-
আসলে বাংলাদেশে ফরেক্সে প্রচারণা খুব বেশি নেই বলেই আমরা সহজেই এর সম্পর্কে জানতে পারি না । তবে বর্তমানে দেশে এই ব্যবসার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অনেক দ্রুত হারে । তাই আমি মনে করি যে আমাদের নিজেদেরও উচিত হবে মানুষকে ফরেক্স সম্পর্কে জানানো । এতে করে এর প্রসার বৃদ্ধি পাবে । আমি সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে জেনেছি আমার এক বড় ভাই থেকে যিনি দীর্ঘদিন ফরেক্স এর সাথে যুক্ত আছেন ।
-
আমি আমার এক বড় ভাইয়ের ফরেক্স কাজ করা দেখে ফরেক্স শিখতে আগ্রহী হয়। আমি তার কাছ থেকে ফরেক্স বই এনে অনেক কিছু জানতে পারলাম। আমি যখন ফরেক্স ফরম পূরণ শুরু করলাম তখন ফরেক্স সম্পর্কে আর ও অনেক কিছু জানতে পারলাম। আরও জানতে পারছি যে ফরেক্স একটা অনলাইন টাকা আয় করার যায়গা।
-
অনেক দিন আগের কথা, আমার এক ভাই ইন্সতা ফরেক্স এ ট্রেড করতো । হঠাত আমি কি মনে করে তার বাসায় যাই । দেখি সে ট্রেড করছে । আমি বললাম ভাই এই কি কাজ করতেছো । সে বলল ফরেক্স ব্যবসা করতেছি । আমি বললাম আমাকে একটু সিখিয়ে দাও না । তার পর থেকে আমি ফরেক্স জানা ও সেখা শুরু করলাম ।
-
ফরেক্স এ বিষয়ে আমি আমার ফরেক্স কাজ করার এক স্যার এর কাছ থেকে জেনেছি। প্রথমে আমি এর আগাগোড়া কিছুই বুঝি নি যে ফরেক্স কী। তারপর আমি তার সাথে এ ফরেক্স বিষয়ে অনেকটা সময়,ধৈয্য ও পরিশ্রম করে জারতে পারলাম আর এখন কাজ করতেছি যে ফরেক্স কী। আর ফরেক্স এ শেখার অনেক মাধ্যেম আছে বিভিন্ন নেটের ওয়েবসাইট ফাইল ও পিডিএফ,ভিডিও,বই ও ফরেক্স এর অভিজ্ঞ স্যার দ্বারা ফরেক্স শেখা যায়।
-
ফরেক্স শিখতে গেলে ফরেক্স সম্পরকে জান্তে হবে।। ফরেক্স ট্রেডিং এ দক্ষ থে হবে। আমি প্রথম ফরেক্স সম্পরকে শুনতে পারি আমার এক বড় ভাইয়ের কাছে।। তিনি অনলাইন আউটসোর্সিং এর বিভিন্ন কোরস শিক্ষা দিয়ে থাকেন।। আমি ও অনলাইন এর কাজ শিখতে চাইলে উনি আমাকে ফরেক্স এর কথা জানালেন।। তারপর থেকে আমি প্রায় ৫ মাস শুধু ডেমো প্রাকটিস করি।।
-
ফরেক্স বিষয়ে আমি প্রথম এ আমার এক বন্ধুর থেকে জেনেছি। সে আমাকে প্রথমে ফরেক্স এর ব্যপারে সাহায্য করে। তারপর আমি নিজে ফরেক্স নিয়ে স্টাডই করেছি। কারন নিজে না শিখলে ফরেক্স থেকে ভালো করা সম্ভব না। সারা জীবন অন্যর উপর নির্ভর করা ঠিক না। তাই সবাই নিজে মার্কেট বুঝতে শিখুন।
-
রিয়েল বা লাইভ একাউন্ট হল যেটা আপনার ঘাটের পয়সা খরচ করে ট্রেড করতে হয়। তবে আপনি যদি কোন বিশেষ ধরনের বোনাস নিয়ে ট্রেড করেন যেমন ফোরাম পোস্টিং বা অন্য কোন বোনাস যেমন নো ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড করলে তাও লাইভ একাউন্ট।
-
ফরেক্স বিষয় তেমন একটা একনো আমি জানতে পারিনি । কিন্তু আশাকরি অদূর ভবিস্যতে আমি সফলকাম হতে পারব । সুতরাং আপনারা ধৈর্য্যধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
ফরেক্স বাংলা ফোরামে এটাই আমার প্রথম পোস্ট । আমি আগে কখনো ফরেক্স এর সাথে কোনভাবে যুক্ত ছিলাম না তবে ফোরামে আসা হত মাঝে মধ্যে । আমার একজন বড় ভাই যিনি বেশ কিছু বছর ফরেক্স এর সাথে সম্পৃক্ত আছেন তিনি আমাকে ফোরাম ও ফরেক্স সম্পর্কে অবিহিতকরণ ও উদ্বুদ্ধকরণে প্রচুর সহয়তা করেছে । আশা করি নিজেরে মত করেই ফরেক্সে ভাল কিছু করতে পারব ।
-