদিন বেশি প্রকাশিত হয় সেই দিনগুলোতেই মার্কেট মুভমেন্ট করে থাকে। অতএব এতে স্পষ্ট বোঝা যায় ফরেক্স মার্কেট কোন দিনের উপর নির্ভর করে না বরং সম্পূর্ণভাবে নির্ভর করে ফরেক্স নিউজের উপর। অর্থাৎ ফরেক্স সম্পর্কে যেদিন বেশি নিউজ থাকবে সেই দিনই মার্কেট বেশি মুভমেন্ট করে থাকে। আর সে হিসেবে দেখা যায় বাংলাদেশের সময় এবং দিন অনুযায়ী বুধ এবং বৃহস্প্রতিবার এই দুইদিন ফরেক্স মার্কেটের সেরা দিন বলা যেতে পারে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সেরা দিন বলে কিছু আছে সেটা আমার জানা নেই তবে আমি মনে করি যে দিন আপনার বেশি লাভ হবে বা সব ট্রেড গুলো প্রপিট হবে সে দিন আপনার আমার জন্য হয় সেরা দিন। মাসে দুই একটা সুযোগ আসে সেগুলো কাজে লাগাতে হবে।
-
বাজারে এমন নিশ্চিততার সাথে কিছু বলা সম্ভব নয় যে আজ কম লেনদেন হবে এবং আগামীকাল একটি ভাল চুক্তি হবে। তবে, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার, বাজারে অপেক্ষাকৃত বেশি লেনদেন হয়। প্রত্যেককে মনে রাখুন, প্রতি শুক্রবার সন্ধ্যা 6:30 বা 7 টা: 30 টা 30 মিনিটে, সবচেয়ে বড় খবর একই সাথে প্রকাশিত হয়, তাই সেই দিনটি সবচেয়ে বেশি লেনদেন হয়। আমরা সব দিন উল্লেখ করেছি আমি Yai এবং ট্রেড বিশ্লেষণ হতে হবে।