-
ফোরামের সুফল অবশ্যই আছে, আমরা অনেক ফরেক্স ট্রেডার আছি যারা ট্রেড করার জন্য টাকা পাই না, আমরা সেক্ষেত্রে ফোরামে কাজ করে বোনাস নিতে পারি। এতে আমাদের অনেক উপকার হবে, ফোরামের কাজ করে যদি লস করি তাহলে আমদের তেমন কোন কিছু মনে হবে না, কারন এটা থো নগত টাকা বিনিয়োগ করে করতাছি না,শুধু আমাদের একটু সময় খরচ হবে,
-
বাংলা ফোরাম সাইটটি যারা নতুন তাদের জন্য অনেক অবদান রেখেছে।ামাদের নিজদের ভিতর ট্রেডিং নিয়ে আলোচনা করতে পারি।নতুন কোন ট্রেডিং কৌশল আমরা সাবার সাথে শেয়ার করতে পারি।সবার সাথে আমরা বন্ধুত্বপুর্ন সম্পর্ক বজায় রাখতে পারি।
-
ফোরামের মাধ্যমে অবশ্যই অনেক বেশি সুফল পাচ্ছি । যার কারণে আমি ফোরামকে বলে থাকি যে এটা হল ফরেক্সে তথ্য ভান্ডার বা ফরেক্স উইকিপিডিয়া । আর ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে অবশ্যই বেশি করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে অন্যথায় এর কোন বিকল্প নেই । আর নিজেকে প্রস্তুত করার সর্বোত্তম জিনিসগুলো আমরা এই ফোরামের মাধ্যমেই পাচ্ছি মুলত ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো আমরা যারা ফোরামে কাজ করি তারা ফোরাম থেকে অনেক উপকৃত হচ্ছি এবং ফোরাম থেকে সুফল ভোগ করছি। আমরা ফোরামে আমাদের মন্তব্যগুলো করে ফরেক্স সম্মন্ধে আমাদের না জানা বিষয়গুলো জানতে পারছি, জানতে পারছি।এছারা ফোরামের বোনাস দিয়ে আমরা ফরেক্সে ট্রেড করার সুযোগ পাচ্ছি।
-
অনেকে আছে যারা টাকার অভাবে ফরেক্স এ ট্রেড করতে পারে না। কিন্তু ফোরাম এ পোষ্ট করে তারা যে ডলার পাবে তা দিয়ে তারা ফরেক্স এ ট্রেড করতে পারে আর যে টা লাভ করবে তা তুলে নিতে পারবে। ইনস্টা ফরেক্স এর এই উওদ্যোগ টা অনেক ভাল আর এই কারনে অনেক লোক ফরেক্স এ কাজ করার সুজক পাই।
-
আপনি ঠিক কথায় বলেছেন। আমরা ফরেক্স ফোরাম থেকে অনেক সুফল পেয়ে থাকি। যেমন: ফরেক্স ফোরাম থেকে ফরেক্স এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি যা আগে কখনও জানতাম না। ফরেক্স ফোরাম এর বোনাস দিয়ে ট্রেড করে নিজেকে দক্ষ ট্রেডার তৈরি করার সুযোগ পাচ্ছি। আবার যদি আমি ট্রেড করে প্রফিট করতে পারি তাহলে সাথে সাথে তা উঠিয়ে নিতে পারছি। সর্বপরি ফরেক্স ফোরাম থেকে আমরা সবাই কোন না কোন ভাবে উপকৃত হচ্ছিই।
-
আমি মন থেকেই বলছি বাংলাদেশ ফরেক্স ফোরামের সুফল অনেক,এই ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারি,এই ফোরামের প্রতি পোস্টের জন্য ২০ সেন্ট করে পাওয়া যায়, সেই বোনাস দিয়ে আমরা লাইভ একাউন্টএ ট্রেড করে যা প্রফিট করতে পারি তা আমরা ফরেক্স মার্কেট থেকে উঠাতে পারি।
-
ফোরামের সুফল বলে শেষ করা যাবে না এটা বলছি এ কারনে যে আমরা ফোরাম থেকে ষনেক উপকার পাচ্ছি।এখানে একজন আরেকজনের সাথে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছি,আমরা যা বোনাস বোনাস পাচ্ছি তা দিয়ে রিয়াল ট্রেডে অভিজ্ঞ হচ্ছি।
-
ফোরমা পোস্ট করে আমার অনেক উপকার হয়েছে। কিছু বিষয় আমি নতুন জেনেছি। মার্জিন কল। আরকে টা বিষয় যে কত ডলার একাউন্ট থেকে তোলা যাবে। একাউন্ট এ ডলার শূধু উত্তোলন করলেই হবে না। আমদের দেখে নিতে আমরা কত তুলতে পারব।
-
ফরেক্স ফোরাম এর অনেক উপকারিতা আছে। আমরা আমাদের মনের ভিতর অনেক প্রশ্ন আছে সেগুলো ফোরাম এ তুলে ধরে জানতে পারছি। যা নিজে নিজে জানা সম্ভব হত না। কিন্তু এই ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমরা আমাদের যে জিনিস জানা প্রয়োজন সেটা জানতে পারছি।