ফরেক্সে এ আসার আগে ফরেক্স মাকেট কেমন ছিল তা জানতে হবে | আমি মাকেট সম্পরকে জেনে বুঝে তারপর ফরেক্স মাকেট করবেন তাহলে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন | ফরেক্স মাকেট যদি আপনার ধারনা না থাকে তবে আপনি লস করতে পাড়েণ|
Printable View
ফরেক্সে এ আসার আগে ফরেক্স মাকেট কেমন ছিল তা জানতে হবে | আমি মাকেট সম্পরকে জেনে বুঝে তারপর ফরেক্স মাকেট করবেন তাহলে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন | ফরেক্স মাকেট যদি আপনার ধারনা না থাকে তবে আপনি লস করতে পাড়েণ|
আপনি খুবই ভালো বলেছেন যে যারা ফরেক্সে নতুন তাদের প্রথমেই নিজেকে একজন ফরেক্স এনালিস্ট হিসেবে গড়ে তোলা উচিত।কারন যখন ফরেক্স সম্পর্কে ভালোভাবে এনালাইসিস করতে বুঝবেন তখন ট্রেড করলে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন।আর এজন্য আপনাকে পরিশ্রম ও ধৈর্য্য ধরে ফরেক্সে টিকে থাকতে হবে।আর আপনি যদি ভালোকরে এনালাইসিস না করেই ট্রেড করেন তাহলে বেশিরভাগ সময়ই লস হয়ে যাবে।
ফরেক্স ট্রেডিং আরম্ভ করার পূর্বে অবশ্যই আপনাকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে। কারন আপনি যদদি মেন্টাল প্রিপারেশন না নেন তাহরে আপনি লস করবেন এমনকি আবেগ বসত আপনি আপনার াকোউন্ট জিরো কোরে ফেলতে পারেন। তাই মেন্টাল প্রিপারেশন আগে প্রয়োজন। যে নিজের ওপরে নিওত্রন করতে পারে ফরেক্স এ তার সাফলতা নিশ্চত।
আমি বলবো ফরেক্সকে টাকা কামানোর মেশিন মনে করা যাবে না। প্রত্যেক ব্যবসায় যেমন লাভ লস আছে ফরেক্সও এর ব্যতিক্রম নয়। ফরেক্সে ট্রেডিং শুরু করার আগে ভালোভাবে শেখার মানসিকতা থাকতে হবে। প্রথমে লস হতেই পারে, এজন্য হতাশ হওয়া যাবে না। লেগে থাকার মানসিকতা থাকতে হবে।
অধিকাংশ ফরেক্স ট্রেডার নিজের জীবনের সবচাইতে বড় ভুলটা এখানেই করে । কেননা সে জানে না যে ঠিক তাকে কি করতে হবে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আামাদেরকে অনেক বেশি পরিমানে নিজেদেরকে তৈরী করে নিতে হবে । জোশের বশে হুঁশ হারালে চলবে না । কেননা এটা মনে রাখতে হবে যে বিশ্বের একজন ট্রেডার হিসেবে ট্রেড করছি ।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আসার আগে আমি।ফরেক্স মার্কেট নিয়ে অনেক চিন্তা করেছি যে এবার ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিছু ইনকাম করা যায় তাই আমি ফরেক্স মার্কেট থেকে অনলাইনের থেকে অর্থ ইনকাম করতে পারি,তাই আমি ফরেক্স মার্কেট নিয়ে অনেক এনালাইসিস করতে হবে। আর নতুন অবস্থায় বিনিয়োগ না করে আগে কিছুদিন ডেমো ট্রেড অনুশীলন করতে হবে । তাহলে সহজেই সফলতা পাওয়া যাবে ।
আসলেই আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিন্তু আমরা এসব চিন্তু না করে ফরেক্স কে শুধু টাকা কামানোর মেশিনই মনে করে থাকি। প্রথম প্রথম সবাই ভাবে বাই সেল করলেই হল। তাহলেই শুধু টাকা আর টাকা। কিছুদিন পরে যখন তার এ্যাকাউন্ট জিরো করে ফেলে তখন অনেকে ভাবে ফরেক্স হল ভুয়া আর যারা ভুয়া না ভেবে ফরেক্স এর সাথে লেগে থাকে তারা আবারো ইনভেষ্ট করে এভাবে কিছুদিন ইনভেষ্ট করার পরে আশার আলো দেখতে না পেয়ে ফরেক্স থেকে বিদায় নেয়। কিন্তু আমার মতে প্রথম ইনভেষ্ট লস করে যারা টিকে থাকে নতুন করে ইনভেষ্ট না কের ফরেক্স নিয়ে এ্যানালাইসিস করে তারা এক সময়ে সফল হয়।
ফরেক্সে আসার আগে আমাকে অব্যস্ব্অয় চিন্তা করতে হবে ...আমার উদ্দেশ্য কি ।।আমি আসলে ফরেক্স কে বিসনেস হিসাবে নিতে চাই ,নাকি শুধু মোনাফা হবে সেই চিন্তা করে করতে হবে...আরেক্টা জিনিস খেয়াল রাখতে হবে বিসনেস করলে লাভ লোকসান হতেই পারে এই রক্অম মন নিয়ে ্ফরেক্স জগতে আস্তে হবে/ তাহলে আমি যে কোন বিষয়ে সাক্সেছফুল হতে পারবো।
আমি চিন্তা করি যে ফরেক্সে ৯৫% লোক লস করে। এখান থেকে লাভ করা অত বেশি সহজ হবেনা। ফরেক্স বিজনেসে একজন সফল ট্রেডারের জন্য সুযোগের কোন অভাব হয় না জীবনে। ফরেক্স মার্কেটে সবাই ট্রেডিং করে সফল হতে পারে না। এর জন্য দরকার হয় কঠোর পরিশ্রম,নির্লোভ মানসিকতা, মার্কেট সম্পর্কে বিপুল পরিমানে অভিজ্ঞতা। ফরেক্স মার্কেটে তারাই সফল ট্রেডার যারা ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকতে পারেন।
ফরেক্স ট্রেডে আসার আগে চিন্তা করি লস করবো । কারন আমি খুব বেশি প্রফিট করি না । আমি মাঝে মাঝে প্রফিট করি আর মাঝে মাঝে লস করি । তবে আমি আমার অল্প প্রফিট নিয়ে ও খুশি আছি । আমি ট্রেড করার আগে অনেক কিছু চিন্তা করে তাই ট্রেড করি । আমি ভাল করে এনালাইসিস করে তাই ট্রেড করি । আমি মনে করি সকলের অ করা উচিত ।