-
সত্যিই ফরেক্স আন্তর্জাতিক মানের একটি বিশাল বড় মার্কেট। এই মার্কেটে প্রতিদিন মুদ্রা আদান প্রদান করা হয় প্রায় ৫ট্রিলিয়ন ডলারের মত। ফরেক্স মার্কেটের সাথে জড়িত আছে বিশ্বের সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো। আর আমরা এই মার্কেটে শুধুমাত্র ব্রোকারের মাধ্যমে অল্প পরিমাণ ইনভেষ্ট করে এই মার্কেট হতে ছোটখাটো প্রফিট অর্জন করে থাকি। তাই আমার মতে ফরেক্স একটি অত্যন্ত কঠিন ব্যবসা এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই অনেক বেশি জ্ঞান ও দক্ষতা অর্জন করে নিজের মধ্যে আয়ত্ব করতে হবে। এজন্য দীর্ঘদিন নিয়মিত ডেমো অনুশীলন করুন এবং ট্রেডিং সম্পর্কে কৌশল জ্ঞান অর্জনের চেষ্টা করুন তারপর ট্রেড করুন।
-
ফরেক্স যেহেতু সারা বিশ্বের অন্যতম এবং সর্বো বৃহৎ ব্যাবসায়িক মার্কেট প্লেস তাই আমরা সবাই এখানে একই সাথে ট্রেড করার সুযোগ পেয়েছি৷এখানে আমাদের মতো বিশাল জনগোষ্ঠীর জন্য এক বিশাল ইনকাম সোর্স রয়েছে৷বেকারত্ব দূর করে আর্থিক স্বচ্ছলতা আনার ব্যাপক সুযোগ আছে৷
-
এটা একদম সত্য কথা যে ফরেক্স বাজারে ট্রেড করা যে কত বিশাল ব্যপার এটা আমরা সহজে অনুধাবণ করতে পারি না। বর্তমানে ফরেক্স বাজার হলো পৃথিবীর সর্ববৃহত অর্থ লেনদেনের বাজার আর এই বাজারে সবচেয়ে বেশি অর্থ লেনদেন হয়ে থাকে। এটা যখন আমি ভাবি যে আমি এই বাজারে ট্রেড করি তখন আমার কাছে খুব ভাল লাগে আর আমি নিজেকে অন্যদেশের বড় ট্রেডারদের সাথে তুলনা করতে পারি।
-
হ্যা ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করা বা ব্যবসা করা এটা আমাদের মত রিটেইল ট্রেডারদের একটা সৌভাগ্যের বিষয়। কারন এটা আর অন্য সকল প্রকার বিজনেজ থেকে অনেক আলাদা ও অভিন্ন বলতে পারেন। এবং মার্কেটাও অনেক বড় রকমের। আপনি শেয়ার মার্কেটকে খুব সহজে বুঝতে পারবেন কিন্তু কারেন্সি মার্কেট বোঝা অনেক কঠিণ একটা ব্যাপার। কারন এখানে খুব অল্প সময়ের ব্যবধানে মার্কেটের আপ ডাউন হয়ে থাকে, এবং বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা বিনিময়ের বাজার হলো ফরেক্স, এখানে গড়ে নাহলেও প্রতিদিন শুনেছি ৪ থেকে ৫ ট্রিলিওন এরও অধিক লেনদেন হয়ে থাকে।
-
আমি বলবো আসলে ফরেক্স মার্কেটে যে কি বিশাল বেপার সেটা ফরেক্স মার্কেটে প্রবেশ না করলে বুযা যাবে না। ফরেক্স একটি বিশ্ব ব্যাপি ব্যবসা। আমারা যারা ফরেক্স মার্কেটে একেবারে নতুন তারা হয়ত ভাপ্তে পারি যে ফরেক্স মার্কেট খুব একটা কিছু না কিন্তু ফরেক্স মার্কেট আসলে একটি বিষাল বেপার। জারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জানে তারা হয়ত বলতে পারবে যে ফরেক্স মার্কেট একটি মহাসগরের মত অনেক বড়।আর এই মার্কেটে পরিশ্রম করলে টাকার কোন অভাব নেই।
-
আসলে এটা আমাদের জন্য সৌভাগ্যর বিষয় যে আমরা নিজেদেরকে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে একজন অান্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে প্রতিষ্টিত করতে পারি । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের বেশিরভাগই হল ক্ষুধে ট্রেডার । অার অামরা একই প্লাটফ্রমে ট্রেড করছি অনেক বড় বড় মিলিনিয়ার বিলোনিয়ার ট্রেডারদের সাথে । এছাড়া আমাদের সাথে একই প্লাটফ্রমে ট্রেড করে বিশ্বের নামি দামি বিখ্যাত ব্যাংক ও বহুজাতিক কোম্পানিগুলো ।
-
আমার জানা মতে, ফরেক্স মার্কেট যে কত বিশাল ব্যপার সেইটা হয়তো আমরা এখনো বুঝে উঠতে পারি নাই।কাজ করতে করতে হয়ত বুঝতে পারব । অনেক বড় বড় অংকের টাকা নিয়ে এখানে যেমন কাজ করে আবের আমরা ক্ষুদে ব্যবসায়ীরা ও কাজ করি । আমার/ আপনার মতো একজন খুদে ট্রেডার ও আছে সেইটা ও তো একটা বিশাল ব্যপার ভাবতে ও বেশ ভাল লাগার কথা ।
-
ফরেক্স মার্কেট যে কত বিশাল ব্যপার সেইটা হয়তো আমরা এখনো বুঝে উঠতে পারি নাই। কাজ করতে করতে হয়ত বুঝতে পারব । অনেক বড় বড় অংকের টাকা নিয়ে এখানে যেমন অনেকে কাজ করে, সেখানে আমরা ক্ষুদে ব্যবসায়ীরা ও কাজ করি । আমার মতো একজন ক্ষুদে ট্রেডারও ফরেক্স মার্কেটে আছে তা যেমন একটা বিশাল ব্যপার। একথা ভাবতে ও বেশ ভাল লাগে।
-
খুব সত্য কথা বলতে গেলে, আপনি যখন দেখেন যে কেউ কেবলমাত্র বোনাস মূলধন দ্বারা বড় লাভ করছে it এছাড়াও আমি কেবল ফোরামের সদস্যকেই দেখেছি যিনি তার রূপান্তরকে 10 ডলারে 200 ডলার রূপান্তরিত করার বিষয়ে থ্রেড তৈরি করেছিলেন এবং তিনি এটি থেকে কিছু অর্থ প্রত্যাহার করেছিলেন। এই ধরনের থ্রেডগুলি আপনাকে আরও বেশি পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করে।
-
ফরেক্স ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠিটি আগ্রহ নিয়ে শুরু হচ্ছে। আমাদের আগ্রহের জন্য ফরেক্স ট্রেডিং সম্পর্কিত তথ্য এবং জ্ঞান এবং তথ্য অনুসন্ধান শুরু হবে। ফরেক্স ট্রেডিং সম্পর্কিত জ্ঞানটি বেশ ভাল ছিল, তারপরে অবিচ্ছিন্ন এবং অনির্দিষ্ট প্রশিক্ষণ একেবারে প্রয়োজনীয়। এবং অবিচ্ছিন্ন প্রশিক্ষণ ইতিমধ্যে বিদ্যমান তারপর সংবেদনশীল প্রশিক্ষণ পরবর্তী পর্যায়ে। সুতরাং অবিচ্ছিন্ন প্রচেষ্টা না থাকলে একা জ্ঞানই যথেষ্ট নয়।