শাব্ধানের কোন মাইর নাই । এই মার্কেট এ মাজে মাজে গতি অনেক বেরে যায় তখন আমাদের ভয় লাগে । আশেপাশে কলহল থাকলে মনজগ দিতে সমসসা হয় । তখন উচিত আমাদের টাণ্ডা মাথায় ট্রেড করা । মনে রাখা উছুইত শামান্ন ভুল অনেক বড় কতির কারন হতে পারে ।
Printable View
শাব্ধানের কোন মাইর নাই । এই মার্কেট এ মাজে মাজে গতি অনেক বেরে যায় তখন আমাদের ভয় লাগে । আশেপাশে কলহল থাকলে মনজগ দিতে সমসসা হয় । তখন উচিত আমাদের টাণ্ডা মাথায় ট্রেড করা । মনে রাখা উছুইত শামান্ন ভুল অনেক বড় কতির কারন হতে পারে ।
ফরেক্স ট্রেড আপনি যে কোন জায়গা থেকে আপনি করতে পারেন কিন্তু এটার জন্য একটু নিরিবিলি পরিবেশ হলে আপনার জন্য ভালো হয় কারণ ফরেক্স এমন একটি মার্কেট প্লেস যেখানে ট্রেড করতে হলে আপনাকে মনোযোগী হতেহবে এবং এনালাইসিস করে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে এর জন্য বাসায় হলেও একটি নিরিবিলি রুম সিলেক্ট করেন অথবা দক্ষ ট্রেডার হলে অফিস নিয়ে ট্রেড করতে পারেন।
আপনার কথা ঠিক ফরেক্স মার্কেটের জন্য একটা অন্য ধরনের এনভারোন্টমেন্ট দরকার, একটা নিরিবিলি পরিবেশ, মনো সংযোগ করা যায় এমন একটা স্থান। আর এটা কোন কঠিন বিষয় নয়। এর জন্য অফিস এর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনি চাইলে বাসায় বসে, ছোপায় শুয়ে ল্যাপটপ টা বুকের ওপর রেখে তার পরও করতে পারেন। তবে অবশ্যই সেটা সাবধানতার সাথে নির্দিষ্ট এবং পরিক্ষিত কোন পদ্ধতিতে করা উচিত।
আমি একজন স্টুডেন্ট। আমি বাসায় বসে আমার কম্পিউটারেই ফরেক্স ব্যবসা করি। আমি মনে করি আলাদা কোন অফিসের প্রয়োজন নেই আমার। কারন বাসায় বসেই বেশ ভালোভাবে এ ব্যবসা করা সম্ভব। মাঝে মাঝে আমি আমার এন্ড্রয়েড ফোনেও ট্রেড করি যখন আমি বাইরে থাকি।
আমি ফরেক্স ট্রেডিং করার জন্য স্পেশাল কোনো জায়গায় অবস্থান করি না।সচরারচর আমি আমার রুমে বসেই ট্রেড করি।এখানে আমি মনের মত করে সবকিছুই করি।আর ট্রেডের মত গুরুত্বপূর্ন বিষয়ে আরও মনযোগী হওয়ার চেষ্টা করি।তবে অনেক সময় ট্রেড করে লস হলে অস্থির লাগে।আবার বাড়িতে অনেকসময় আত্বিয়স্বজন আসতে পারে।তখন আমি এসব ঝামেলামুক্ত ভাবে ট্রেড করার জন্য বাইরে কোথাও নির্জন জায়গায় একা বসে ট্রেড করি।
ফরেক্স এ যারা ত্রাদ করেন তারা সবাই কোন না কোন কাজের সাতে জড়িত তাই সবাই ঘরে বসেই করেন যদি ও ঘরে বসে করলে অনেক সময় মনোযোগ ঠিক থাকে না । ফরেক্স এ ত্রাদ করতে হলে মনোযোগ খুব ই দরকার কারন এ টা মুদ্রা বাজার। কোন ভুল হলে হয়তো লসস হবে যা আমরা চাই না। তবে যারা খুব ই অভিজ্ঞ এবং বড় বড় ত্রাদ করেন তারা ঘরে না করে অন্নো জায়গায় অফিস করে করলে ভাল হয় তাতে তাদের মনোযোগ বিগ্ন হবে না।
আমিও আপনার সাথে একমত। এ জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেডিং এমন একটি ব্যবসা যে ব্যবসায় মনোযোগের অভাব হলে লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ট্রেড করার জন্য নিরিবিলি সুন্দর পরিবেশ খুবই প্রয়োজন বলে আমিও মনে করি।
ফরেক্স মার্কেট থেকে অনেকেই ইনকাম করে ঘরে বসে। আমি ও এই মার্কেট থেকে ইনকাম করি। আমি প্রতিদিন ফরেক্সের জন্য আলাদা ভাবেই ৩-৪ ঘন্টা সময় ব্যায় করি। তবে আলাদা ভাবে সময় না ব্যায় করেও এখান থেকে ইনকাম করা সম্ভব
ফরেক্স অনেক কঠিন এবং বিপদজনক ব্যবসা। আখানে ব্যবসা করতে হলে সব সময় মনযোগী হতে হয়। কারন এখানে ভুল করার কোন সুজোক নেয়। তাই আপনার যদি বাড়িতে ফরেক্স করার মত পরিবেশ না থাকে তবে আপনাকে অবশ্যই আলাদা জায়গাই গিয়ে ফরেক্স করা উচিত।
আমি ফরেক্স বাসাই থেকেই করি। তাতে আমার কোন সমস্যা হয় না। ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আসলে অনেক মনোযোগ দিয়ে ট্রেড করলে ভাল হয়। আমার বাসাই ট্রেড করতে ভাল লাগে। কারন আমাকে আমার বাসার কেও বিরক্ত করে না। আমি যখন ট্রেড করি তখন আমার রুম বন্ধ করে ট্রেড শুরু করি। আমার মনে হয় আলাদা কোন অফিস নিয়ে ট্রেড করলে সমস্যা বেশি হবে। কারন অনেক পরিচিত মানুষ অফিসে বিরক্ত করতে পারে।