আসলে এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় কেউ বলতে পারবে বলে আমি মনে করি না। কারন এখানে কি পরিমান লেনদেন হয় তা আমি কখন শুনেনি। তাই এই ব্যপারে আমি কিছু বলতে পারবনা। কেউ যদি জানেন তবে আমাকে জানলে আমি অনেক খুশি হব এবং আমি অন্যদের জানাব।ধন্যবাদ।
Printable View
আসলে এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় কেউ বলতে পারবে বলে আমি মনে করি না। কারন এখানে কি পরিমান লেনদেন হয় তা আমি কখন শুনেনি। তাই এই ব্যপারে আমি কিছু বলতে পারবনা। কেউ যদি জানেন তবে আমাকে জানলে আমি অনেক খুশি হব এবং আমি অন্যদের জানাব।ধন্যবাদ।
দিনে কতটা ফোরাম পোষ্ট করা যাবে সেটা নির্দিষ্ট নয়।তবে মাসে ২৫০ডলারের বেশি পোষ্ট করা যাবে না।সে হিসেবে দিনে৩০/৪০টা পোষ্ট করলেই হবে।আর ফরেক্সে এর নিয়ম মেনে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি ইচ্ছা করতে এক দিতে অনেক গুলো পোস্ট করে অন্য দিন নাও করতে পারেন।
কোন ব্যবসা করতে হলে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তেমনি ফরেক্স-এ ট্রেড করতে হলে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তাছাড়া অনেক ব্রোকারই বোনাস ডলার দিয়ে থাকে তা দিয়েও আপনি ট্রেড শুরু করেতে পারেন। আর আপনি যদি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করতে চান তাহলে আপনার ট্রেড অ্যাকাউন্টের সাথে ফোরাম অ্যাকাউন্ট যুক্ত করে রাখতে হবে আর সেই বোনাস দিয়ে ও ট্রেড করতে পারবেন। মাত্র ১ ডলারেও ফরেক্সে ট্রেড আরম্ভ করা যায়।
বাংলাদেশ ফরেক্স ফোরামের নিয়ম অনুসারে প্রতি মাসে পোষ্ট করে ২৫০$ এর বেশি পাওয়া যায়না ফরেক্স মার্কেটে যাদি আমরা মিনিমাম প্রতিদিন ৪০ থেকে ৩৫ টি পোস্ট করতে পারি তাহলে মাস শেষে ভাল একটি এমাউন্ট পাওয়া যাবে যা দিয়ে মার্কেটে ভাল ট্রেডিং করা যাবে,তাই আমাদের বেশি পোষ্ট না করা অনেক ভাল।
আসলে ফোরামে কতগুলো পোষ্ট করতে পারবেন তার কোন নির্দিষ্ট সংখ্যা নেই। তবে অতিরিক্ত বোনাসের আশায় বেশি পোষ্ট দিতে গিয়ে পোষ্টের মান খারাপ না করার চেয়ে অল্প শিক্ষানীয় পোষ্ট দেয়াই ভাল। এতে যেমন আপনার নিজেরও উপকার হবে ঠিক তেমনি আপনার পোষ্ট পড়ে আমাদেরও উপকার হবে।
ফোরামে দৈনিক পোস্ট লিমিট কত সেটা আমি কোথাও পাই নি । ফোরামে আমরা পোস্ট করি আর অন্যর পোস্ট পড়ি অনেক কিছু শিখতে পারি । ফরেক্স সম্পর্কে আমাদের নিজেদের জ্ঞাত বিষয় এবং অজানা বিষয়গুলো জানার চরম উৎসাহে পোস্ট করে থাকি । আমি মনে করি যে ফরেক্সে সফল হতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফোরামের সাথেই লেগে থাকতে হবে । ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে আমাদের জন্য ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
আমি যতদূর জানি মাসে ফোরামের লিমিত হল ২৫০ ডলার আর সে মতে আমরা প্রতি দিন ৪০ টা পোস্ট করতে পারব ।তবে আমার জানা মতে প্রতি দিন ২৫-৩০ টার বেশি পোস্ট করা উচিত নয় ।এতে আমাদের একা উন্ত ব্লক হয়ে যেতে পারে ।
আমার ব্যক্তিগত অভিমত ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কয়টা পোস্ট করা যায় এ ব্যাপারে সরাসরি আমি কিছু বলতে পারবো না। কারন সম্ভবত ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন কত পোস্ট করা যাবে তার লিমিট নাই। সম্ভবত পোস্টিং করার লিমিটটটা মাসিক হিসাবে হয়। অর্থাৎ মাসে আপনি সর্বোচ্চ ২০০-৩০০$ পরিমান টি পোস্ট করতে পারবেন হয়তো। তবে অতিরিক্ত পোস্ট করা ধেকে বিরত থাকায় ভালো বলে আমি মনে করি। আমার মতে মাসে সর্বোচ্চ ১৫০$ এর বেশি পোস্টিং না করাই ভালো।
দৈনিক পোষ্ট সংখ্যা এর জন্য কোনে সীমাবদ্ধতা নাই। তবে প্রতিমাসে 250 ডলার পর্যন্ত টাকা উত্তোলন করা যাবে। সেই দিক বিবেচনা করে প্রতিদিন গড়ে 42-43 টি পোষ্ট অর্থাৎ 30 দিনে 250 ডলার ক্রেডিট তুলতে পারা য়াবে। একদিনে 80 টির বেশি পোষ্ট না দেয়াই ভাল। তাছাড়া 40-50 টি পোষ্ট দেয়াটাও খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়।
ফোরামের পোস্টিং দিনে কয়টা করতে পারবেনপারবেন তা আমার জানা নেই।কেননা ফোরামের পোস্টিংকরকটা করবেন সেটা দৈনিক হিসেবে নয় মাসিক হিসেবে।আপনি মাসে ২৫০$ এর সমপরিমাণ পোস্টিং করতে পারবেন।এর বেশি পরিমানের পোস্টিয় করবেন না। এতে নিয়ম ভঙ্গ হবে। তাই বুঝেশুনে পোস্টিং করতে হবে।