হ্যাঁ ফরেক্স মার্কেট সব ধরনের লোকেই করতে পারবে তবে একটু সময় দিতে হবে । যারা চাকুরী করেন অথবা অন্য কোন কাজের সাথে জরিত তা পার্টটাইম হিসাবে এখানে কাজ করতে পারেন
Printable View
হ্যাঁ ফরেক্স মার্কেট সব ধরনের লোকেই করতে পারবে তবে একটু সময় দিতে হবে । যারা চাকুরী করেন অথবা অন্য কোন কাজের সাথে জরিত তা পার্টটাইম হিসাবে এখানে কাজ করতে পারেন
ফরেক্স অবসশই সব পেশার লোক করতে পারে।ফরেক্স সম্পরকে সকল ধারনার সাথে যে কোন পেশার পাশাপাশি ট্রেড করা সম্ভব তবে ফরেক্স সম্পরকে পরজাপ্ত জ্ঞান থাকা আবশ্যক।
হুম ফরেক্স যে কেহ বা যে কোনো পেশার লোকেই করতে পারেন । তবে সেজন্য তার প্রবল ইচ্ছা শক্তি থাকা দরকার । তাছাড়া তার ইরেজির উপর দক্ষতা থাকা আবশ্যক । কেননা তিনি যদি ইংরেজির উপর দক্ষতা না রাখেন তাহলে তিনি অনেক কিছুই বুঝতে পারবেন না ।
এটা সত্য যে ফরেক্স এমন একটা ব্যাবসা যেখানে আপনার পড়ালেখা কিংবা টাকা পয়সার মাপকাঠি বিচার করা হয় না।আপনি ভালো ট্রেড পারেন এবং বাজার বিশ্লেষণে আপনার ভালো দক্ষতা আছে তাহলেই আপনি এই মার্কেটে অনেক ভালো টাকা আয় করতে পারবেন।এখানে আপনি নিজেই নিজের বস এবং চেস্টা ও ইচ্ছাশক্তির বলে আপনি কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছাড়াই আপনি ফরেক্সের মতো অনেক প্রফিটেবল একটা ব্যাবসা করতে পারবেন। আপনি যে কোন জায়গা হতে অনলাইনে ফরেক্স ট্রেড করতে পারবেন ।
একই পথ অনুসরন করে অধিকাংশ লোকই জীবনে ব্যর্থ হয় । অর্থাৎ একটি ডাউনট্রেন্ড মার্কেটে লম্বা একটি সেল ক্যান্ডেলের পরে একটি (ডযি- ঐ সব ক্যান্ডেলকে বলা হয় যে সব ক্যান্ডেল এর সামান্য বডি বা কোন বডি থাকবে না অথবা লং বা শর্ট আপার বা ..ফরেক্স কি, শিখতে কোথায় যাব? কতদিন লাগবে? কত টাকা আয়ের গ্যারান্টি? কত ইনভেস্ট করতে হয়? ইনভেস্ট ছাড়া কি ট্রেড করা সম্ভব? প্রফেশন হিসেবে কেমন, সবাই কি পারবে? বিষয়টা আসলে শেয়ার করছি অনেকজানার ভেতর সামান্য অজানার তাগিতে, বেশ কদিন ধরে একটা প্রশ্ন ফেইস করছি অনেকে ফরেক্স, ফরেক্স শব্দটা শুনতে শুনতে বিরক্ত, যে ফরেক্স শিখতে কোথায় যাব?
তাই ভালো ফরেক্স ট্রেডার হতে আগে ভাল করে ডেমো ট্রেড করতে হবে যখন দেখবেন আপনি বুঝতেছেন , পারতেছেন , আপনার লাভ হচ্ছে , আপনার দ্বারা সম্ভব এবং নিয়মিত সফলতা পেলে তখন আপনি রিয়েল ট্রেড শুরু করুন । ভাল ব্রকার চিনার উপায় হলো দেখতে হবে ব্রকার হাউজটি রেগুলেটেড কি না রেগুলেটেড হলে সেটি ভালো ব্রকার তারপর দেখবেন আপনার একাউন্ট ভেরিফাই করতে বলে কি না যদি ভেরিফাই করতে বলে .রেগুলেটেড হলে সেটি অবশ্যই ভালো ব্রকার এবং তারা আপনার সাথে হেরফের করতে পারবে না। . ফলে এটি যে কোন পেশার লোকই করতে পারে। এছারাও আছে ক্রস কারেন্সি আসলে সেন্ট্রাল কারেন্সি ছারা যা আছে সব কিছুই ক্রস কারেন্সি এগুলো ততোটা জনপ্রিয় না এবং এগুলো নিয়ে ট্রেড না করাই ভাল:woo::dance:
আমি দেখি ফরেক্স করে অনেকেই স্বাবলম্বী হয়েছে,অনেকে হচ্ছে, আবার অনেকে হবে। শুধু একটু সময়ের ব্যপার মাত্র। আমরা যদি একটু বুঝে শুনে ফরেক্স করি তাহলে হয়তো আমাদের কে খুব বেশি দুশ্চিন্তা গ্রস্ত হতে হবে না। ফরেক্স বুঝতে হলে মুটা মুটি শিক্ষিত হওয়া আসলে জরুরি । নচেৎ শিখতে হয় সময় বেশি লাগবে কিংবা বুঝতে সময় লাগবে। তবে যে কোন পেশার লোক ই এই ট্রেড করতে পারবে।
ফরেক্স আসলে সব পেষার লোক করতে পারে । সুদু করলে হবে না । ভাল ভাবে সিখে করতে হবে । আপনি যদি ভাল ভাবে শিখে করতে না পারেন তাহলে লস হবার সম্ভাবনা বেশি । তাই আগে ডেমো ট্রেড করেন তারপর শুরু করেন ফরেক্স বিজনেস ।
চাকুরিজীরা , ছাত্ররা , এ ছাড়াও অন্য যে কোন লোক ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ভাবে জেনে অল্প দিনের মধ্যে টাকা ইনকাম শুরু করতে পারে । ফরেক্স মার্কেট শিখতে হলে প্রথমে ফান্দামেন্তাল আনাল্যসিস ও পরে টেকনিক্যাল আনাল্যসিস জেনে তারপর ফরেক্স মার্কেট এ আসলে আপনি লাভাবন হতে পারবেন ।
হ্যাঁ ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করে আয় করতে পারে।ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক একটি মার্কেট।ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন যোগ্যতার দরকার হয় না।শুধু ফরেক্স মার্কেট সম্পর্কে জানলেই হবে।আপনি যদি চাকুরীজীবী বা অন্যকোনো পেষার লোক হন কোন সমস্যা নাই।আপনি আপনার বাকি কাজ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।আমি একজন ছাত্র আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।