-
ফরেক্স মার্কেটে অর্থ ব্যবস্তাপনা করা অনেক পদ্ধতি আছে। আর এই ব্যবস্থাপনা যদি আপনি ভাল করে করতে না পারেন তবে আপনার ফররেক্স মার্কেটে টড়েড করে খুব একটা সুবিধা করতে পারবেন বলে আমি মনে করি না। তাই মানি মেনেজমেন্ট করাটা খুব করে ধরকার বলে আমার ধারনা। আমি তাই করে থাকি।
-
ধন্যবাদ এই তথ্য টি দেবার জন্য। সবারই একটি বিজনেজ পদ্দতি থাকে। খুব ভাল হই অন্যদে ফলো করেলে তারা কেমন করে বিজনেস করছে। অনেকজনের টা নিয়ে নিজের এজটি পদ্দতি তৈরী করা উচিত।
-
যেকোনো ব্যবসা করতে গেলেই মূলধন লাগে। এবং ব্যবসা করতে গেলে অবশ্যই সেই মূলধনের সঠিক ব্যবস্থাপনা করা লাগে। মূলধনের যদি সঠিক ব্যবস্থাপনা না করা যায় তাহলে ব্যবসায়ে ভালো করা যায় না। ঠিক তেমনি ফরেক্সেও মূলধনের সঠিক ব্যবস্থাপনা করা লাগে।
-
ফরেক্স মার্কেট এ যদি কোন ফরেক্স ট্রেডার মানি ম্যানেজমেন্ট অনু সরন না করে তাতাহে সে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবেনা,তাই যদি আমরা যা ডিপোজিট করি তা থেকে ১০% রিস্ক নিয়ে ফরেক্স মারকেট এটট্রেডিং করাকে আমরা মানি ম্যানেজমেন্ট বলে থাকি,তাই ভাল প্রফিট করা যায়।
-
আপনার এ পোষ্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানতে পারলাম । যেগুলো আগে হয়তো আমরা অনেকেই জানতাম না । এইরকম পোষ্টগুলো যদি নিয়মিত পেতাম তাহলে খুব ভালো হতো । কেননা এই ধরনের পোষ্ট গুলোতে অনেক ফরেক্স রিলেটেড তথ্য থাকে ।আশা করি ভবিষ্যতে এই রকম আরো পোষ্ট পাবো ।
-
প্রতমেই আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।এরকম তথ্য আমাদের মত নতুন ট্রেডারদের জন্য খুবই উপকারে আসবে । আসলেই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অর্থ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ । অধিকাংশ ট্রেডাররাই মার্কেটে লস করে অর্থ ব্যবস্থাপনা না করার কারনে ।
-
অর্থ বেবস্থা বা মানি ম্যানেজমেন্ট করা বা মেনে চলা আমাদের অনেক উচিত, সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করা ছাড়া আমাদের সফল হব উচিত নয়. সথিম মানি ম্যানেজমেন্ট ফল করে আমাদেরকে যেকোনো ট্রেডিং করা উচিত, লিভারেজ বুঝে শুনে নিতে হবে, বেশি রিস্ক নিয়ে বড় লত ওপেন করা যাবে না, এবং প্রতিটি ট্রেড এ স্টপ লস বেবহার করতে হবে.
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ যে বিষয়টা সবথেকে আগে শিখতে হয় সেটি হল মূলধন ব্যবস্থাপনা । কারন আপনি যদি আপনার টাকার সঠিক ব্যবস্থাপনা না করতে পারেন আপনি কিছুতেই সফল হতে পারবেন না ্। আপনি যত এনালাইসিস করেন না কেন কোন লাভ নেই । সব সময় দেখবেন ধরা খাচ্ছেন । তাই সবার আগে প্রয়োজন মূলধন ব্যবস্থাপনা ।
-
আপনার এতো ভালো পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমি মনে করি আপনি যে পোস্টি করেছেন সেটা ভালোভাবে পড়লে এবং বুঝার চেষ্টা করলে ফরেক্সে অনেক উপকারে আসবে।আপনার মতো এমন ভালো অভিজ্ঞ পোস্টের জন্য আমরা ফোরামে মুখিয়ে থাকি। আশা করি সর্বোচ্চ ভালো কাজে আপনার পোস্টের অভিজ্ঞতা কাজে লাগে।
-
আমি সবার সাথে একমত।ফরেক্স মার্কেটে ট্রেড করার মূল পদক্ষেপ হলো অর্থ ব্যবস্থাপনা করা বা মানি ম্যানেজমেন্ট করা।