আমার মনে হয় ফরেক্সের মুল ট্রেড হচ্ছেই লংটাইম ট্রেড । লং ট্রেডিংয়ে লসের ঝুকি অনেক কম থাকে। তবে লং ট্রেডের জন্য ভালো মানের ব্যালেন্স ও ভালো মানি ম্যনেজমেন্ত করে ট্রেড দিতে হবে । সেই সাথে ইকনমিক্যাল নিউজগুলোতে নিয়মিত নজর রাখতে হবে ।
Printable View
আমার মনে হয় ফরেক্সের মুল ট্রেড হচ্ছেই লংটাইম ট্রেড । লং ট্রেডিংয়ে লসের ঝুকি অনেক কম থাকে। তবে লং ট্রেডের জন্য ভালো মানের ব্যালেন্স ও ভালো মানি ম্যনেজমেন্ত করে ট্রেড দিতে হবে । সেই সাথে ইকনমিক্যাল নিউজগুলোতে নিয়মিত নজর রাখতে হবে ।
আসলে এটা নির্ভর করে আপনার নিজের উপর। আপনি কোন ধরনের ট্রেড করতে চান। তবে আপনি যদি লং টাইমে ট্রেড করতে চান তাহলে আপনাকে সেভাবেই এ্যানালাইসিস করতে হবে। বিশেষ করে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস। কারন- শট টাইম ট্রেডের জন্য আপনাকে টেকনিক্যান এ্যানালাইসিস বেশি করতে হয়। আর লংটাইম ট্রেড নির্ভরই করে কোন দেশের ফান্ডামেন্টের উপর। কারন অর্থনৈতিক খবরগুলোই বেশি প্রভাব ফেলে মার্কেটের উপর।
অবশ্যই লং ট্রেডে ঝুকি কম লাভ বেশি। আমরা ইনভেষ্ট করেই যদি সাথে সাথে লাভ নিতে চাই তাহলে তো হবে না। তবে লং ট্রেড করতে চাইলে ব্যালেন্স বেশি থাকা জরুরী।
ব্যবসা করতে হলে লাভ লস এবং ঝুকি এই তিনটা শব্দ সবার অনেকেরই জানা। কথায় আছে নো রিক্স নো গেইন। তাই ফরেক্স মার্কেট করতে হলে একজন ট্রেডারকে ঝুকি নিতেই হবে। তবে একাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে লংগ ট্রেড করা জায়।
হ্যা ভাই আপনি যা বলেছেন তা ঠিক আছে ।লং টাইমে যেমন অনেকটা লাভ আছে ঠিক অনেকটা লস ও হতে পারে। এর জন্য ফরেক্স এ লাইনে থাকতে হবে। কারন যে কোন সময় আবার মার্কেট ঘুড়তে পারে। লং টাইমে ও ফরেক্স করাটা ভাল । লং টাইমে ফরেক্স করতে হলে অনেক ব্যালেন্স থাকতে হবে। তাহলে একাউন্ট জিরো হবার সম্ভাবনা কম থাকে।
ফরেক্স মার্কেটে আমরা লং।ট্রেডিং করতে পারি এতে অনেক ঝুকি কম তাই আমাদের লং ট্রেডিং করার প্রক্টিস করতে হবে যাতে ফরেক্স মার্কেট থেকে কিছু ইনকাম করতে পারি ফরেক্স মার্কেট থেকে যদি ভাল ইনকাম করতে পারি তাহলে আমাদের দেশের মাঝে অনেক বৈদেশিক মুদ্রা আসবে তাতে আমাদের দেশ উন্নতি করবে।
লং ট্রাম ট্রেডকেই আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি । কারণ লং ট্রাম ট্রেড করার মাধ্যমেই মুলত আমরা ট্রেডিং এর বিভিন্ন গতি পরিবর্তন পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারি িএবং সেখান থেকে নিজেদের দুর্বল দিকগুলো বের করতে পারি এবং বিশ্লেষন করতে পারি মার্কেটের প্রকৃত অবস্থা । তাই আমি সর্বদা এই ধরনের ট্রেডকে বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি । ফরেক্সে এ ধরনের ট্রেডের অনেক গুরুত্ব রয়েছে ।
যারা মার্কেটে নতুন আমি মনে করি যে তাদের জন্য লং টাইম ফ্রেমের ট্রেডে ঝুকি অনেক বেশি থাকে।কারন তারা মানি ম্যনেজ ম্যন্ট সম্পর্কে কম বোঝে।তাই যদি লং টাইমের ট্রেড করে তাহলে ট্রেড যদি বিপরিতে চলে যায় তখন একাউন্ট ০ হবার সম্ভনা অনেক বেশি থাকে।তাই বিগিনারদের শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা উচিত কম লটে।যখন আমরা আস্তে আস্তে মার্কেট সম্পর্কে দক্ষ হব তখন লং টাইমে ট্রেড করতে পারব।
আপনি কোন টাইম ফ্রেম থেকে কি পরিমান লাভ বা লস করবেন তা আপনার দক্ষতা উপর নির্ভর করবে।কেউ কেউ শর্ট টাইম ফ্রেমের ট্রেড পছন্দ করে আবার কেউ কেউ লং টাইম ফ্রেমের ট্রেদ পছন্দ করে।তবে বিগিনারদের জন্য উচিত শর্ট টাইমের ট্রেড ওপেন করা কারন এতে ঝুকি অনেক কম মনে হয়।১ ঘন্টা বা ৩০ মিনিটের টাইম্ফ্রেম দেখে মার্কেট ঠিকমত এনালাইসিস করে ট্রেদ করতে পারলে প্রফিট করা সম্ভব বলে মনি করি।
হে ভাই ফরেক্স মার্কেটে জদিও অতুন তবও এখন পর্যন্ত বড় টাইম ফ্রেমে লং ট্রেড করা অনেক কম ঝুকিপুরন প্রফেসনাল ফরেক্স ট্রেডার গন মুলত বড় টাইম ফ্রেম এর উপরেই বেশি নির্ভর করে থাকে