-
ফরেক্স এ কাজ করার সময় মাথা গরম হয়ই ঠিক কিন্তু পড়ে তা আবার ঠাণ্ডা করে নি এই বলে যে যদি ব্যবসা করতাম তাহলে হয়ত আরও বেশি লস হতে পারত । কিন্তু তা তো হয় নি এখন লস হল তাতে কি পড়ে আবার লোভ চলে আসবে । আমি একজন ফরেক্সার হিসেবে মনে করি লস হলে ও মাথা ঠাণ্ডা রাখতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্সে সফলতার সাথে ব্যবসা করতে হলে অবশ্যই সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। অনেক সময় একটু লস করলে আমরা উত্তেজিত হয়ে সেই লস উঠাতে আমরা ভুল ট্রেড করে আরও বেশি লস করি তাই* আমাদের সবারই উচিৎ একটু ভেবেচিন্তে ট্রেড করা। আপনাদের মন্তব্য কি?
-
আপনি একদম ঠিক কথা বলেছেন । লসে পড়লে আমরা তড়িঘড়ি করে লস রিকভার করার জন্য আবার এন্ট্রি নেই এবং আরোা লসে পড়ি। তাই আমাদের উচিৎ ঘন ঘন এন্ট্রি না নিয়ে অপেক্ষা করে কমকরে হলেও ১০০ পিপস পড়ে এন্ট্রি নেয়াা। অথাৎ মাথা ঠান্ডা রাখতে হবে।
-
আমি আপনার কথার সাথে একমত, ফরেক্স ব্যবসা করে সফল হতে চাইলে মাথা থান্ডা রাখা খুব জরুরি, তাই আমার মনে হয় মাথা থান্ডা রাখার জন্য সবার আগে ফরেক্স মার্কেটে ট্রেড করার সঠিক পথ জানা, তাই আমাদের সবারই উচিত বাস্তব ট্রেড শুরু করার আগে প্রচুর অনুশিলন করা, তাই আমরা বেশি বেশি ডেমো ট্রেড করে মনের ভিতরে থাকা লোভ তাড়াই, কারন ফরেক্স এ মাথা থান্ডা করে ট্রেড করতে হলে, সবার আগে লোভ থেকে দূরে থাকা চায়।
-
মাথা অবশ্যিই ঠান্ডা রাখতে হবে । কেননা আমরা নিজেদের টাকায় এখানে ট্রেড করি । যদি নিজেকে অস্থির করে তুলি এবং মাথা গরম করে ট্রেড করি তবে অবশ্যই সে ট্রেডে ভালো করার চাইতে বরং খারাপের সম্ভাবনা বেশি থাকে । তাই এ বিষয়টা মাথায় রাখতে হবে যে যত বেশি ঠান্ডা মাথা ও কোলাহল মুক্ত পরিবেশে ট্রেড করার চেষ্টা করতে হবে ।
-
একবার ন ভুল করে ট্রেড দিয়ে লস হলে তখন মাথা গরম করে সেই লস উঠানোর জন্য তড়াহুড়া করে আবার ভুল ট্রেড দিয়ে লসের পরিমান বড়ানো উচিত নয় । মাথা ঠান্ডা রাখতে হবে ।
-
ফরেক্স ট্রেডে আসার আগে সবার জানা প্রয়োজন হয় এই ব্যবসায় কেমন। কারন এখানে লাভ-লস সুনিশ্চিত নয়। তাই ফরেক্স জেনে ট্রেড কারা উচিত যাতে ট্রেড করে লস হলে হতাশ না হই। ফরেক্সে লস ব্যবসায়ের অংশ ভেবে লস কিভাবে কমানো যায় এবং পরবর্তী ট্রেড গুলোতে কিভাবে সফল হওয়া যায় তার পরিকল্পনা করা উচিত। এখানে টিকে থাকার জন্য প্রয়োজন দক্ষ ট্রেডিং কৌশল ও ধৈর্য নিয়ে ট্রেড করা।
-
ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে সব সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে যারা সেন্টিমেন গরম করে ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেনা। কারন তারা বড় ভলিউমে ট্রেড করে রস করে পেলে এক সময় তার একাউন্ট জিরো করে পেলে।
-
অবশ্যই সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে।ট্রেডিং এর ক্ষেত্রে অনেকটুকুই ফলপ্রসু..কারণ মার্কেট যতটা মভে করতে থাকে ত্রাদের দের ডিসিশন ও ক্ষণে ক্ষণে চেঞ্জ চেঞ্জ হতে থাকে.তাই মার্কেট চেঞ্জ হলেও আপনার ডিসিশন যাতে মাথা ঠান্ডা রেখে চেঞ্জ করা হয় সেইটা খেয়াল রাখতে হবে.তাই মাথা ঠান্ডা রাখাটা অনেক জরুরি.
-
যে কোন কাজে সফল পেতে হলে আপনাকে অবশ্যয় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে অবশ্যয় আপনাকে মাথা ঠাণ্ডা এবং ধৈর্য ধারন করতে হবে। মানুষ তখনই বেশি ভূল করে থাকে যখন সে উত্তেজিত অবস্থায় থাকে । আর উত্তেজনামুলক কাজ কখনও ভাল হয় না। তাই আমি বলব মাথা ঠাণ্ডা রেখে ধৈর্য ধারন করে কাজ করুন, দেখবেন আপনি সফলতা পাবেন।