-
লোভ করে কেউ ফরেক্স মার্কেটে লাভবান হতে পারে না । আবার অনেক সময় দেখা যায় যে লোভ করে সাময়িক *কিছু টাকা ইনকাম করেছে এবং তার থেকে অণুপ্রাণিত হয়ে অারো বেশি ইনকাম করার জন্য আরো লোভের বশবর্তী হয়ে আমরা বড় মাপের ট্রেড দিয়ে থাকি । এভাবে একসময় আমরা প্রচুর পরিমাণে লস করি । তাই ফরেক্স করে লাভবান হতে চাইলে আমাদেরকে অবশ্যই নিজেদের কাজের প্রতি অধিক মনযোগি হতে হবে লোভের পরিবর্তে ধৈর্য্যর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে ।
-
এক মাত্র লোভই মানুষঅকে বড় ধরনের ভাল কাজ করতে দেয় না । লোভ সুধু ফরেক্সে নয় মানব অন্যান্য সব ক্ষেত্রেই এটা মানষকে ধ্বংশ করে দেয় । আমি মনে করি আমাদের উচিত ট্রেড দেয়ার আগে লোভ বরজন করা ।
-
ফরেক্স ট্রেডিং এ লোভই সবথেকে বেশি ক্ষতি করতে পারে । লোভে পরলে আপনি কোনদিনই সফলতা পাবেন না বলে আমি মনে করি । তাই আমাদের সব সময় লোভের থেকে দূরে থাকতে হবে বলে আমি মনে করি । আসলে মানুষ মাত্রেই একটু লোভী হয় । কিন্তু সব সময় এই লোভকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে ।
-
হ্যা আপনি থিক বলেছেন ফরেক্স করে আমরা ক্ষতি গ্যস্থ হয়াছি | কথাই আছে লোভে পাপ আর পাপে মুত্যু | ফরেক্স মাকেটে বেশি লোভ করতে গেলে আপনাকে লস ভোগ করতে হবে | ফরেক্স এ লোভ আপনাকে লসের ভাগি করে তুল্বে |
-
লোভ করলে ফরেক্স এ কখনোই টিকে থাকা যায় না , ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে কখনোই লোভ করা যাবে না । এই লোভ করলেই আমাদের অ্যাকাউন্ট হারাতে হবে , আমরা যখন ট্রেডিং করব তখন যদি অনেক বেশি বেশি ডলার বিট করে কাজ করি তখন লস এরও ভয় অনেক থাকে । তাই আমাদের উচিৎ লোভ না করা , লোভ না করে বুজে ফরেক্স এ কাজ করতে থাকলে ফরেক্স এ একদিন সাফল্য আসবেই ।
-
অবশ্যই এতে কোনো সন্দেহ থাক ঠিক হবেনা। ফরেক্স এ লোভের অর্থ লস যদিওবা ডিকশনারিতে লোভের অর্থ লালসা দেয়া আছে। বিশেষ কোরে নতুন এবং অনভিজ্ঞ ট্রেডারদের ভিতরে এই প্রবনতা টা দেখা যায়। তারা মনে করে যে ফরেক্স এ কাটা ঢুকালেই হোল তা ডবল হোয়ে বের হোয়ে আসবে। যার ফল হয় লস অনকেেই আছেন যারা দিনে ৩০০-৪০০ ডলার এবারে লস কোরে।
-
এটা থিক বলছেন আমি যখন ফরেক্স এ নতুন তখন আমি ফরেক্স করতে গিয়ে অনেক লস করছি | আমার লোভ আমাকে লস করিয়েছে আমি মনে করি ফরেক্স মাকেতে যে বেশি লোভ করবে সে লস করবে | তাই আমি এখন বেশি লোভ করিনা |
-
লোভ করলে ফরেক্স মার্কেট এ কখনোই টিকে থাকা যায় , যারা এই প্রজন্ত ফরেক্স এ লোভ করেছে তারা সবাই ফরেক্স এ লস করেছে । তাই ফরেক্স এ টিকে থাকার জন্য আমাদের লোভ করা যাবে না লোভ করলে ফরেক্স এ আমাদের সব কিছুই হারাতে হবে তাই আমাদের উচিৎ ফরেক্স এ লোভ না করে ট্রেড করা ।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে লোভ আমাদেরকে নিঃস্ব করে দেয়। তাই লোভ না করে আমাদেরকে ধীরে ধীরে ট্রেড করে প্রফিট করা শিখতে হয়। আমরা যত ধীরে ট্রেড করব ততই ভাল ট্রেডার হতে পারব। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যা আমাদের প্রতিনিয়ত লোভ করে দেয়। আর এই লোভে ভুলভাল ট্টেড করে আমাদের অনেকটা লসে পরিনত করে দেয়। তাই আমার মতে ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স এ লোভটাকে সামলে রেখে ফরেক্স এর সবকিছু বুঝেশুনে ট্টেড করা উচিত। তবেই ফরেক্স থেকে আয় করা যাবে।