-
সব সময় মানিম্যানেজমেন্ট মেনে লট সাইজ নির্ধারন করা উচিত। নতুন অবস্থায় ১% এর বেশী রিস্ক নেওয়া ঠিক নয়। অর্থাত যদি ১০০ ডলারের একাউন্ট হয় তাহলে ০.০১ লটে ট্রেড করবেন। রিস্ক নিবেন ১ ডলার আর টেকপ্রফিট মিনিমাম ২ ডলার। সবসময় মনে রাখতে হবে ফরেক্স মার্কেট এ টিকে থাকাটাই হলো বড় চ্যালেন্জ আর টিকে থাকতে হলে অবশ্যই মানিম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে।
-
ভাই আমি ফরেক্স মার্কেটে সবচেয়ে কম ভলিউম দিয়ে ট্রেড করি কেননা এই মার্কেটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানি ম্যনেজমেন্ট আর সেটা ঠিক করার জন্য অন্যতম বিষয় হচ্ছে মানি ম্যনেজমেন্ট ঠিক রাখার জন্য ভলিউম নির্ধারণ করা। যদি আপনি মানি ম্যনেজমেন্ট বিষয়টি সঠিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য সুফল হবে। আর এর সুফলতা পেতে হলে সবচেয়ে কম ভলিউম নিয়ে কাজ করতে হবে। আমার মতে আপনি নতুন অবস্থায় ১% এর বেশি রিক্স নেওয়া ঠিক হবে না। আর এই রিক্সটা হবে আপনার মূল ব্যালেন্সের উপর নির্ভর করে যেমন আপনার কাছে ১০০ ডলার আছে আপনি এখানে ট্রেড ওপেন করবেন ০.০১ লটে। তাহলে আপনার এই মার্কেটে রিক্স এর পরিমাণ হবে ১%।
-
আমার ফরেক্সে যাত্রার শুরুর দিকে অামি ফরেক্স মার্কেটে ট্রেড করতাম বেশি ভলিউমে এখন কম ভলিউমে ট্রেড করার চেস্টা করি। আমার প্রথম ট্রেড হল মার্জিল লেভেল যতটুকু গেছে সে পরিমান ভলিউমে ট্রেড করেছি। আমার লসের আরেক টা কারন হল ভলিউম সম্পর্কে না জানা। আমি মনে করতাম যত বেশি ভলিউমে ট্রেড করা যায় বেশি লাভ করা যায় এর বিপরীতে গেলে এই পরিমান লস হবে সেটা জানতাম না। তাই এখন ভলিউম কমে ট্রেড করি।
-
ফরেক্স ব্যবসা করতে গেলে অবশ্যই ভলিওমের দিকে খেয়াল রাখতে হবে । আমরা যখনই ট্রেড করব তখনই আমি এই চিন্তা করব লোভ করব না । ভলিওম ০.২০ এর মধ্যে রাখার চেষ্টা করব । তাহলেই ফরেক্স ব্যবসা করে জীবনে সফলতা অর্জন করতে পারব ।
-
যদি আপনি অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন তাহলে কত ভলিউমে ট্রেড করবেন সেটা আপনার উপর ডিপেন্ডেড আর যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে বলতে পারি ফরেক্স ট্রেড শিখার নিমিত্তে আপনি ছোট ভলিয়মে ট্রেড করবেন যেমন. ১,০.২, ০.৩,০.৪, ০.৫ এর মধ্যে ট্রেড করবেন এতে আপনার লসের পরিমান থাকবে লিমিটেড আর আপনি যদি এক লাফে গাছের আগায় উঠতে পারেন তাহলে আমার কিছু বলার নেই।
-
কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত এটা নির্ভর করে একাউন্ট ব্যালেন্সের উপর। তারপরেও একেকজনের একটা নির্দিষ্ট ব্যপার স্যাপার থাকে। আমার মনে হয় ১০০ ডলারের একাউন্টে সর্বোচ্চ ৫ সেন্ট ভলিউমে ট্রেড করা যায়। অবশ্য ক্ষেত্র বিশেষে ১০ সেন্টেও ট্রেড নেয়া যায়। আবার একাউন্ট যদি ৫০০ ডলারের হয় তাহলে ২০ সেন্ট ভলিউমেও ট্রেড নেয়া যায়।
-
আপনার মানি মেনেজমেন্ট এর উপর নির্ভর করবে আপনি কত লটে ট্রেড ওপেন করবেন। যদি অল্প ব্যালেন্স থাকে এবং প্রতি ট্রেডে ১% ২% রিস্ক রাখেন তাহলে লট সাইজ খুব একটা বেশি হবে না। কিন্তু যদি একই রিস্ক নিয়েও আপনার ব্যালেন্স বেশি থাকে তাহলে কিন্তু লট বড় হবে। লট বড় হলেও তখন কিন্তু রিস্ক একই থাকবে। তাই আমি বরাবরই বলে থাকি যদি বেশি প্রফিট দরকার হয় ব্যালেন্স বাড়ান, রিস্ক বাড়ানোর দরকার নেই। যদি অল্প ব্যালেন্স নিয়ে বেশি রিস্কে ট্রেড করেন তাহলে আলটিমেটলি কিন্তু একাউন্ট হারাবেন।
-
আসলে ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে ভলিউম নির্ভর করবে আপনার ব্যালেন্সের উপর। এখানে আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে অবশ্যই বেশি ভলিউমে ট্রেড করতে পারেন। তবে ফরেক্সে ট্রেড করার সময় অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা উচিত না হলে বড়ো ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। মনে করুন আপনার ব্যালেন্স আছে ২০০ $ তাহলে আপনি আপনার ব্যালেন্সকে ৬০০ দিয়ে ভাগ করলে যে ফলাফল পাবেন অর্থাৎ ০.৩৩৩ আপনি এই ভলিউমে ট্রেড করতে পারেন। আর এর বেশি যদি আপনি লটে ট্রেড করেন তাহলে মার্কেট আপনার বিপক্ষে নেমে গেলে অবশ্যই বিপদের সম্মুখীন হবেন। ধন্যবাদ
-
কিভাবে ট্রেড করবো বুজতেছিনা কারন আমি একদম নতুন এখানে
-
ফরেক্স এ ট্রেড করার জন্য কত ভলিউম নিবেন বা কত ভলিউম নিয়ে ট্রেড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যালেন্স এর উপর মানি ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী আপনি আপনার ব্যালেন্স এর 15 শতাংশ পর্যন্ত ভলিয়ম নিতে পারবেন। এর বেশি যদি নেন তাহলে রিস্ক হয়ে যায়*। আপনি রুল ব্রেক করে আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারেন তবে বেশি ভলিয়ম নিলে এবং মার্কেট যদি বিপরীতে যায় তাহলে খুব দ্রুতই আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।তাই আমার মতে আপনি আপনার ব্যালেন্স এর সাপেক্ষে মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করে ভলিয়ম নির্ধারণ করা টাই প্রাধান্য দেব।