-
ফরেক্স এ নতুনদের প্রফিট করার থেকে টিকে থাকাটা জরুরী। কারন টিকে থাকলে একদিন প্রফিট আসবেই। কিন্তু যদি লোভের বসে আর ইমোশনাল হয়ে নিজের একাঊন্ট জিরো হয়ে যায় তবে প্রফিট আসারতো কোনো প্রশ্নই আসেনা। তাই প্রত্যেক নতুন ট্রেডারদের উচিত বেশি বেশি ডেমো ট্রেড করা,আর রিয়েল ট্রেডে রিক্স কম নিয়ে প্রাথমিক অবস্থায় টিকে থাকা ।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে । ফরেক্স নিয়ে অনেক বেশি অনুশীলন করতে হবে । নতুনদের বেশি বেশি ডেমো ট্রেডিং অনুশীলন করতে হবে । ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে । আপনি যদি ফরেক্স ট্রেডিং লস করেন তাহলে ভাববেন আপনার শেখার আর বাকি আছে । সেই জন্য ধৈর্যশীল হয়ে আরও ভালো করে ফরেক্স ট্রেডিং অনুশীলন করতে হবে ।
-
আমি শুধু মাএ নতুনদের উদ্দেশ্যে মতামত জানাবো যে তাদের বেশি করে ডেমো ট্রেড অনুশীন করা উচিত । প্রথম প্রথম নতুনদের জন্য ট্রেড করার সময় ভুল হবে , তা থেকে ভুল সংশোধনের ও সঠিক পথ নিজেদের খুজে বের করতে হবে ।কেননা আপনাকে ফরেক্সে টিকে থাকতে হলে ফরেক্স দক্ষতা বৃদ্ধি এবং ট্রেড করে লাভবান হতে হবে । অনেকে ফরেক্সে লস করলে ফরেক্স ট্রেড করতে আগ্রহ হারিয়ে পেলে এতে করে সে ট্রেড করতে আর ইচ্ছুক থাকে না ।
-
ফরেক্স মার্কেট অত্যান্ত জঠিল একটি ব্যবসা বলে আমি মনে করি । মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে । একজন ভাল ট্রেডার সারা সপ্তাহ অপেক্ষা করে একটি ভাল সুযোগের জন্য । তাছাড়া মার্কেট থেকে প্রফিট করার জন্য ধৈর্য্য ধারণ, অভিজ্ঞতা অর্জন, কৌশল অবলম্বন, ফরেক্স ক্যালেন্ডার সর্ম্পকে ধারণা, লোভ না করা এবং প্রতিদিন ডেমো প্রকটিস করা গুরুত্বপূর্ণ । মোট কথা আপনি মার্কেটে ঠিকে থাকতে পারলে সফলতা আসবেই ।
-
:rules:আমরা যদি নিজেদেরকে একটু সজাগ করে তুলতে পারি তাহলে আমরা অবশ্যই ফরেক্স থেকে কিছু পাওয়ার আশা রাখতে পারি।যার যত পরিশ্রম তার তত উন্নতি।প্রতিমাসে যারা ভাল আয় করতে পারে তারা তাদের অক্লান্ত পরিশ্রম এর পেছনে ব্যয় করে থাকেন।:p
-
ফরেক্স ট্রেডিংযের মাধ্যমে এখান থেকে ভাল প্রফিট লাভের স্বপ্ন অনেকেই দেখে থাকেন কিন্তু সকলে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না তার জন্য প্রয়োজন হয় ভাল ট্রেডিং স্টাইলের,ট্রেডিং কেৌশলের সর্বোপরি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আর তা অর্জন করতে হলে ফরেক্সের ডেমো ট্রেডিংয়ের কোন বিকল্প নেই্
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর মুল বিষয় হল টিকে থাকা। টিকে থাকতে পারলে আজ না হোক কাল লাভের মুখ দেখা যাবেই। তাই সবার আগে মাথায় রাখুন সারভাইবাল ইজ দ্যা ফিটেস্ট। তাই আগে ফিট হয়ে নিন পরে সারভাইব করবেন। শিখুন ট্রেড করুন আর উপভোগ করুন।
-
ফরেক্স মার্কেট প্লেসে অদক্ষ ট্রেডারদের কোন জায়গা নেই ভাল প্রফিট করতে হলে অবশ্যই ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং কেৌশল অর্জন করতেই হবে।তাই নতুনদের রিয়াল মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই নিজেদেরকে দক্ষ এবং অভিজ্ঞ করে তার পরই এখানে আসা উচিত।ফরেক্স ট্রেডিং এর মুল বিষয় হল টিকে থাকা।
-
ফরেক্স এ টিকে থাকা মানে নিজেকে অনেকটা জয়ী করা। কারন ফরেক্স এ সবাই ধৈয্যর অভাবে জয়ী হতে পারে না। ফরেক্স এ টিক থাকলে অনেক কিছু শিখা যায়। প্রত্যেক দেশের মুদ্রার সম্পর্কে জানা যায় এবং কোন দেশের দাম উঠানামা করে তা সহজেই জানা যায়। এছাড়া ভবিষ্যতে মুদ্রার দাম কত হবে তাউ জানা যাবে।
-
ফরেক্সে মার্কেটে টিকে থাকা আসলেই অনেক জরুরী । কারন যারা ফরেক্সে মার্কেটে টিকে থাকতে পারে তারা একটা সময়ে ভাল ট্রেডার হয়ে যায় । এবং তারা একটা সময়ে অনেক টাকা প্রফিট করে এই ফরেক্স ব্যবসা থেকে । আমি ফরেক্স ব্যবসাতে টিকে আছি এই ছয় বছর । তাই আমি বলবো যে আমাদের প্রধান তারগেট রাখতে হবে ফরেক্সে মার্কেটে টিকে থাকার জন্য ।