-
হ্যা, একটা ভুল সিদ্ধান্ত অনেক বড় লস এর কারন হতে পারে । তাই ফরেক্স ট্রেডিং এ প্রফিট করতে হলে অবশ্যই আগে ভালোভাবে মার্কেট এনালাইসিস করতে হবে । টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল বা নিউজ এনালাইসিস করে সঠিক ট্রেন্ড এ ট্রেড এন্ট্রি নিতে হবে যাতে এটি একটি ভাল লাভজনক ট্রেড হয় ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে প্রত্যক সময় মার্কেট এ এনালাইসিস করে ট্রেডে ঢুকা উচিত। কিন্তু এনালাসিস ছাড়া ট্রেড ওপেন করলে মার্কেট আপনার বিপরীত দিকে যেতে পারে। আগে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে। তারপর ফরেক্স মার্কেট এ ট্রেডের চিন্তা করতে হবে।
-
ফরেক্সে কাজ করে অনেকে অনেক টাকা আয় করে থাকে । যেকেউ ফরেক্সে কাজ করতে পারে এর জন্য দরকার ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ধারনা ও ভালো ট্রেড করতে জানা । ফরেক্সে মার্কেটে ট্রেড করার আগে ফরেক্স মার্কেট ভালোভাবে এনালাইসিস করতে হবে । এনালাইসিসের মাধ্যমে ফরেক্স মার্কেটের গতিবিধী ভালোভাবে জানা যায় । ফরেক্সে যদি ট্রেড করার আগে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করা যায় তাহলে ফরেক্স মার্কেট থেকে ভালো লাভ করা যায় । ফরেক্স মার্কেট এনালাইসিস করলে বোঝা যায় যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে । সে দিকে ট্রেড বসালে ভালো হয় । তাই আগে ফরেক্স মার্কেট এনালাইসিস তারপর ট্রেড ।
-
ফরেক্স মার্কেট খুব গতিশীল একটি বাজার এজন্য ট্রেড করার পূর্বে মার্কেট ভাল করে ভুজে তবেই ট্রেড শুরু করা উচিত । এজন্য সবসময় বলা হয় আগে ফরেক্স মারকেট এনালাইসিস করতে হবে পরে ট্রেডইং শুরু করতে হবে এবং আমার জানা মতে সকল অভিজ্ঞ ট্রেডাররা ও তাই করে থাকেন ।
-
আসলে আমার মতে আপনি যথার্থই বলেছেন। আমাদেরকে ভালভাবে এনালাইসিস করতে হবে। বিশেষ করে আমি টেকনিক্যাল এনালাইসিসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে অনেক কিছুই শিখার আছে। যা আমাদেরকে সহজে আয় করতে সাহায্য করে। এজন্য আমাদেরকে বেশি বেশি ডেমোতে অনুশীলন করে মার্কেট বুঝতে হবে।
-
লাভ বান হয় । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
ফরেক্সে ট্রেডিং এর আগে অবশ্যই বাজার এনালাইসিস করে ট্রেডিং করা উচিৎ।। ফরেক্সে প্রায় ৯০% ট্রেডার তাদের একাউন্ট জিরু করে ফেলে।। তাই ফরেক্সে লাভবান হওয়া খুবই কঠিন ।।। ফরেক্স থেকে লাভবান হতে হলে ফরেক্স ট্রেডিং শিখতে হবে।। ট্রেডিং এ দক্ষতা বাড়াতে হবে।।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা যথার্থ বিশ্লেষণ করার মাধ্যমেই একজন ট্রেডার লাভবান হতে পারে । আর একজন ট্রেডার তখনই নিজেকে সফল হিসেবে প্রতিষ্টিত করতে পারবে যখন সে প্রথমে একজন ভাল বিশ্লেষক হতে পারে । ভাল বিশ্লেষক মাত্রই মার্কটের আচরণ স্পষ্টভাব বুঝতে পারে এবং সে অনুযায়ী ট্রেডের সিদ্ধান্ত নিতে পারে । তাই আগে যথাযথ বিশ্লেষন পরেই ট্রেড ।
-
অবশ্যই, এটা আপনি এটি দারুন বক্তব্য লিখেছেন, আমিও আপনার সাথে স্মুর্ন একমত। কারন আমি যদি ট্রেড করার পুর্বে মার্কেটের ট্রেন্ডকেই সঠিকভাবে না বুঝতে পারি অথবা ধরতে পারি তাহলে আমার ট্রেড করে লস ছারা কোন লাভই হবেনা। তাই সবার আগে দরকার মার্কেটকে বোঝা, মাকের্টকে অ্যানালাইসিস করা।
-
ফরেক্স সম্পর্কে ধারণা বা না শিখে ট্রেড করলে লসের সম্ভাবনা অনেক বেশি থাকে। ফরেক্স থেকে আয় করতে হলে আগে শিখতে হবে।