-
কত ভলিয়ম দিয়ে ট্রেড করা ভালো এটা নির্ভর করবে আপনার *মুল ব্যালেন্সের উপর। আপনার মোট ব্যালেন্সের কত রিটার্ন করাতে চান এটা নির্ভর করবে আপনার উপর। তবে মুল ব্যালেন্সের শতকরা ১০% উপর লস করা ও প্রফিট করা উচিত নয় আমি মনে করি। এবার আপনার কাঙ্খিত লাভ লস কত হবে সেটা হিসেব করে ভলিয়ম বের করে নিবেন।
-
আসলে আপনি কত ভলিউম দিয়ে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার ব্যালেন্স এর উপর। তবে আমার মতে আপনি যত ভলিউম দিয়েই ট্রেড করেন না কেন সব সময় 1000 পিপের ব্যাক আপ রাখতে হবে। কেননা মার্কেট মুভমেন্ট সদা পরিবর্তনশীল। আপনি যদি 1000 পিপের ব্যাকআপ রাখতে পারেন এবং ধৈর্য্য ধরে ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন। ফরেক্স মার্কেটে কখনোই লোভ করতে যাবেন না। মনে রাখবেন আপনার ইনভেষ্ট আপনি হারিয়ে ফেললে কেউ আপনাকে ডলার দিয়ে সাহায্য করবে না। আপনাকেই কষ্ট করে আবার ডলার ডিপোজিট করতে হবে।
-
কত ভলিউম দিয়ে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার উপর। আপনি যদি নতুন হোন তাহলে কম করে করা ভাল। আর যদি আপনার অভিজ্ঞতা ভাল থাকে তাহলে আসতে আসতে বেশি ভলিয়মে কাজ করতে হবে। তবে সব ট্রেড করতে হবে ভেবে চিন্তে ঠাণ্ডা মাথায়। মনে রাখতে হবে বেশি ভলিয়মে ট্রেড করা মানে, বেশি লাভ হওয়ার সম্ভবনা বা বেশি লস হওয়ার সম্ভবনা।
-
আমি আমার সব ট্রেডের জন্য মার্কেট বুঝে আমার সুবিধা মত ২-৫ লটে বা ভলিউমে ট্রেড করি তবে বেশি ২ লটে ট্রেড করি কারন আমি নতুন ট্রেডার ৫ লটে যদি লস হয় তাহলেও বেশ লস হতে পারে এমন কি আমার অল্প ইনভেস্টমেন্ট এর একাউন্ট জিরো হতে পারে।তাই সব সময় ছোটো লটে ট্রেড করি।তবে বড় ওসফল ট্রেডার রা অনেক বড় লটে টাদের ট্রেড অপেন করে বাই সেল দেন।
-
ভলিউম ফরেক্সে ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ন কারন ভলিউমের কারনে লাভলসের হিসাবটা চলে আসে।আপনি যখন ভলিউম বাড়িয়ে দিবেন তখন লাভ হলে যেমন বেশি হবে তেমনি লস হলেও বেশি হবে।তাই যদি দক্ষ না হোন আর ব্যালেন্সও যদি ১০০ এর ভিতরে থাকে তবে ভলিউম ৫ থেকে ১০ এর ভিতরে রাখাটাই ভালো।
-
আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে উপর ভিত্তি করে মানিম্যানেজমেন্ট সঠিক ভাবে করা হলে সেখান থেকেই বোঝা যাবে যে কত লটে ট্রেড করার উচিত তবে আপনার অ্যাকাউন্ট ব্যারেন্স যদি ১০০ ডলার হয়ে থাকে তবে আমার মনে হয় আপনার সব্বোচ্চ ০.০৮ লটেই ট্রেড করা ভাল।
-
কম ভলিউম নিয়ে ট্রেড করা ভাল আমার মনে হয়। কারন কম ভলিউম নিয়ে ট্রেড করলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। যেমন নিউজের সময় সমান তালে ট্রেড করা যায়। প্রতিটি ট্রেডের জন্য আলাদা ভাবে ট্রেডিং ষ্ট্রাটেজি মনে রাখার প্রয়োজন পড়েনা। আমি মনে করি প্রতিটি ট্রেডের ভলিউম সমান দিয়ে ট্রেড করা এবং ছোট ভলিউমে ট্রেড করার মজাই আলাদা। এতে বাড়তি সুবিধা পাওয়া যায় বলে আমার মনে হয়। ট্রেডিং ষ্ট্রাটেজি সহজ হয় এবং সফল হওয়ার পথ সুগম হয়।
-
আসলে ফরেক্স মার্কেট এ আপনি কত ভলিউম দিয়ে ট্রেড করবেন সেটা নির্ভর করবে আপনার পূঁজির উপর।তবে কিছু ক্ষেত্রে সেটা নির্ভর করবে আপনার নিজের এনালাইসিস এবং চিন্তা ভাবনার উপর।আমি মনে করি যদি ভালো পূঁজি থাকে তাহলে বেশী বেশী দিয়ে ট্রেড করাই ভালো।তবে এই ক্ষেত্রে একটু লস হওার সম্ভবনা বেশী থাকে।তাই কম কম করে ট্রেড করাই আমি ভালো মনে করি।আমি ০.১ দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
100$ ডিপোজিট ভলিওম হবে 0.01 সাইজ. তো এবার দেখেন আপনার ইচ্ছা কারন টাকা তো আপনার। ফরেক্স মার্কেট বুঝে ট্রেড করতে হয় আন্তাজে ট্রেড করে কেও হয়তো জুয়াখেলার মত সাময়িক লাভ করেছে আবার লস সামনে দিয়ে লাভাচ্ছে। সুতরাং আগে বুঝুন পরে ট্রেড করুন।
-
কত ভলিয়ম দিয়ে ট্রেড করবেন তা আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে । ১০০ ডলারে ১০ সেন্টের বেশি ট্রেড করবেন না । যতথন তা লাভে িকোলস হবে । যদি এর বেশি ট্রেড করেন তাহলে লস হওয়ায় সম্ববনা আছে । তাই সফল ভাবে ট্রেড করতে মানিম্যানেজমেন্ট রক্ষা করুন।