ফরেক্সে মানি ম্যানেজমেন্ট একটা প্রয়োজনীয় ব্যাবস্থা। মানি ম্যানেজমেন্ট ঠিক করে নিলে আপনি ট্রেডিং এ ভাল লাভ করা সম্ভব। আপনার একাউন্টের সুস্ঠ বন্ঠনই মানি ম্যানেজমেন্ট।
Printable View
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট একটা প্রয়োজনীয় ব্যাবস্থা। মানি ম্যানেজমেন্ট ঠিক করে নিলে আপনি ট্রেডিং এ ভাল লাভ করা সম্ভব। আপনার একাউন্টের সুস্ঠ বন্ঠনই মানি ম্যানেজমেন্ট।
আপনি যদি ফরেক্স মার্কেট এ ব্যবসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট এর বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা উচিত। কারণ আমি মনে করি মানি ম্যানজমেন্ট আপনার সমুদয় ব্যবসাকে টিকে থাকতে সাহায্য করে থাকে। এজন্য আমি বলবো আপনি যখন ফরেক্স মার্কেট এ ব্যবসা করতে আসবেন তার আগে অবশ্যই মানি ম্যনেজমেন্ট এর বিষয়টা খেয়াল রাখতে হবে।
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স-এ একজন ট্রেড হোল্ডার তাদের অ্যাকাউন্ট কিভাবে পরিচালনা করবে সেই প্রক্রিয়া। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানি ম্যানেজমেন্ট হল আপনার ব্যালান্সটাকে ভাগ করে নেওয়া। অর্থাৎ আমি কতটুকু রিক্স নিব, লট সাইজ কত হবে, টিপি কত হবে, কিভাবে ব্যাকআপ দিব, আমার স্টপলস কত বড় হবে, আমার টেক প্রফিট কত হবে ইত্যাদির সমন্বয় করা। যারা সঠিকভাবে ফরেক্সের মানিম্যানেজম্যান্ট করতে পারবে তারাই মূলত সফল ট্রেডার।
ফরেক্স মার্কেট এ মানি মেনেজমেন্ট সম্পর্কে জানা প্রত্যক ট্রেডআর এর উচিত। মার্কেট এ আপনি যদি ১০০ ডলার ইনভেস্ট করে মানি মেনেজমেন্ট না মেনে টড়েড করেন তাহলে আপনি মুহুর্তের মধ্য সব ব্যালেন্স জিরো করে ফেলতে পারেন। সব আপনি আপনার ব্যালেন্স যাই থাকুক না কেন আপনি ২% এর বেশী রিস্ক নেবেন না।
বেশি মুলধন হলে যে ব্যবসা ভাল হবে তার কোন নির্চয়তা নেয় এই বিষয়ের ওপর যদি তার কোন জ্ঞান না থাকে কম মুলধন হলেও যা আবার বেশি হলেও তা একই রকম। যারা এই কাজ সর্ম্পকে ভাল জ্ঞান আছে তাদের কথা অন্য রকম। আর ভাল জ্ঞান থাকাও যদি মুলধন কম থাকে তাহলে আবার বেশি লটে ট্রেড ওপেন করা যায় না। তাই বলা যায় যে বেশি মুলধন থাকার পাশাপাশি ভাল জ্ঞান থাকা প্রয়োজন হয়।
এখানে মানি ম্যানেজম্যান্ট হল আপনার ব্যালেন্সটাকে এখানে সঠিকভাবে ব্যবহার উপযোগী করে তোলা। কারন ফরেক্স মার্কেটে আপনার ব্যালেন্সকে এখানে কিভাবে ব্যবহার করবেন সেটার ম্যানেজিং এবিলিটিটাই হল এখানে আপনার মানি ম্যানেজম্যান্ট। সুতরাং বলতে পারেন যে মানি ম্যানেজম্যান্ট আপনার ট্রেডিং এর নিরাপত্তা প্রদানের নিশ্চিৎ* করার পরিকল্পনা গ্রহন করা।
ফরেক্স এ সফলতার মূল মন্ত্র হলো মানিম্যানেজমেন্ট। মানিম্যানেজমেন্ট বলতে আমরা যা বুঝি তাহলে আপনার একাউন্টের ডিপোজিটের অনুপাতে ট্রেড করা যেমেন : ডিপোজিটের কতটুকু পরিমান লট নির্ধারণ, কতটুপরিমান লিভারেজ নেওয়া, কতটুকু টেকপ্রফিট এবং কতটুকু পরিমান স্টপলস ব্যবহার ইত্যাদি। যে যত বেশী ভাল মানিম্যানেজমেন্ট করতে পারবেন তার ট্রেডিং এ সফলতা তত বেশী। তাই আমরা মানিম্যানেজমেন্ট ভালভাবে শিখে তার পর ট্রেডিং করবো।
মানি ম্যনেজমেন্ত হল নিজের সিমার মধ্যে থেকে ট্রেড করা । এতটা রিস্ক নেওয়া ঠিক নয় যেখানে নিজের মুল্ধন কে ই খুজে পাওয়া জায়না । তাই আমি জা ইনভেস্ট করছি তা ঠিক রাখতে এবং একাউন্ট যেন জিরো না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে ট্রেড করাকেই আমি মানি ম্যানেজমেন্ট মনে করি ।
ভাই একটা ট্রেডিং এর সবকিছুই হলো মানি ম্যানেজ ম্যান্ট। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি আপনার ট্রেডিং চলাকালীন সময়ে একটা ট্রেডে কতটুকু পরিমাণ রিক্স নিবেন সেটা আপনি আগের থেকেই এখানে নির্ধারণ করে দিলেন, আর এই কাজটাই হল এখানে আপনার মানি ম্যানেজ ম্যান্ট। কারন এটার বেসিসেই এখানে আপনার স্টপ লস ও টেক প্রফিট এমনকি লর্ট সাইজ নির্ধারণ হবে।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট জানতে হবে কারন এই একটা জিনিস আপনাকে পারে ফরেক্স মার্কেট এ সফল করতে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট টিকে থাকবে ফরেক্স মার্কেট এ আর অ্যাকাউন্ট যদি টিকে থাকে তাহলে দেখবেন আপনি ফরেক্স মার্কেট এ এমনিতেই লাভ করছেন তাই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে