উপযুক্ত টাইম এ ট্রেড করার জন্য আপনাকে নিজেদেরকে ঘুম বাদ দিয়ে সকাল দুপুর খালি কথার কথা বলে যেতে হবেজমিদারি দেব
Printable View
উপযুক্ত টাইম এ ট্রেড করার জন্য আপনাকে নিজেদেরকে ঘুম বাদ দিয়ে সকাল দুপুর খালি কথার কথা বলে যেতে হবেজমিদারি দেব
যত কিছুই হোক আপনি যদি সোনা নিয়ে ট্রেড করে থাকেন কোনদিনই অন্য কোন পেয়ার ট্রেড করবেন না বিষয়বস্তুর দিকে লক্ষ্য রাখবেন সব দিকে সবসময় সোনা পাওয়ার দিকেই লক্ষ্য রাখবেন আর তার সব থেকে উপযুক্ত টাইম রাত বারোটার পর এবং সকাল 5 টার আগে
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। শনিবার আর রবিবার এ ফরেক্স মার্কেট বন্দ থাকে। এই ২ দিন ছাড়া আপনি যেকোন দিন যে কোন সময় ই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তবে বিকেল থেকে রাত ১১ টা পরজন্ত মার্কেট বেসি মুভমেন্ট করে।এই সময় ট্রেড করাই ভাল।
আমরা জানি ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তবে সবসময় মুভমেন্ট ভাল থাকে না কিছু কিছু সময়ে ভাল মুভমেন্ট থাকে যেমন: নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকাল ৪টা আবার সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত। যারা স্ক্যালপিং করেন তারা সাধারণত এই টাইমগুলোতে ট্রেড করে থাকেন বেশী প্রফিটের জন্য। লং টাইমে ট্রেড করলে সেশন দেখার প্রয়োজন হয় না যেকোন সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করা যেতে পারে। লং টাইমফ্রেমের ট্রেড সাধারণ ২/৩দিন থেকে শুরু করে ১/২ সপ্তাহ বা মাস ব্যাপীও চলতে থাকে।
আমার কাছে ট্রেড করার উপযুক্ত কোন সময় নেই,আমি আমার এন্যালাইসিস অনুসরন করে ট্রেড নিই,যখন আমি আমার ট্রেড এর কনফারমেশন পাই ঠিক তখন আমি মার্কেট এ এন্ট্রি নিয়,আমার কাছে ট্রেড করার দিন বা রাত নেই আমি মনে করি ট্রেড সব সময় করা যাই ভালো কনফারমেশন পাওয়া গেলে।
প্রতিটা ব্যবসায়ের নিদ্রিস্ট একটা সময় থাকে।যে সময়টা মারকেট জমজমাট থাকে।সেই সময়টাকে কাজে লাগাতে পারলে ভালো কিছু আশা করা সম্ভব। ফরেক্স মার্কেট এর একটি নির্দিষ্ট সময় আছে যখন মার্কেটে ট্রেড করলে বড় ধরনের লাভ / ক্ষতি হবার সম্ভাবনা আছে।সপ্তাহে 5 দিন দুপুর 2 টা থেকে 5 টা, 7 টা থেকে 11, টা পর্যন্ত ফরেক্স মার্কেট উঠানামা করে। এই সময় যদি কেউ মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করে তবে লাভ করা সম্ভব।কিন্তু মার্কেট সম্পর্কে না বুঝে ট্রেড করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতএব যখন ট্রেড করবো তখন সময় বুঝে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করবো।
আমার কাছে মনে হয় ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। তবে আমি এটাও মনে করি বা যানি যে প্রতিটি ব্যাবসার ক্রয় বিক্রয়এর একটা সময় থাকে।অথবা মৌসুম। তবে এখানে ফরেক্স মার্কেটে সপ্তাহে পাঁচ দিন ২৪ ঘন্টা খোলা থাকে এবং সেই সময় ট্রেড করা যায়। কিন্তু আমার মবে হয় দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য ট্রেড করার একটি গুরুত্বপূর্ণ সময়। কেননা এই সময় মার্কেট বেশি মুভ করে থাকে।
ফরেক্স মার্কেট কখনো স্থির নয়। আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করছেন দেখা যায় তার কখনো মূল্য বৃদ্ধি পায় আবার কখনো মূল্য হ্রাস পায়। এই মূল্য হ্রাস বৃদ্ধি টা ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। এইজন্য ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করে নিতে হয়। এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন বাজার ট্রেড করার উপযোগী ঠিক তখনই ট্রেড ওপেন করা উচিত। তবে কিছু কিছু সময়ে মুদ্রার প্রাইস বেশি ওঠা-নামা করে অর্থাৎ এই সময় মুদ্রা কেনাবেচা বেশি হয়। তবে আমি মনে বিশেষ করে দুপুর 2 টা থেকে রাত 10 টা পর্যন্ত।
ট্রেড করার কোন নির্দিষ্ট বা বাধা ধরা কোন সময় নেই, তবে আমার মতে দুপুর 2 টা থেকে রাত 10 টা ভিতরে ট্রেড করা উচিত কেননা এই সময় মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট করে থাকে, আর এই সময় যদি আপনি ট্রেড ভাই বা সেল যেটাই করেন না কেন লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি মনে করি ট্রেডিং এর উপযুক্ত সময় হচ্ছে দুপুর 2 টা থেকে রাত 10 টা, তবে আপনি চাইলে গভীর রাতে ট্রেড করতে পারেন কেননা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে বা পরিবেশটা ঠান্ডা থাকে তখন ঠান্ডা মাথায় বিচার-বিশ্লেষণ করে ঠিক করা যায়,
ফরেক্স করার জন্য নির্ধারিত কোনো সময়সীমা নেই।সপ্তাহে দুই দিন বাদে প্রতিদিনই ফরেক্স করতে পারবেন এবং ফরেক্স মার্কেট দিন-রাত 24 ঘন্টায় খোলা থাকে। তবে কিছু কিছু সময় আছে যে সময় গুলোতে মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। সেই সময় গুলো কে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে বিশ্বের বিভিন্ন দেশের ট্রেডাররা ট্রেড করে থাকেন। একেক দেশের টাইম জোন একেক রকম হয়ে থাকে। তাই ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে। আপনি আপনার সময় বুঝে ফরেক্স এর সময় দিতে পারবেন।তবে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার মাঝামাঝি মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। আমি এই সময়গুলোতে ট্রেড করে থাকি।এর চেয়েও যদি কারো বেশি ভালো জানা থাকে তাহলে তাদের মতামত আশা করছি।