-
হুম ট্রেন্ড এর সাথে আমাদের যেতে হবে, এটাই স্বাভাবিক, তবে মার্কেট প্রায়সময় ই ঘুরে, ট্রেন্ড লাইন, মাঝে মধেই পুরোপুরি ঘুরে যায়, সুতরাং, তখন আবার তার উপর নির্ভর করে নতুন সিধান্তে উপনীত হতে হবে, ট্রেন লাইন সবসময় একদিকে যায় না, ইটা প্রায় ই দিক পরিবর্তন করতে থাকে, নতুন দিকে গেলে সেই দিক আবার ঘুরে আসে যেহেতু, তাই স্টল লস ও বেবহার করার প্রতি গুরুত্ব দিতে হবে.
-
আমি সব সময় ট্রেন্ডের দিকে ট্রেড করতেই বেশী ভালোবাসি। তাছাড়া ট্রেড করার আগে আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিসের সম্পর্কে জেনে ট্রেড অপেন করি ।আমি যখন দেখি আর,এস,আই এর লাগ দাগটি ওপরের দিকে উঠেছে তখন আমি সেল দিই । আর যখন দেখে আর,এস,আই এর দাগটি নিচে ছুয়ে গেেছ তখন আমি বাই দিই।
-
অবশ্যই ফোরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মার্কেটে যদি লংটাইমের সঠিক ট্রেন্ড দেখা যায় বা সঠিক ট্রেন্ড খুজে বের করা যায় তাহলে মার্কেটে ট্রেন্ড এর সাথে ট্রেড করে যদি লস এর পরিমান কম হয়। এবং আপনার গেইন রেশিও আরো বেশি হবে। তাই আমার মতে ট্রেন্ড এর সাথে মাকেৃট করাটাই বেটার।
-
হুম, মার্কেটের ট্রেড এর সাথে মিল রেখে ট্রেড করলে অবশ্যই আয় হবে । মার্কেট যখন উটা নামা করবে তখন আপনাকে বুজে নিতে সেল / বাই ব্যভার করতে হবে। আর এর সাথে যদি মিল না রেখে ট্রেড করতে যান তো আপনাকে ক্ষতির সম্মুখি হইতে পারেন । তাই ট্রেড করার আগে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে ট্রেড করতে পারেন । ফরেক্স সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে মার্কেট যেমন ঐ হুক আপনি ট্রেড করে আয় করতে পারবেন ।
-
হ্যাঁ আমিও ট্রেন্ডের পক্ষে ট্রেড করতেই বেশী ভালোবাসি। কারন মার্কেট ট্রেন্ড এর সাথে ট্রেড করা অনেক বেসি লাভজনক কিন্তু আপনি যদি ট্রেন্ডের বিপক্ষে থেকে ট্রেড করেন তাহলে আপনি অনেক বিরাত এক ক্ষতির সম্মুখীন হতে পারেন । তাই আমি ট্রেন্ডের পক্ষে ট্রেড করাটাকেই বেসি নিরাপদ মনে করি ।
-
ফরেক্স এ ট্রেন্ড একটি লাভজনক বিষয় এটা আপনার মার্কেট এনালাইসিস এ সাহায্য করে ট্রেন্ডের সাথে ট্রেড করলে ফরেক্সে খুব সুবিধা হয় কিন্তু এর বিপরীতে যেয়ে ট্রেড করলে অনেক সময় লস এর পরিমান বেড়ে যায় তাই মার্কেট ট্রেন্ড এর সাথে ট্রেড করাই বুদ্দিমানের কাজ
-
ফরেক্সে ট্রেন্ডের সাথে ট্রেড আর ট্রেডের সাথে প্রফিট গভীর ভাবে সম্পর্ক যুক্ত কারন মার্কেট ট্রেন্ড ট্রেডারদের জন্য অনুকূল পরিবেশ তৈরী করে দেয় যা থেকে ভাল প্রফিট করা সম্ভাব হয়। তবে এই ট্রেন্ডকে সফল ভাবে কাজে লাগিয়ে ঐ সকল ট্রেডাররাই লাভবান হতে পারেন যাদের ফরেক্সের উপর রয়েছে পূর্ন জ্ঞান এবং অভিজ্ঞতা যার ফলে তারা মার্কেট ট্রেন্ড দেখে সহজেই মার্কেটের গতিবিধি বা মুভমেন্ট অনুমান করতে পারে।
-
ফরেক্স মার্কেটে সবসময় একটি ট্রেন্ড অনুযায়ী চলে তাই আমাদের উচিত সবসময় মার্কেটের ট্রেন্ড অনুযায়ী ট্রেড করা তাহলে ফরেক্স ট্রেড করে প্রফিট করা সম্ভব হবে তানাহলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা ট্রেন্ডের বিপরিত ট্রেড করা করে প্রফিট খুভ কস্টকর হয়ে জায় ।
-
ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে আপনাকে অবশ্যই ট্রেন্ডের দিকেই ট্রেড করতে হবে। তা না হলে আপনার ট্রেডে বড় অঙ্কের লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি যখন মার্কেট আপট্রেন্ডে থাকে তখন বাই করি আর যখন মার্কেট ডাউনট্রেন্ডে থাকে তখন সেল করি। আর ফরেক্স এর একটা গুরুত্বপূর্ণ অংশ হল যে ফরেক্স থেকে আপনাকে লাভ করতে হলে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে ট্রেন্ড এর সাথে ট্রেড করার বিকল্প নাই। ট্রেন্ড ইস ইওর ফ্রেন্ড। ট্রেন্ড এর সাথে থাকলে প্রফিট আসবেই। আর ট্রেন্ড এর বিপক্ষে থাকলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না। মার্কেট যেদিকে যায় সেদিকে থাকাটাই হছে ট্রেন্ড এর পক্ষে থাকা। আমি ফরেক্স মার্কেটে ট্রেনডের দিকে ট্রেড করার চেষ্টা করি। মার্কেট আপ ট্রেনডে থাকলে বাই করার চেষ্টা করি আর নিম্ন ট্রেনডে থাকলে সেল করার চেষ্টা করি। আমার মতে যদি বুজে শুনে ফরেক্স মার্কেটে ট্রেনডের সাথে ট্রেড করা যায় তাহলে অধিক লাভ করা যায়।