না ফোরারেম কপি করলে আপনি বোনাস পাবেন না । তবে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে । সেজন্যে ফোরামে কোন ধরনের কপি পেস্ট করা সম্পূর্ণ নিষেধ । বিস্তারিত জানতে আপনি ফোরামের নিয়মাবলী চেক করে দেখতে পাবেন । ওখানে আপনি সবকিছু জানতে পারবেন ।
Printable View
না ফোরারেম কপি করলে আপনি বোনাস পাবেন না । তবে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে । সেজন্যে ফোরামে কোন ধরনের কপি পেস্ট করা সম্পূর্ণ নিষেধ । বিস্তারিত জানতে আপনি ফোরামের নিয়মাবলী চেক করে দেখতে পাবেন । ওখানে আপনি সবকিছু জানতে পারবেন ।
এখানে কপি ও পেস্ট করা মানা ।ফরেক্স ফোরাম পোস্ট করতে হলে আপনাকে ফোরাম এর সকল কানুন মেনে আপনাকে ফোরামে পোস্ট করতে হবে ।তা না হলে বোনাছে ব্যালেন্স যোগ হবে না ।
এই প্রশ্নের উত্তর হলো আপনি বোনাস পাবেন.কিন্তু ঘটনা হলো আপনার একাউন্ট বাতিল করে দিবে.কারণ এই কপি পেস্ট পোস্টিং এর নিয়ম-কানুন অনুযায়ী অবৈধ.তাই আপনি এইটি করলে কর্তিপক্ষ আপনার এই কার্যক্রমের জন্য যথোপযুক্ত বেবস্থা গ্রহণ করবে.তাই কপি পেস্ট না করে নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে পোস্টিং করুন এবং বোনাস আয় করুন.
কপি পেস্ট করে পোস্ট দেওয়া নিষিদ্ধ । আমি ফরেক্স ফোরামের নিয়ম কানুন যা পড়েছি তা পড়ে মনে হয়েছে যে এখানে যদি কপি পেস্ট করে পোস্ট দিয়ে বোনাস নেওয়ার চেষ্টা করা হয় তবে তা বাতিল বলে গণ্য হবে এবং এর জন্য সম্মানিত মডারেটরগণ যথাযথ ব্যাবস্থা নিতে পারেন । তবে আমি মনে করি যে যদি পোস্ট করে বোনাস নিতে হয় তবে লিগেল ওয়েতে নেওয়া উচিত ।
ফোরামে আপনি কপি পেস্ট করে যদি নিয়মিত ভাবে পোস্ট করে যান তা হলে ফোরাম কতৃপক্ষ যেকোনে সময় আপনাকে ফোরাম থেকে ভ্যান্ড করে দিতে পারে কারন এটি সম্পন্য ভাবে ফোরামের রুলস বা নিয়ম বহিভূত কর্মকান্ড ডহিসাবে বিবেচিত হয়।
কপি পেষ্ট করলে তাৎক্ষনিক বোনাস পেলেও পরবর্তিতে তা কেটে নেয় বা আপনার একাউন্ট একদম ব্লক করে দিতে পারে । কি দরকার কপি পেষ্ট করার। আপনি অন্যদের পোষ্ট পড়ে লিখতে পাড়েন। আর লিখলে আপনার অনেক জানা হয়ে যাবে। এটা আপনা্রই উপকার বেশি । তাছাড়া হাতের স্পীডও বৃদ্ধি পাবে। আমরা নকল করা থেকে বিরত থাকি।
ফরেক্সের ফোরাম সবার জন্য উন্মুক্ত। এখানে সবার মতামত প্রদান করা হয় তাই কপি পেস্ট করার কোন প্রয়োজন হয় না। তবে কপি পেস্ট করলে মতামত শুদ্ধ হয় না। এছাড়াও ফরেক্সের ফোরামে কপি পেস্ট করার নিয়ম নেই। যদি কেউ করে ফরেক্স কতৃপক্ষ আইডি বাতিল করার অধিকার রাখে।
না কপি পেস্ট করলে বোনাস পাওয়া যায় না। কপি পেস্ট করলে আপনার পোস্ট ডিলেট হয়ে যেতে পারে, এমনকি আপনার ফোরাম অ্যাকাউন্ট টিও বাতিল করা হতে পারে। তাই কপি পেস্ট করা উচিত না লিগাল তথ্য নিজে লেখা উচিত।
কপি পোস্ট করলে ফোরামের আসল উদ্দেশ্য ব্যহত হয়।নতুনরা শেখার জন্য ফোরামে তেমন কিছু পাবেনা যদি কপি পোস্ট করা হয়।সর্বোপরি কপি পোস্ট একেবারই নিয়মবহির্ভূত হওয়ায় ফরেক্স বাংলা ফোরামের মডারেটররা কপি পোস্ট কারীদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে।
এই ফোরামে পোষ্ট করা এবং পড়ার আসল উদ্দেশ্য হচ্ছে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করা । কিভাবে ট্রেড করলে লাভবান হওয়া যায় বা কিভাবে ট্রেড করলে লস হবে তা এই ফোরামের পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারি । তাই এই ফোরামে কপি-পেষ্ট করে পোষ্ট করার কোন নিয়ম নেই এবং এতে কোন বোনাস পাওয়ার আশংকা নেই, বরং এ্যাকাউন্ট ই বাতিল করে দিতে পারে ।