-
ফরেক্স এ কাজ করতে গেলে আগে লাগবে ধৈর্য আর ভাল করে ট্রেড করতে না পারলে ফরেক্স এ লাভ করতে পারবেন না। ফরেক্স এ কাজ করতে গেলে আপনাকে ভাল করে ট্রেড শিক্তে হবে ভাল করে ট্রেড শিক্তে গেলে আপনাকে বেশি বেশি করে ডেমো তে ট্রেড করতে হবে। আর এর মাধ্যমে আপনি ভাল ট্রেডার হবেন একজন।
-
আম্রা যারা ফরেক্স এ নতুন ট্রেডার রয়েছি প্রত্যেকে অনেক আশা নিয়ে বড় ট্রেডার হবার স্বপ্ন নিয়ে ট্রেড করি তাই আমদের খুব ধৈর্য্য নিয়ে এবং যত্ন সহকারে ট্রেড শিখতে হবে।ধৈর্য্য না থাকলে ফরেক্স ট্রেড শেখা সম্ভব না আর ভালো ভাবে ট্রেড না সসসসিখে ট্রেড করতে গেলে সফলতাও পাওয়া যাবে না তাই আমাদের প্রত্যেক ট্রেডার কে খুবম্নোযোগ দিয়ে ধৈর্য্য নিয়ে ফরেক্স শিখতে হবে।
-
আমি আপনার সাথে সহমত ধৈর্য্য ধারণ করে যেকোন কাজ করলে অবশ্যই সে কাজে সফলতা আসবে । ফরেক্স মার্কেট হল এমন এক ব্যবসা যা ধৈর্য্য ধারণ ছাড়া করা সম্ভব নয় । সুতরাং আমি বলব আপনারা সকলে ফরেক্স করতে অসীম ধৈর্য্য নিয়ে আসুন অবশ্যই সফলকাম হবেন ।
-
ধৈর্য সব কাজেই প্রয়োজন হয় । ধৈর্য গুণ টি সবার মধ্যে থাকে না । ফরেক্সে টিকতে হলে ধৈর্যের গুরুত্ব অপরিসীম । ফরেক্সে লাভের জন্য মাথা ঠাণ্ডা রেখে মার্কেট বুঝে ট্রেড দিতে হবে । তাই যদি ফরেক্সে টিকে থেকে লাভ করতে চান তাহলে ধৈর্য ধরে ফরেক্সে ট্রেড দেওয়া শিখতে হবে ।
-
আমি আপনার সাথে একমত পোষন করলাম। ফরেক্সে ধৈর্য্য ধরে ট্রেড করা প্রয়োজন। ধৈর্য্য ধরে সঠিভাবে ট্রেড এন্ট্রি নিতে হবে।ধৈর্য্য ধরে সঠিক অ্যানালাইসিস করে সাপোট এবয় রেসিসটেন্স খুজতে হবে।ধৈর্য্য ধরে সঠিক পজিশনে ট্রেড ক্লোজ করতে হবে। সুতরাং ফরেক্স ট্রেডিয়ও করতে হলে অবশ্যই সকলতে ধৈর্য্য পরিক্ষিত হতে হবে।
-
আপনি খুব ভালো বলেছেন যে ফরেক্স মার্কেটে ধৈর্য ধারন করার বিকল্প নেই। কেননা ফরেক্স মার্কেট গতিশীল এবং এখানে কারেন্সির প্রাইস খুব উঠানামা করে। অনেকসময় প্রতাশিত জায়গায় বা টেকপ্রফিট স্পর্শ করতে অনেকদিন সময় লাগতে পারে। এর জন্য তাড়াতাড়ি না করে ধৈর্য ধরে টেকপ্রফিট পর্যন্ত অপেক্ষা করে যেতে হবে । এজন্য আমার মনে হয় আমাদের সবার উচিত ধৈর্য্য ধরে ট্রেডকরা।
-
ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে আমি মনে করি ধৈয্য ধারন করে ট্রেড করাটা অনেক বেশি গুরুত্বপূর্ন এবং জরুরী একটি বিসয় একানে একটু অধৈযের কারনে গৃহিত ট্রেডিং সিদ্ধান্ত মুহূত্বের মধ্যেই আপনাকে ফতুর করে দিতে পারে তাই আমি মনে করি ধৈয্য ধারন করে ট্রেড করাটাও একটি ট্রেডিং কেৌশল।
-
কথায় বলে ধৈর্য্য মহত্বের লক্ষণ। ফরেক্স মার্কেট অনেক বেশি গতিশীল একটি মার্কেট। ফরেক্স মার্কেটে অনেক বেশি উঠানামা করে যার কারণে অনেকে মার্কেটের গতি দেখে কোন কিছুর সঠিক বিশ্লেষন না করে হুট করে ট্রেড এন্টি্ করে যার ফলে সে লস করে। আবার অনেকের টেক প্রফিট হিট করে অনেক দেরিতে যার কারণে ধের্য্য হারিয়ে যায়। আসল ব্যাপারটা হল ধৈর্য্য ধারণ করে ফরেক্স মার্কেটে ট্রেড করলে সফলতা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তাই প্রত্যেক ফরেক্স ট্রেডারকে ধৈর্য্য ধরে ট্রেড করা উচিত।
-
আমরা সবাই ধৈর্য ধরে ট্রেড করব। কারন একটা কথা আছে ''সবুরে মেওয়া ফলে''। তাই আপনেকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তাড়াহুড়া করে কোন কিছু করতে যাবেন না। বেশি তাড়াহুড়া করলে ফল ভাল হয়না। প্রহমে প্রয়োজন হবে ফ্রেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে। তারপর ডেমো প্রাক্টিস করতে হবে। আপনার বিভিন্ন ট্রেডিং ষ্ট্রাটেজি ডেমোতে প্রাক্টিস করে দেখতে হবে। অ্যানালাইসিস গুলি প্রয়োহ করে দেখতে হবে। তারপর যখন বুঝবেন পারতেছেন তখন শুরু করবেন।
-
আসলে আমাদের একটা কথা আছে যে ধৈর্য ধরলে ফল ভালো হয়।তাই ফরেক্স মার্কেট এ যদি আমরা ধৈর্য ধরে ট্রেড করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।ফরেক্স মার্কেট এ ভালোভাবে ট্রেড করে আয় করার জন্য ধৈর্য ধরা অনেক প্রয়োজন।অনেক ফরেক্স ট্রেডার আছে যারা একবার লস করে আয় পিরে আসে না।আমি মনে করি তারা ভুল করছে।কারণ লস থেকেই আমাদের কে শিক্ষা নিতে হবে কীভাবে ট্রেড করতে হয়।