এটা ঠিক যে ফরেক্স একটি ছেলে খেলা নয় ,এটা একটি বাংলাদেশের বড় মার্কেট প্লেস এটি থেকে আমরা বাংলা দেশে থেকে বিদেশে ব্যাবসা করে থাকি।যার মাধ্যমে আমরা ডলার পেয়ে থাকি ।
আমি মনে করি বাংলা দেশের অনেক বেকার যুবক এই ফরেক্স কাজে যুক্ত।
Printable View
এটা ঠিক যে ফরেক্স একটি ছেলে খেলা নয় ,এটা একটি বাংলাদেশের বড় মার্কেট প্লেস এটি থেকে আমরা বাংলা দেশে থেকে বিদেশে ব্যাবসা করে থাকি।যার মাধ্যমে আমরা ডলার পেয়ে থাকি ।
আমি মনে করি বাংলা দেশের অনেক বেকার যুবক এই ফরেক্স কাজে যুক্ত।
ফরেক্স এর কাজ বাংলাদেশে প্রতিনিয়ত বেড়ে চলেছে ,এই কাজের কোন শেষ নেই। কারন বাংলাদেশে ফরেক্স এর কাজের গুরুত অনেক বেশি,এই মার্কেট টা অনলাইনে বিশেষ ভুমিকা পালন করে
ফেলেছে যা বাংলাদেশকে চরম শেখড়ে পৌছে দেবে ,আমাদের এই ফরেক্স।
ফরেক্স মার্কেট এ আমি বিসনেছ করতে এসেছি ।তবে আমি নতুন ফরেক্স বিষয়ে জ্ঞান আছে,ট্রেড ও করতে পারি ,বাংলাদেশে এখন শুধু ফরেক্স এর ব্যবহার দিন দিন অনেক বেরে চলেছে ।তবে এর অনেক শুবিধা আছে বলে আমি মনে করি
যে কোন ব্যবসা শুরু করার আগে আমাদের সে ব্যবসা সম্পর্কে জানতে হবে। ব্যবসা সম্পর্কে না জানলে আমরা কিছুই করতে পারব না। আর তাছার ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে লাভ এর সাথে লস ও হয়। শুধু যে লাভ হয় তা কিন্তু নয়। লস ও করে অনেকে নিঃস্ব হয়ে যায়।
আমার মতে আপনি যে পদ্ধতিতেই ব্যবসা করেন না কেন , আপনাকে সব ক্ষেত্রেই মানি ম্যানেজমেন্টের নিয়ম মেনে চলতে হবে। না হলে আপনাকে মার্কেট ছেড়ে চলে যেতে হবে। এর পর আসছে ট্রেডিং সিস্টেমের কথা। আমি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করাটাকে খুবই ভাল বলে মনে করি। এত আমরা অনেক কিছু নিশ্চিতভাবে জানতে পারি।
ফরেক্স আমি নতুন ট্রেডার তাই কোন বিষয়ে এখনো ভালো দখলে নিতে পারিনি । আমি মনে করি যে ফরেক্সে ট্রেড করে সফল হতে চাইলে ফরেক্স সম্পর্কে জ্ঞানের কোন বিকল্প নেই । যে যত বেশি পরিমাণে ফরেক্সে ভাল করার চেষ্টা করবে সে তত বেশি পরিমাণে সফলতা লাভ করবে । সফল হতে হলে বেশি পরিমাণে ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে । আর ফরেক্স নিয়ে স্টাডি করলে ভালো সুফল পাওয়া যায় ।
ভাই যেহেতু আমি অনেকদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত সেহেতু মোটামুটি সব বিষয়ের উপর আমার এভারেজ একটা ধারনা বা অভিজ্ঞতা হয়েছে বলতে পারি । সুতরাং এখান থেকে সবেচেয়ে ভাল ও বড় যে জিনিসটা উপলব্ধি করলাম সেটা হল আমাদের কখনই লোভ করা চলবে না, প্রচুর ধৈর্য নিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে । এবং পরিশেষে বলব আমি যেটা ভাল বুঝি সেটা হল আমাদেরকে বিজনেস করে টিকে থাকতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা উচিত ।
ফরেক্স মার্কেট এ জানার কোন শেষ নেই। তবে আমি যতই শিখছি ততই মনে আমি কিছু বুঝিনি তবে আমি চেষ্টা করছি প্রতিদিন ডেমো প্র্যাকটিস আর আর একটু একটু করে শিখছি। আমি এখন প্রাইজ একশন নিয়ে কাজ করছি এবং আমার কাছে প্রাইজ একশটাই ভাল টেড্রিং সিস্টেম বলে মনে হয়। তবে অনেক কিছু জানতে ও বুঝতে হয়। সাথে ভাল মানি ম্যানেজমেন্ট বুঝতে হয়।
অনেকেই পারে না এনালাইসিস করতে আমার মত। তাই আমি আপনাকে সাধু বাদ জানাই। মাঝে মাঝে আপনার এনালাইসিস শেয়ার করবেন আমাদের সাথে এতে আমরাও কিছু জানতে পারব এবং নতুন অনেকে শিখতেও পারবে।যে যত বেশী লাভ করবে সে তত বেশী জীবনে স্বাচ্ছন্দ উপভোগ করবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।আমি অনেক চেষ্টা করছি যে ফরেক্স এর বিষয়গুলো বুঝার চেষ্টা করছি । ফরেক্স মার্কেটের যে বিষয়টা আমি সবসময় চিন্তিত হই সেটা হল এখানে আমরা যদি লেগে থাকার মেন্টালিটি না নিয়ে থাকি তবে আমরা সফল হতে পারব না ।
আমি মনেকরি, ফরেক্স এ ট্রেড করা পারাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ । আমরা যোদি এই করা শিখতে পারি তাহলে আমরা আনেক টাকা লাভ করতে পারি । আর আমি ফরেক্স এ নতুন কিন্তু আমি ট্রেড করা কিছুটা বুঝি ।