আমাদের দেশে অনেক ফরেক্স এর প্রশিক্ষন কেন্দ্র গরে উঠেছে।এসব ট্রেনিং সেন্টার থেকে ফরেক্স শিখতে ১০০০০-১২০০০ টাকা লাগতে পারে।
Printable View
আমাদের দেশে অনেক ফরেক্স এর প্রশিক্ষন কেন্দ্র গরে উঠেছে।এসব ট্রেনিং সেন্টার থেকে ফরেক্স শিখতে ১০০০০-১২০০০ টাকা লাগতে পারে।
ফরেক্সে কোন ট্রেনিং সেন্টার বাংলাদেশে উপযুক্ত নেই আমার জানা মতে । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে সর্বপ্রথম ফরেক্স ভালভাবে শিখার কোন বিকল্প নেই । আর তাই ফরেক্স মার্কেটে নিজেকে প্রস্তুত করতে অবশ্যেই অনেক বেশি পরিমাণে একটা ভাল ট্রেনিং সেন্টারের প্রয়োজন আছে । কিন্ত আমি মনে করি যে দেশে উপযুক্ত কোন ফরেক্স ট্রেনিং সেন্টার নেই । তাই ভাল একজন অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকেই ট্রেড শিখাটা যথেষ্ট ভাল ।
আমার জানামতে আমাদের দেশে ফরেক্স এর কোন ব্রোকার নেই। তার পরও অনেক দক্ষ ফরেক্স ট্রেডার আছে য়ারা টাকার বিনিময় ফরেক্স শিক্ষা দিয়ে থাকে। এ ছার ফরেক্স ব্রোকার একাউন্ট করে ফরেক্স শিখা য়ায়।আরও মাধ্যম হল অনলাইন থেকে ইবুক ডাউনলোড করে সেই বই পরে ফরেক্স শিখা য়ায়।
ফরেক্স মার্কেট কিভাবে ট্রেড করতে হয় তার কোন প্রকার ট্রেনিং সেন্টার নেই বলে আমি জানি তাই আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদের উচিত হবে বেশি বেশি করে ফরেক্স ডেমো ট্রেড করা আর তাহলে আমরা অনেক ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবো।
ব্যক্তিগতভাবে আমার জানা মতে এখনো তেমন কোন স্বনামধণ্য প্রতিষ্টান বাংলাদেশে গড়ে উঠেনি । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি নতুন অবস্থায় তাদেরকে অনেক বেশি পরিমাণে প্রথম অবস্থায় ফরেক্স নিয়ে জ্ঞান অর্জন করতে হয় । ফরেক্স মার্কেটে জ্ঞান অর্জন করার জন্য ট্রেনিং সেন্টার থাকলে তার মাধ্যমে নতুনরা অনেক উপকৃত হত । কিন্ত বাস্তবতা হল এখনো সে মানের উপযুক্ত কোন প্রতিষ্টান অামাদের দেশে গড়ে উঠেনি ।
আমার জানা মতে ফরেক্স মার্কেটে কোন ট্রেডিং সেন্টার নেই তবে সিনিয়র ট্রেডারদের থেকে ফরেক্স সম্পর্কে জানা যায় তাদের থেকে ফরেক্স সম্পর্কে আমাদের কে ভাল করে জানা লাগবে না হয় অনলাইনের ব্যাবসা অনলাইন থেকে জানা যায় না।
না আমার জানা মতে আমাদের দেশে সে রকম কোন ট্রেনিং সেন্টার নাই। যেখানে আপনি ভাল ভাবে ফরেক্স শিখতে পারবেন। তবে ঢাকায় কিছু প্রতিষ্ঠান আপনি পাবেন যারা ফরেক্স শিখিয়ে থাকে। জানিনা তারা কতটুকু সফলতার সাথে ফরেক্স শিখাতে পারে। আমার মতে কোন প্রতিষ্ঠানে না শিখে নিজে নিজে বা ব্যক্তিগত ভাবে কারো সহযোগীতা নিয়ে ফরেক্স শেখা ভাল। এতে আপনার সময় এবং পয়সা দুটোই বাচবে।
ফরেক্স ব্যবসা শিখতে হলে আপনি কোন ট্রেনিং সেন্টার এ ভর্তি হতে পারেন।তাছাড়া আপনি ইন্টারনেট এ ফরেক্স বিষয়ক সাইটে ঢুকে ফরেক্স ব্যবসা শিখতে পারেন।ফরেক্স সম্পর্কিত সাইট হল bdpips.com, forex.com.bd,forex school।তাছাড়া আপনি উইটিউব এ ফরেক্স লার্নি ভিডিও দেখতে পারেন।
না আমি এ ব্যপারে তেমন কিছু হেল্প করতে পারবনা কারন আমার কাছে তেমন কোন তত্ত্য নাই তবে ২ বছর আগে আমাদের টাকা শহরে ব্যঙ্গের ছাতার মত অনেক ট্রানিং সেন্টার গজিয়ে উঠেছীলো যারা নাকি ইজেরাই ফরেক্স সম্পরকে ভাল ধারনা রাখতনা
অবশই ফরেক্স এর ট্রেনিং সেন্টার আছে। তবে কোথয় আছে তা আমার জানা নাই। আমি আমার পরিচিত বড় ভাই এর কাছে ফরেক্স সম্পর্কে জেনেছি এবং তার কাছেই শিখছি।