-
আমার মনে হয় আমাদের সাধারণ বাংলাদেশি ট্রেডারদের একটা সাধারণ এবং কমন সমস্যা হল দুয়েকদিন ট্রেড করার পরে আমাদের মাথায় স্ক্যল্পিং এর ভূত চাপে। যে আমাদের কমসে কম দুই তিনটা একাউন্ট জিরো করার পরে নেমে যায়। মনে রাখবেন ফরেক্স দেয় যেমন নেয় তার বেশি। তাই সাবধানে ট্রেড শিখুন। আগে ঠিক ভাবে শিখে পেশাদার হোন তার পরে স্ক্যল্পিং শিখুন।
-
আপনি যদি মার্কেট থেকে খুব অল্প কিছু পিপস পাওয়ার আশায় কোনো ট্রেড ওপেন করেন, তাহলে তা স্ক্যাল্পিং।স্ক্যাল্পিং ট্রেডে কিছু পারিমান পিপস ইনকাম কারা যায় বটে কিন্তু স্ক্যাল্পিং সম্পর্কে অভিজ্ঞ না হয়ে স্ক্যাল্পিং ট্রেড করলে একাউন্ট জিরো হবার সম্ভবনা থাকে।তাই আমি মনে করি যে রিস্ক কম নিয়ে লং টার্ম ট্রেড করাই ভাল।
-
ফরেক্স মার্কেটে স্ক্যালিং ট্রেড করে ভাল লাভ করা যায়।কিন্তু স্ক্যালিং ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হতে হবে।একজন দক্ষ ট্রেদারই স্ক্যাকিং ট্রেড করে লাভ করতে পারে।
-
নতুনদের যথই বলেন লং ট্রেড করার জন্য তারা অটোমেটিক স্ক্যাপিং করে বসে। যেটা আমার বেলায় হয়েছে। আপনি যদি ইচ্ছা করেন তবে স্ক্যাল্পিং ট্রেড করে দেখতে পারেন এবং আপনার অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারেন। স্ক্যাল্পিং ট্রেড আসলে নতুন্দের জন্য সেটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে স্ক্যাল্পিং ট্রেড ভালো এক্সপার্ট না হলে করতেও পারেনা। স্ক্যাল্পিং ট্রেড সাধারণত তারাই করেন, যারা সারাদিন ফরেক্স মার্কেট নিয়ে বসে থাকেন, অথবা যাদের ব্যালেন্স কম থাকে।
-
যারা অনেক বছর ধরে ট্রেড করছে এবং ট্রেড ব্যালেন্স অনেক বেশি তারা স্ক্যাল্পিং করলে ভাল ফলাফল পাবে । স্ক্যাল্পিং এর যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে ।
-
ফরেক্স মার্কেটে আমরা বেশির ভাগ ফরেক্স ট্রেডার স্ক্যেল্পিং ট্রেড করে থাকি,ফরেক্স মার্কেটে আমরা বেশির ভাগ ট্রেডার লস করে থাকি স্কেল্পিং করার জন্য।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লং ট্রেড করা অনেক ভাল কারন লং ট্রেডে প্রফিট অনেক ভাল আসে লস কম হয়।
-
ফরেক্স মার্কেট একেক ট্রেডার একেক রকম ট্রেড করে থাকে কেউ শর্ট ট্রেড করে আবার কেও লং ট্রেড করে তবে আমি বেশির ভাগ ক্ষেত্রে লং ট্রেড করে থাকি আমার কাছে স্কাল্পিং থেকে লং ট্রেড মজা লাগে তবে আমি মাঝে মাঝে শর্ট ট্রেড করি শর্ট ট্রেড করতে হলে সারাক্ষন মার্কেট এর সামনে থাকতে হয় বিদায় আমি এখন শর্ট ট্রেড করি না।
-
স্ব্যালিং ট্রেড করতে গেলে আপনাকে অনেক দক্ষ হতে হবে।কারন ৫ মিনিট, ১৫ মিনিত ও ৩০ মিনিটের ভিতর আপনার ট্রেড করতে হয়।তাই এই অল্প সময়ের মধ্যে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করে ট্রেড করতে হয়।একটু ভুল হলে আপনার লস অনিবার্য।
-
স্ক্যালিং ট্রেড কখনো নতুন্দের জন্য ভাল না।কারন অল্প সময়ে আপনাকে ডিসিশন নিতে হয়।স্কালিং ট্রেড তারাই করতে পারে যারা মার্কেট সম্পর্কে অনেক দক্ষ।স্কায়লিং ট্রেড মুলত ৫ মিনিট, ১৫ মিনিট , ৩০ মিনিটের টাইম ফ্রেমে করে থাকে যা নতুনরা এত তাড়া তাড়ি সিদ্ধান্ত নিতে পারে না।
-
সবাই স্ক্যাল্পিং করতে পারে না কিংবা সবাই স্ক্যাল্পিং করা বোঝে না। যারা মার্কেট সম্পর্কে বুঝে মার্কেটের মুভমেন্ট ধরতে পারে তাদের জন্য স্ক্যাল্পিং অনেক ভাল। কারন তারা অল্প সময়ে অনেক ভাল আয় করতে পারে। তবে যারা নতুন মার্কেট সম্পর্কে ধারনা কম তাদের স্ক্যাল্পিং না করাই ভাল। অভিজ্ঞ কিংবা অনভিজ্ঞ যেই স্ক্যাল্পিং করেন না কেন সব সময় মনে রাখবেন স্ক্যাল্পিং করাটা খুবই রিক্সি।