-
ফরেক্স মার্কেট যারা নতুন তারা একটু বেশি লস করে কিন্তু এই লস করার পিছনে প্রত্যেকটা কারন খুজে বের করতে হবে যে কেন লস হল?আমি মনে করি মার্কেট এনালাইসিস করে ট্রেদ করলে লসের সম্ভবনা ৯৯% কমে যাই।লস করে কখনো ভাগ্যের দোষ দেওয়া উচিত না।মার্কেটে দক্ষ হন তাহলে সাফল্য একদিন ঠিকই হবেন।
-
ফরেক্স এ ভালো করতে হলে অনেক কষ্ট পোহাতে হয় । ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করে এবং ট্রেড করা সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করলে আপনার লাভ হবে । সফল হাওয়ার জন্য চাই নিরলস পরিশ্রম, জ্ঞানার্জন এর ইচ্ছা আর অনেক অনেক প্রাকটিস । ফরেক্স ট্রেডিং এ সফলতা অর্জন করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে ।
-
ফরেক্স এ শুধু লাভ হবে এমন কথা নেই। তাহলে সবাই ফরেক্স করত। অন্য ব্যবসা কেউ আর করত না। তবে ফরেক্স এ ট্রেড করে গড়ে লাভ করতে হয়। আর তা যদি না করা যায় তাহলে আমাদের লসে ই পড়তে হবে।
-
প্রথমেই বলে রাখি ফরেক্স এ হুজিইগে ট্রেডার দের কোন জায়গা নায়। না বুঝে ট্রেড করলে শুধু অনেকে লসই করে না। অনেকে লাভও করে। তবে এই লাভও ক্ষণস্থায়ী। না জেনে না বুঝে ট্রেড করা অত্যন্ত ভয়াবহ। এক কথায় অল্প বিদ্যা ভয়ংকর। ফরেক্স এ ভাল করতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। এজন্য একদিনের থেরাপিতে কোন কাজ হবে না। সফল হাওয়ার জন্য চাই নিরলস পরিশ্রম, জ্ঞানার্জন এর ইচ্ছা আর অনেক অনেক প্রাকটিস।
-
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷আমরা ট্রেডারগণ অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷
-
ফরেক্স আমরা অনেক সময় না বুঝে ট্রেড করি। কারন হলো আমাদের ধর্য্য নেই। ফরেক্স মার্কেট যার ধর্য্য নেই সে জীবনেও ফরেক্স ট্রেডার হতে পারবে না। কারন লস খাওয়ার পর মাথা গরম করে ট্রেড নিলে পরে আর লস হয়।
-
আমরা যে ট্রেডটি সন্দেহ লাগবে যে ট্রেডটি শিউর না যে লাভ হতে পারে। সেই ট্রেডটি এড়িয়ে চলা উচিত। মারকেট আমরা ট্রেড করার অনেক সুযোগ পাব। কিন্তু যদি আমাদের ব্যালেন্স হারিয়ে যায় তাহলে আমরা ট্রেড করা কোন সুযোগই পাব না।
-
এখানে নিয়তিকে দোষারোপ করে কোন লাভ নেই । কারন ফরেক্সে লস করে মানুষ তার নিজের বোকামীর কারনে, নিজের দক্ষতার অভাবে, অভিজ্ঞতা অভাবে, অচেতন অবস্থায় ভুল জায়গায় ট্রেড ধরার কারনে । কারন আপনি যদি না জেনে শুনে ভুল পজিশনে ট্রেড নেন তাহলেতো হবে না । সুতরাং সঠিক লার্নিং সহকারে ট্রেড করার পরিকল্পনা গ্রহন করতে হবে । কারন এই ব্যবসাতে অভিজ্ঞতা ছাড়া সবকিছু অন্ধকারময় ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। ফরেক্স কেউ না বুঝে লাভ করেন তাহলে বুঝতে হবে আপনার বড় ধরনের লসের সম্ভাবনা রয়েছে। কারন আপনি না বুঝে যখন লাভ করতে থাকবেন আপনি নিজে তখন অনেক সাহসী হবেন এবং বড় লটে কেনা বেচা করবেন তখন দেখা যাবে আপনি লাভ করছেন কম লস করছেন বেশী আর মানিম্যানেজমেন্ট না করলে তো আর কথাই নাই, একাউন্ট জিরো হতে সময় লাগবে না। এবং এভাবেই ৯৫% ট্রেডার প্রথমেই লস করেন। একমাত্র কারণ না বুঝে ফরেক্স এ ট্রেড করা।
-
ফরেক্স বাজারে ভাগ্য বলতে কিছু নেই। এখানে মুনাফা বা ক্ষতি সম্পূর্ণ আসে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে। আপনার যদি অনেক জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব সহজেই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন আর আপনার যদি তেমন কিছুই না থাকে তাহলে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না। তাই ক্ষতি হলে শুধু শুধু আপনার ভাগ্যকে দোষারোপ করবেন না। কারণ এই বাজার থেকে আপনার ভাগ্যের সাহায্যে আপনি মুনাফা উপার্জন করতে পারবেন না।