ফরেক্স এ আমি নিজেই একজন নতুন পথিক তাই কওকে শিখাইনি
আমি যখন ভালো করে ফরেক্স শিখবো তখন কাওকে শিখাবো
Printable View
ফরেক্স এ আমি নিজেই একজন নতুন পথিক তাই কওকে শিখাইনি
আমি যখন ভালো করে ফরেক্স শিখবো তখন কাওকে শিখাবো
আমি আমার বন্ধু কে ফরেক্স শিখিয়েছি.সে আমার মাধ্যমেই ফরেক্স এ আসার জন্য আগ্রহী হয়.আমি তাকে ফরেক্স এর বেপারগুলো সম্পর্কে তাকে অবহিত করি যে এইখেন কিভাবে টিকে থাকতে হবে এবং কিভাবে উপ্পার্জন করা যায়.ট্রেডিং শিখানতা একটা ভালো বেপার ও.নিজের দক্ষতা ও যাচাই করা যায় আইটির ম,আধ্যমে.এবং অনুশীলন হয়.
ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি যেদিন ভাল করে টাকা ইনকাম করতে পারবো তারপর আমি অন্য কাউকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে বলবো এর আগে কাউকে ফরেক্স মার্কেটে ট্রেড কএতে বলবো না। কারন যদি বলি তবে সে যদি লস করে তবে আমাকে গালা গালি করতে পারে তাই।
আমি এখনো কাউকে ফরেক্স শিখাইনি নিজে ফরেক্স সম্পর্কে ভাল করে জানিনা। আমি এখনো ফরেক্স সম্পর্কে শিখতেছি। ফরেক্স মার্কেট অনেক বিশাল মার্কেট এটা শিখতে বেশ কিছুদিন লাগবে।তাই ফরেক্স সম্পর্কে নিজে পরে বন্ধু দের শিখাব।
আমি নিজে একজন নতুন ট্রেডার তাই এখনো অন্যকে শেখানোর প্রশ্নই উঠে না । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এখানে যদি একজন নতুন ট্রেডার এর সফল হতে হয় তবে তাকে বেশি করে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করার অন্য কোন বিকল্প নেই । ফরেক্স আমি নিজে ভালভাবে শিখে অভিজ্ঞতা ও দক্ষতা যদি অর্জন করতে পারি তবেই অন্যকে শিখাবো ।
আমি নিজেই এখনো ট্রেড শিখতে পারিনি । অন্যকে শিখানো তো অনেক দুরের কথা। আগে নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারলে তবেই অন্যকে শিখানোর জন্য আগ্রহী হতে পারব। তাই এখন পর্যন্ত কাইকে ফরেক্স শিখানোর কথা ভাবছি না। কেননা আমি নিজেই অজ্ঞ।
হ্যা আমি একজনকে ফরেক্স শিখিয়েছি । তার প্রথম প্রথম অনেক বেশি আগ্রহ ছিল । তারপর ডেমো প্রেক্টিস করতে দিলাম প্রথম ৩ সপ্তাহ খুব ভাল ট্রেড করেছিল । তারপর ৩-৪ মাস পরে ইনভেস্ট করতে বলেছিলাম । আমার কথা না শুনে ১০০ ডলার ইনভেস্ট করে এবং প্রায় ৪৫০ ডলার লাভ করে । পরবরতিতে সব লস করে ০.০০ করে ফেলে। মজার বিসয় হল তার যতোটুকু অভিজ্ঞতা ছিল সে ততো দূর লাভ করেছে। তারপর যা হবার তাই সব লস করেসে।
ফরেক্স মার্কেটে আমি এক বড় ভাইয়ের হাত ধরে এসেছি। তিনি আমাকে ফরেক্স মার্কেটের প্রাথমিক ধাপগুলো খুব ভাল করেই শিখিয়েছেন। তার কাছ থেকে প্রাথমিক ধারনা নেওয়ার পর বাকি সবকিছু আমি একা একা ডেমো ট্রেড করে শিখেছি। এখন আমি মোটামুটি ভালই আয় করতে পারছি।সবাই আমার জন্য দোয়া করবেন।
না আমি কাউকে ফরেক্স শিখাইনি ।আমি ফরেক্স এ নতুন তাই আমি নিজেই শিখছি।মি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে এবং অন্যদের শিখাতে।
আমি ফরেক্স এ ২ বছর যাবত ট্রেড করে যাচ্ছি।আর ফরেক্স সম্পর্কে জানতে ও শিখতে আরো চারমাস লেগেছে। আমি ফরেক্স সম্পর্কে প্রথম জানতে পারি আমার এক ফ্রেন্ড এর কাছ থেকে তার মাধমেই আমি প্রথম ট্রেড করা শুরু করি।হ্যা আমিও কয়েক জন কে ফরেক্স সম্পর্কে জ্ঞান দিয়েছি তাদের কে কিভাবে ট্রেড করতে হয় নিয়ম কানুন জানিয়েছি এদের মধ্য কয়েক জন এখন ফুল টাইম জব হিসাবে ফরেক্স এ ট্রেড করে আসছে।আমাদের প্রতোক ট্রেডার এর উচিত অন্যদেরকে ফরেক্স সম্পর্কে জানানো।