ফরেক্স ট্রেডিং এর সাথে যারা র্র্দী্ঘ দিন জরিত তারাই সফল হয়েছে। অল্প অভিগতা অল্প নিয়ে ট্রেডিং এ আসলে সফল হওয়া যাবেনা। ফরেক্স মার্কেটে শতকরা ৯৫% ট্রেডার লুজার এটা জানবেন যদি ফরেক্স ট্রেডিং সামারি থেকে জানাযাবে।
Printable View
ফরেক্স ট্রেডিং এর সাথে যারা র্র্দী্ঘ দিন জরিত তারাই সফল হয়েছে। অল্প অভিগতা অল্প নিয়ে ট্রেডিং এ আসলে সফল হওয়া যাবেনা। ফরেক্স মার্কেটে শতকরা ৯৫% ট্রেডার লুজার এটা জানবেন যদি ফরেক্স ট্রেডিং সামারি থেকে জানাযাবে।
ফরেক্সে যারা ভালভাবে কাজ শিখে এবং অভিজ্ঞতা অর্জন করে আসে তারাই একমাত্র ভাল অবস্থানে থাকে আর ভালভাবে কাজ না শিকে ফরেক্স ব্যবসা শূরু করলে শুধু লস আর লস দিতে হবে পরে ফরেক্স মার্কেট থেকেই আউট হয়ে যেতে হবে তাই আমাদেরকে সতর্কবস্থায় ট্রেড করতে হবে ।
ফরেক্স মার্কেট এ যারা ভাল অবস্থান নিতে সক্ষম হইয়েছে তারা হেলে দুলে এই অবস্থান এ আসে নি। তাদের কে সফলতা এমনি এমনি এসে ধরা দেয়নি। এর পেছনে রইয়েছে অনেক শ্রম, অনেক সাধনা। ফরেক্স হচ্ছে সাধনার জিনিস। যা এমনি এমনি পাওয়া যায় না। আজকের সফল ট্রেডারগন তারাও প্রথম প্রথম আমাদের মতই ছিলো। কিন্তু বিফল হয়নি।
ফরেক্স মার্কেটে কাজ করে দীর্ঘ দিন ধরে ট্রেড করছেন তারা ফরেক্স মার্কেটে ভাল অবস্হানে আছে। আর সেটা দিনে এই অবস্হান তৈরি হয়না অনেক কিছু জানার পর ফরেক্স মার্কেটে নিজের অবস্হান তৈরি করে। ফরেক্স করার পাশাপাশি অন্য কাজ করা যায়।
জীবনে সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নাই। এই একই কথা ফরেক্স মার্কেটের ক্ষেত্রে ও প্রযোয্য, আমি মনে করি এ মার্কেটে কাজ করে অনেকে ভাল অবস্থানে যেতে হলে অনেক পরিশ্রম করতে হবে।
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অনেক শ্রম দিতে হবে । ফরেক্স মার্কেটে যারা আজকের এই অবস্থানেই রয়েছে তারা সবাই কয়েকে কষ্ট এর বিনিময়েই ভাল মানের ট্রেডার হতে পেরেছে । অথাৎ দক্ষতা অর্জন করতে হলে আপনাকে মার্কেটকে সময় দিতে হবে । আর এভাবেই হয়ে ওঠবেন একজন ট্রেডার ।
ফরেক্স কাজ যারাই ভালোভাবে করতে পারি তারাই আজ ভালো অবস্থানে অাছে । আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করতে পারব । অার বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করতে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব । অতএব আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলৈই অামরা লাভবান হতে পারব ।
স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি প্রত্যেকটা সফলতার পেছনে অনেক শ্রম অনেক ত্যাগ থাকে । সবাই শুধু সফলতাটুকু দেখে কিন্তু এই সফলতা অর্জনের জন্য যে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে তার কোন হিসাব নেই কারো কাছে ।আর এটাই বাস্তবতা ।
আমার মনে হয় ফরেক্স মার্কেট যে শিখতে চায় তাকেই অনেক শ্রম এবং অনেক সময় দিতে হয় ফরেক্স মার্কেটকে।আর যারাই ফরেক্স মার্কেটে বেশি সময় দিবে তারাই একদিন ভাল পজিশনে যাবে। আশা করি আমরা যারা ফরেক্স করি সবাই একদিন ভাল করব ইনশাল্লাহ।
আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ফরেক্সে ট্রেড করে আমি অনেক বেশি উন্নতি করতে পেরেছি সেটা বললে খানিকটা ভূল বলা হবে তবে এটি ঠিক যে কিছুটা হলেও আমি আমার অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তন করতে পেরেছি আর আমি মনে করি এটি আমি করতে পেরেছি কারন আমি সব সময় ট্রেডিং কৌশল এবং দক্ষতার সংমিশ্রনে ট্রেড করার চেষ্টা করেছি।