-
বাংলাদেশ ফরেক্স ফোরাম আসলেই আমাদের বাংলাভাষাভাষিদের জন্য আশির্বাদস্বরুপ । কেননা ফরেক্স নিয়ে বাংলার মধ্য উপযুক্ত তথ্যর ভান্ডার এখনো গড়ে উঠেনি এই ফোরাম ব্যাতিত । আমি ব্যাক্তিগতভাবে ফোরামের সাথে লেগে থাকার চেষ্টা করি । কেননা আমি জানি যে আমি যত বেশি এই ফোরামের সাথে থাকব তত বেশি পরিমাণে শিখতে পারব ।
-
হ্যা আমি মনে করি যারা ফরেক্সে নতুন তারা ফোরম পস্টিং থেকে সবার মতামত নিয়ে শিখুক।এখানে যারা বড় ভাইয়েরা যে মন্তব্য করে তা ভালভাবে পড়ুন।তাদের কমেন্ট থেকে অনেক কিছু শেখার আছে।আপনার যদি ফরেক্স সম্মন্ধে জানার থাকে তাহলে প্রশ্ন করুন।এখানে যত সিনিয়ার ভাই আছে তারা আপনাকে হেল্প করবে।
-
নতুনদের ফরেক্স শিখার জন্য আমি ফোরামকেই প্রথম অবলম্বন হিসেবে মনে করি।কারন এখানে অনেক ট্রেডাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, তারা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন যা নতুন ট্রেডার দের জন্য বেশ সহায়ক।এছাড়াও নতুন ট্রেডাররা ডেমো ট্রেডিং এর মাধ্যমেও অনেক কিছু শিখতে পারবেন বলে মনে করি।
-
আমি নতুন হিসেবে যা দিখছি তাহলো যারা ফরেকস মার্কেটে নতুন তাদের জন্য ফরেকস ফোরাম অত্যান্ত গুরুত্বপূর্ন এখানে এসে আমার সাহস অনেক বেরে গেছে তাই যারা নতুন আমি বলব ট্রেড করার আগে ফোরামে আসা উচিত তারপর ডেমো প্রাকটিস করা উচিত ।
-
যারা নতুন ফরেক্স এ ট্রেড করছেন তাদের আমি বলব আগে ডেমো প্র্যক্টিস করতে থাকুন। লাইভ ট্রেড পরে করুন। ডেমো করে নিজকে দক্ষ করে তুলুন। লাইভ করে আগেই নিজেকে শেষ করে দিবেন না। কারন এখানে অভিজ্ঞতা না থাকলে আপনি কিছুই করতে পারবেন না।
-
ফোরাম সবার জন্যই ভাল সে নতুন ট্রেডার হোক কিংবা পুরাতন। সবারই উচিত ফোরাম করা। কারন- আমরা আমাদের সমস্যার সমাধান ফোরাম হতে পেতে পারি। তাছাড়া আমরা আমাদের অভিজ্ঞতার কথা সবার সাথে শেয়ার করতে পারি। ঠিক তেমনি অন্যের অভিজ্ঞতা হতে শিক্ষা নিয়ে নিজেকে অভিজ্ঞ করে গড়ে তুলতে পারি।
-
জার নতুন তাদের উচিত ডেমো টেড করা উচিত । আপনি যত ডেমো টেড করবেন আপনি তত ভাল ফরেক্স মার্কেট এ তত ভাল লাভ করতে পারবেন । আপনি তাই নতুন হলে আপনার উচিত ভাল্ভাবে ডেমো করা আর কি করে ভাল লাভ করা যাই তাই খুজে বের করা । ফরেক্স সব বাপার গুল ভাল করে শিখতে থাকেন ভাল লাভ হবে ।
-
নতুনদের জন্য যে বিষটি গুরুত্বপূর্ণ তা হল ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জ্ঞান অর্জন করা । কারণ ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেড করলে আপনার লসের সম্ভবনা খুব বেশী । নতুদের জন্য এনালাইসিস কিভাবে করে তা জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যানালাইসিস হল এমন এক পর্যবেক্ষণ যাহা আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা দিবে। আপনি কখন ট্রেড শুরু করবেন আর কখন ক্লোজ করবেন, এ সকল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে। আপনি যদি এনালাইসিস ছাড়া ট্রেড শুরু করেন তাহলে লসের সম্ভাবনাই বেশি থাকে, আর যদি এনালাইসিস করে ট্রেড শুরু ও শেষ করেন তাহলে লসের সম্ভাবনা কম থাকে।
-
আমি একজন নতুন ট্রেডার হিসেবে ফোরাম করছি আজ দুই মাস হল । তবে অামি এতদিন ফোরামে করার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি । তােই আমার মনে হয় ফরেক্স বাংলা ফোরাম হলো ফরেক্সে এনসাইক্লোপেডিয়া আমাদের বাংলাভাষাভাষিদের জন্য । ফরেক্সে লাভবান হওয়ার অন্যতম একটা কৈশল হলো বেশি করে ফরেক্স নিয়ে লেগে থাকা এবং অব্যহতভাবে জ্ঞান অর্জণ করা ।
-
আমি বাংলা ফরামে জয়েন করেছি ৩ মাস হল আমি বাংলা ফোরাম থেকে অনেক কিছু শিখতে পেরেছি।অনেকেই আছে যে বাংলা ফরামের আসে বোনাস নেবার জন্য তাই বেশি একটা সাফলতা আসে না।কারন ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ভাবে জানতে হবে আরে মার্কেটে প্রচুর লেখাপড়া করতে হবে।