আমি ফরেক্সে এখনো পরজন্ত রিয়েল ট্রেড করিনি।। ফোরামের বোনাস দিয়েই ট্রেড করি। তাই ফরেক্সে আমি খুব একটা বেশি ইনকাম করতে পারিনি।। এখনো পরজন্ত বোনাস দিয়ে ট্রেড করে আমি ৪৫ ডলার উইথড্র দিয়েছি।। একদিন সরবোচ্চ ১৭ ডলার প্রিফিট করেছি।।
Printable View
আমি ফরেক্সে এখনো পরজন্ত রিয়েল ট্রেড করিনি।। ফোরামের বোনাস দিয়েই ট্রেড করি। তাই ফরেক্সে আমি খুব একটা বেশি ইনকাম করতে পারিনি।। এখনো পরজন্ত বোনাস দিয়ে ট্রেড করে আমি ৪৫ ডলার উইথড্র দিয়েছি।। একদিন সরবোচ্চ ১৭ ডলার প্রিফিট করেছি।।
ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে লাভ করতে পারিনাই তবে চেষ্টা করে যাচ্ছি। ফরেক্স শিখতে সময় লাগে আমাদের কে ধৈর্য ধরে ট্রেড করতে হবে। তাহলে ফরেক্স থেকে আয় করতে পারব।ফরেক্স মার্কেটে যারা ধৈর্য ধরে ট্রেড করতে পারে তাহলে সে প্রপিট করতে পারে।
হ্যা আমি ফোরামের বোনাস দিয়েই ফোরেকস মার্কেটে কাজ করি ইন্ডীয়ান ফোরাম নাইজেরিয়ন ফোরামে কাজ করে প্রথম ফোরেকসে কাজ সুরু করি তা থেকে প্রায় 1400 ডলার ইনকাম করি তা দিয়ে ফোরেকস মার্কেটে ৮ বছর টিকে আছি বলা যায় ফোরেকস ফোরাম আমাদের জন্য নিয়ামত সরুপ কিন্তু যারা এই মার্কেট কে জোয়ার কোট মনে করে তাদের জন্য নয়।
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর ফোরাম থেকে আমি মাত্র ৫০ ডলার নিয়ে ট্রেড করা শুরু করি। ফোরামের এই ৫০ ডলার দিয়ে করার পর আমার লাভ এবং লস করার পর অবশেষে ১০ ডলার থাকে কিন্তু এই ১০ ডলার ও আমি উঠাতে পারি নাই। কারণ এই ১০ ডলার দিয়ে আবার কিছু ভুল ট্রেড করাতে আমার অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যায়।
আমি গত মাসে ফোরাম বোনস এর ৮০ ডলার দিয়ে শুরু করি । এখন ব্যালেন্স ৩১৫ ডলার । আমি আশা করি যে আল্লাহ আমাকে ভাল লাভ দিবেন । রতি মাসেই কিছু কিছু ডলার করে বোনাস পেয়ে থাকি। সেগুলো দিয়ে আমি ট্রেড করি। এবং বোনাস দিয়ে ট্রেড করে প্রফিটও করেছি বেশ কয়েকবার।
হ্যা এই ফোরাম থেকে বোনাস নিয়ে আমি লাভ করেছি । সেই লাভ আমি উইথড্র ও করেছি । তবে একটি বিষয় হচ্ছে যে আপনি যদি একবার আপনার বোনাস নিয়ে লসে পড়ে যান তাহলে এটি রিকভার করা খুবই কষ্ঠসাধ্য ব্যাপার । তাই বোনাস দিয়ে ট্রেড করার পূর্বে সাবধানতা অবলম্ভন করা উচিত বলে আমি মনে করি । ধন্যবাদ ।
ফোরামের বোনাস দিয়ে আমি এখনো ট্রেড করছি তবে নতুন ট্রেডার হওয়াতে প্রত্যশিত লাভ এখনো করতে পারি নি । যার ফলে টাকা উত্তোলন হয়ে উঠেনি । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেট হতে টাকা *উত্তোলন এর ক্ষেত্রে বিশেষ করে ফোরাম বোনাস দিয়ে ট্রেড করার ক্ষেত্রে সতর্ক হয়ে ট্রেড করতে হবে । কেননা এতে বোনাস উত্তোলন করা যায় না শুধু লভ্যংশ উত্তোলন করা যায় ।
আমি বাংলাদেশ ফরেক্স ফোরাম এর ফোরাম পোস্টিং করে বোনাস ডলার পেয়াছি এবং ঐ বোনাস ডলার দিয়ে লাইভ অ্যাকাউন্ট এ ট্রেডিং করেছি । আমি এই ফোরাম পোস্টিং এর ডলার দিয়ে অনেক কয়েকবার লাভ করে সেই লাভের অংশ টুকু উত্তলন করেছি । আমি একদিনে ৭ ডলার পর্যন্ত লাভ করেছি । তবে আপনি এই ফোরাম অ্যাকাউন্ট অনেক লাভ করতে পারবেন সেই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ অনেক দক্ষ হতে হবে ।
মাঝে মাঝে অনেক লস হলে বোনাস জমিয়ে রাখি । তবে আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে অনেকবারই লাভের মুখ দেখতে সক্ষম হয়েছি । অনেকে মনে করে বোনাসের টাকা দিয়ে ট্রেড করলে হয়তো লস হয় বা লস হয়ে থাকে । বোনাস এর একাউন্ট থেকে অবশ্যই প্রফিট করা যায় এবং সেই প্রফিট উত্তোলন করাও যায় । যার প্রমান আমি নিজে ।
ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে অনেকদিন ধরেই আছি । এখানে মাঝে মাঝেই পোস্ট করি। নিজের অভিজ্ঞতা শেয়ার করি। আবার অন্যের পোস্ট দেখে অনেক কিছুই শিখি। এখানে পোস্ট করার ফলে আমি প্রতি মাসেই কিছু কিছু ডলার করে বোনাস পেয়ে থাকি। সেগুলো দিয়ে আমি ট্রেড করি। এবং বোনাস দিয়ে ট্রেড করে প্রফিটও করেছি বেশ কয়েকবার।