ওভার ট্রেডিং করা একটি মারাত্বক ভুল আমি অনেক ভালো ভালো ট্রেডারদের দেখেছি যে তারা ওভর ট্রেডিং করে কখোনই লাভ করতে পারে নাই এজন্য ওভার ট্রেডিং যত কম করে পারা যায় আর ওভাার ট্রেডিং করলে অনেক সাবধানে করতে হবে যাতে লসের সম্ভবনা কম থাকে।
Printable View
ওভার ট্রেডিং করা একটি মারাত্বক ভুল আমি অনেক ভালো ভালো ট্রেডারদের দেখেছি যে তারা ওভর ট্রেডিং করে কখোনই লাভ করতে পারে নাই এজন্য ওভার ট্রেডিং যত কম করে পারা যায় আর ওভাার ট্রেডিং করলে অনেক সাবধানে করতে হবে যাতে লসের সম্ভবনা কম থাকে।
ওভার ট্রেডিং হলো খুব বড় একটি ভুল ।ওভার ট্রেডিং এর ফলে অনেক লস হয়ে থাকে ।যদি আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে ওভার ট্রেডিং একদম করা যাবে না ।
ভাই আপনার মূল সিস্টেমটাই যদি ওভার ট্রেডিং এর হয় তাহলে আপনাকে সেই সিস্টেম ধরেই ট্রেড করতে হবে। কিন্তু আপনি যদি একটা ট্রেড লস করার পর আবার সেই জায়গাতে বা সেই পজিশনেই অপোজিট ট্রেডের এন্ট্রি দেন তাহলে সেটা হবে আপনার নিজের ভুল। কারন ওভার ট্রেডিং হলো একটা সিস্টেম ধরে একের পর এক একসাথে ১০ থেকে ১৫ টা ট্রেড ওপেন করা বা প্রয়োজনে এর চেয়েও বেশি হতে পারে।
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। যার ফলে আপনার লট সাইজ বেড়ে যায় এবং এর প্রেক্ষিতে যখন মার্কেট আপনার প্রতিকুলে চলে যায় তখন আপনি খুব সহজেই মার্জিন কল পেয়ে যাবেন। তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।
ফরেক্স মার্কেটে আমরা অনেকে লোভের বসে ওভার ট্রেডিং করে থাকি এতে করে আমাদের লসের খাতাটাই ভারি হয়।আমি ও ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং করে অনেক বার লস করেছি মার্কেট অনেক ডাউন হয়ে গেসে তখন মনে হয়েছে আবার আপ হবে এই ভেবে আমি অনেক বার ওভার ট্রেড করেছি কিন্তু একবার ও সফল হইনাই লস টাই বেশি হইছে তাই আমাদের ওভার ট্রেডিং বর্জন করা দরকার।
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করাটাই হল ওভার ট্রেড। কিন্তু ওভার ট্রেড করা ভাল নয়। বিশেষ করে যাদের লোভ বেশি তারা বেশি প্রফিটের আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড করে থাকে। এটা ঝুঁকিপূর্ণ। কারণ ফরেক্স মার্কেট কখনো স্থির থাকে না। যখন তখন মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে একাউন্ট ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। কিন্তু কম লট নিয়ে ট্রেড ধরলে একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। তাই এই ব্যাপারে সতর্ক থাকা জরুরী।
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে ওভার ট্রেডিং করা মুলত আপনার ফান্ডামেন্টাল যে ট্রেডিং নীতি তার সম্পুন্ন পরিপন্থি কারন আপনি তখন ওভার ট্রেড করেন যখন আপনার কোন ট্রেড লসে চলে যেছে তা রিকোভারের জন্য আবারও উপযুক্ত ট্রেডিং প্যাটার্ন ছাড়া ট্রেড ওপেন করা। এখন একটা ভাবুন আসলে কাজটা কি হল আনি প্রথমত লসের কারনে মার্জিন কলের মুখে আছেন আবার ট্রেড ওপেন করে তাকে তরান্বিত করলেন, মানে কিছুটা আগুনে ঘি ঢালার মত। ধন্যবাদ।
ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেডিং ফরেক্স এর জন্য ভালো নয় । আপনি মার্কেট থেকে জোর করে কখনই ভালো প্রফিট করতে পারবেন না । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখনই ওভার ট্রেডিং করতে গেছি ততবারই লস করতে হয়েছে । তাই এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে ।
আমি মনে করি যে, ফরেক্স বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেডড করাই হচ্ছে ওভারট্ররডিং।এভাব বেশি বেশু ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং প্রতিরোধ করে ট্ররড করার চেষ্টা করতে হবে।
ফরেক্সে বহুল প্রচলিত লসের কারনের মধ্যে প্রধান একটা কারন হচ্ছে ওভারট্রেডিং।একটা ট্রেডের পরপরই আরেকটি ট্রেড অথবা একসাথে অনেক ট্রেড করাই হচ্ছে ওভারট্রেডিং।এভাব বেশি বেশি ট্রেড করার কারনে সঠিক অ্যানালাইসিস সম্ভব হয়না বলে স্বাভাবিকভাবেই লস হয়ে থাকে।তাই লস কমিয়ে আনতে হলে ওভারট্রেডিং থেকে বিরত থাকতে হবে।