-
আমি মনে করি আপনি যদি ফরেক্স সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই একাধিক পেয়ারে ট্রেড করতে পারেন, তবে আপনার যদি এই বাজার সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনি একাধিক পেয়ারে ট্রেড না করে দু’একটি পেয়ারে ট্রেড করতে পারেন। কারণ এটি সহজ ব্যবসা নয় এখান থেকে মুনাফা উপার্জন করতে চাইলে আপনাকে অনেক বেশি পরিশ্রম ও কঠোর জ্ঞানের মাধ্যমে বাজার সম্পর্কে জানতে হবে তবেই আপনি এখান থেকে ভাল মুনাফা উপার্জনে সক্ষম হতে পারবেন।
-
আমার মতে ট্রেডারদের নির্দিষ্ট কিছু পেয়ারেই শুধু ট্রেড করা উচিত কারণ সব পেয়ারে ট্রেড করলে গোলমাল পাকিয়ে যেতে পারে কারণ সবাই এতোগুলো পেয়ার সম্পর্কে ভালো ধারনা রাখা সম্ভব নয়। সব পেয়ারই প্রতিদিনই বিভিন্ন নিউজের উপর উঠে বা নামে তাই আমার মনে হয় সব নিউজ সম্পর্কে তথ্য নাও থাকতে পারে আর যদি নিউজ সম্পর্কে ভালো না ধারনা থাকে তবে একাধিক পেয়ারে ট্রেড না করাই ভালো বলে আমার মনে হয়।
-
এ বিষয়ে আমি বলব যে এটা করা কখনই উচিত হবে না। এটা অনেক মন্দ একটা অভ্যাস। কারন হলো আপনি এখানে একের অধিক পেয়ার নিয়ে যখন কাজ করবেন তখন দুই দিকেই কিছুটা হলেও এনালাইসিসে আপনার ঘাটতি থেকে যেতে পারে, যেটা এখানে আপনাকে ট্রেডিং এর সময় অনেকটা ভুল ডিসিসন নিতে হতে পারে, যা কিনা আপনার জন্য অনেকটা বিপদের হতে পারে, তাই একাধিক পেয়ারে ট্রেড করা থেকে সর্বদা বিরত থাকুন। তবে আপনার যদি সেরকম অভিজ্ঞতা থেকে থাকে কিংবা আপনি যদি অনেক দক্ষতাসস্পূর্ণ ট্রেডার হন তাহলে এটা করতে পারেন।
-
একাধিক ট্রেড করা মানে অনেক বেশি পরিশ্রম করা আর অনেক বেশি ঝুকি নিয়ে ট্রেড করা, কারণ আপনি যদি একাধিক পেয়ার নির্বাচণ করেন তাহলে আপনাকে সকল পেয়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। আর আপনি যদি তথ্য সংগ্রহ ব্যতিত ট্রেড করেন তাহলে আপনি কখনই সফলভাবে ট্রেড করতে পারবেন না। কিন্তু আপনি যদি একটি পেয়ারে ট্রেড করেন তাহলে আপনাকে কম তথ্য সংগ্রহ করে খুব সহজেই সফলভাবে মুনাফা করতে পারেন। আমি সবসময় একাধিক ট্রেড এর বিপরীতে।
-
প্রথম দিক একটি বা দু্টি পেয়ার নিয়ে কাজ করা উত্তম কারণ প্রথম দিকে অনেক কিছু বুঝতে হয়। একসঙ্গে বেশী পেয়ার নিয়ে কাজ করা ঠিক নয় তাতে আপনার ট্রেডিং এর মূল বিষয় বুঝতে কষ্ট হয়। মাকের্ট এর মুভমেন্ট ভালোভাবে পর্যালোচনা করতে হলে যত কম পেয়ার নিয়ে কাজ করা যায় তত ভাল। বেশী লাভ করার জন্য অনেকে অনেকগুলো পেয়ার নিয়ে ট্রেড করতে চেষ্টা করেন তাতে দেখা যায় সব কিছু তালগোল পাকিয়ে ফেলেন।
-
ট্রেড সম্বন্ধে আমার কোনো ধারনা নেই ।আমার ট্রেড সম্বন্ধে অনেক কিছু শেখার আছে যে কিভাবে ট্রেড করলে লাভবান হওয়া যাবে। কিন্তু কিন্তু কিভাবে শিখবো তাই বুঝতে পারছি না ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে একাধিক পেয়ারে ট্রেড করা কখনও ভাল হবে না। কারণ আপনি যদি এই মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞ না থাকেন তাহলে আপনি খুব একটা ভাল সফলতা ভোগ করতে পারবেন না। এজন্য আগে আপনি পেয়ারগুলো সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠুন তারপর একটি বা দুটি পেয়ারে ট্রেড করার মত মন মানসিকতা তৈরি করুন। যখন আপনি মার্কেট সম্পর্কে অধিক বেশি দক্ষ ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়ে উঠতে পারবেন তখন আপনি ইচ্ছা করলে একাধিক পেয়ারে ট্রেড করতে পারেন। কারণ আমার জানা মতে একাধিক পেয়ারে ট্রেড করতে হলে আপনাকে অধিক বেশি প্রত্যেক পেয়ার সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। তাহলে আপনি ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন।
-
আমি মনেকরি, যে কোন একটা পেয়ারে ট্রেগ করা ভালো । কারন আমি সব সোময় এক পেয়ারে ট্রেড করি । আমার এখন পোর্যন্ত কোন সমশা হয়নি । তায় আমি মনেকরি , এক পেয়ারে ট্রেড করায় ডাল ।
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি ১ থেকে ৩ টা পেয়ার এ ট্রেড করেন এতে করে আপনি ট্রেড করা ভাল করে শিখতে পারবেন পরে যখন আপনি ভাল লাভ করতে পারবেন তখন আপনি আরও বেশি পেয়ার এ ট্রেড করতে পারবেন এটা অনেক ভাল হবে তখন আপনার লাভ এর পরিমান ও বাড়তে থাকবে
-
আপনি একাধিক একাধিক পেয়ারে ট্রেড করতে পারবেন কখন যখন আপনি উক্ত পেয়ারে ট্রেডিং করার অভিজ্ঞতা আছে. আমার কথার মানে হলো আপনি যে পেয়ারে ট্রেড করছেন সেটা আপনার পরিচিত আপনার অনেক অভিজ্ঞতাও আছে. কিন্তু যে পেয়ারে আপনার অভিজ্ঞতা নাই সেই পেয়ারে ট্রেড করাটা ঠিক হবে না. কারণ আপনি ওই পেয়ারে অভিজ্ঞ নন তাই ট্রেড করলে হয়তো লস হতে পারে. তাই একাধিক পেয়ারে ট্রেডকরতে গেলে উক্ত পেয়ার সম্পর্কে আপনাকে অভিজ্ঞ হতে হবে.