-
ফরেক্স ব্যবসা আমার মতে সব চাইতে নিরাপদ ব্যবসা যদি দক্সথা অর্জন করতে পারা যায় । আমরা সব সময় আগে দক্ষথা অর্জন করব তারপর এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারা্ কখনোই ট্রেড করার জন্য ঝুকি নেবেন না । কারণ ঝুকি নিছেন তো মরছেন । সুতরাং তখনই ফরেক্স মার্কেট নিরাপদ হবে যখন এই মার্কেট সর্ম্পকে ভালোভাবে বুঝতে পারব ।
-
আমার মতে ফরেক্স অন্যান্য ব্যবসায় থেকে অনেক নিরাপদ। আমি ফরেক্স করার আগে অনেকগুলো সাইতে কাজ করছিলাম কিন্তু একটা সাইত থেকেও টাকা পাই নি । কিন্তু আমি ফরেক্স এ পোস্ট করে বোনাস ডলার দিয়ে ট্রেড করে খুব সহজে টাকা পাইছি। একনানে আমি কোন ইনভেস্ট না করেও আয় করছি আপনারা চাইলে আমার মত আয় করতে পারবেন।
-
ফরেক্স অবশ্যই অনেক বেশি নিরাপদ । কেননা বর্তমান বিশ্বে অনেক বেশি পরিমাণে বেকারত্ব বাড়ছে তবে তার সাথে সাথে মানুষের মানসিকতার ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে । েএমতবস্থায় আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটের মত একটা পেশাকে মানুষ অনেক বেশি পরিমাণে স্মা্র্ট পেশা হিসেবে গ্রহণ করছে ।
-
এখানে বেশ বড় বড় করে রিক্স ওয়ার্নিং দেওয়া আছে যে এখানে বিনিয়োগ ঝুকিপূর্ণ । আপনি আপনার মূলধন এর আংশিক বা সম্পূর্ণ লস করতে পারেন। তাই যারা লস করতে ভয় পান বা মনে করছেন এসব আপনার জন্য নয় তারা এটা থেকে দূরে থাকতে পারেন। কেননা এখানে কম বেশি সবাই লস করে।
-
ফরেক্স একজন নতুন ট্রেডার হিসাবে আমি মনে করি যে ফরেক্স বাংলাদেশে ফরেক্স ব্যবসা খুবই নিরাপদ। অনলাইনএ অনান্ন্য ব্যাবসা থেকে ফরেক্স ব্যাবসা অনেক সুবিধাজনক এবং নিরাপদ । 'আপনি যদি আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে সঠীক ভাবে ট্রেড করতে পারেন, তাহলে ফরেক্স আপনাকে নিয়ে যাবে উন্নতির চরম শেখরে।
-
বাংলাদেশে ফরেক্স ব্যবসা খুবই নিরাপদ বলে আমি মনে করি। ফরেক্স ব্যাবসা একটি আধুনিক ব্যাবসা। বাংলাদেশে ফরেক্স ব্যাবসা এখনও তেমন প্রসারিত না হলেও এটা অনেক নিরাপদ ব্যাবসা। ফরেক্স ব্যাবসায় আপনি যদি ভাল ভাবে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স থেকে আপনি ভাল মানের প্রফিট পেতে পারেন।
-
ফরেক্স ট্রেডিং এর অনেক সুবিধা আছে৷ফরেক্স হলো ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷নিজের মেধা ও শ্রম দিয়ে যা আয় করতে পারবেন তাই আপনার থাকবে৷এরজন্য কাওকে কোনো কৈফিয়ত দিতে হয়না,ঝর-বৃষ্টি,তুফান, রৌদ্রখড়া,বন্যা এই মার্কেট কে বন্ধ করতে পারবে না৷কোনো প্রভাবশালী দুষ্ট ব্যাক্তিবর্গের কালো হাতের অন্যায় থাবা পড়বে না৷আপনি নিশ্চিন্তে নিজে নিজে এনালাইসিস করবেন ও ট্রেড করে প্রফিট তুলবেন নিজের পকেটে৷কাউকে তোয়াক্কা করার প্রয়োজনও নাই৷
-
ফরেক্স একটি ঝুকিপূর্ন ব্যবসা। এখানে ঝুকি কমানো সম্ভব। ঝুকি কমাতে পারলে আমাদের লস ও কনে যায়। সে জন্য মানি মেনেজ মেন্ট করে সকল ট্রেডার ট্রেড করে থাকে। আমি নিজেও মানি মেনেমেন্ট এর বাইরে ট্রেড করার জন্য লট সাইজ বড় করি না।
-
আমার মতে নিরাপত্তার দিক থেকে এর চেয়ে ভাল আর কোন অনলাইন ব্যবসা পৃথিবীতে নেই। তবে এখানে টিকে থাকাটাই কঠিন। আমরা এত বেশি নতুন যে এখান থেকে উত্তরণের পথ খুঁজেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। পথে হাঁটার তো প্রশ্নই উঠে না। এটি একটি বিশাল ও সফলতায় ভরপুর সম্ভাবনাময় পথ।
-
আমার মতে পৃথিবীতে অনলাইন ব্যবসা হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যবসা। কারণ অনলাইনে কোন ধরনের জালিয়াতি হয় না। তবে তার চেয়ে এই ফরেক্স ব্যবসায় টিকে থাকাটাই সবচেয়ে কঠিন। যেহেতু আমরা এই ফরেক্স ব্যবসায় নতুন কোন ধরনের ফরেক্স তথ্য সহজেই সংগ্রহ করতে পারিনা। এমনকি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করাও সম্ভব হয় না, তার কারণ হচ্ছে একজন ভাল দক্ষ ট্রেডারের ট্রেড লাইন দরকার। যদি আমরা এই ধরনের ফরেক্স অনলাইন ব্যবসাকে আয়ত্ব করতে পারি তাহলে আমি মনে করি ফরেক্স ব্যবসাটা হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং খুব সহজেই এ থেকে আয় করা সম্ভব।